স্টাফ রিপোর্টার ।।
মোংলায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুত্বর জখম মোঃ সোহেল (২৬) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় মোংলা থানায় দায়ের হওয়া মামলায় এখনও পর্যন্ত কোন আসামি গ্রেফতার হয়নি। গত ৪ডিসেম্বর আহতের পিতা মোংলা পৌরসভার ৯নং ওয়ার্ডের নুর মোহাম্মদ সড়কের বাসিন্দা মোঃ সেলিম হাওলাদার ৫জনের নামে মামলা দায়ের করেন (নং-০৬)।
মামলার সংক্ষিপ্ত বিবরনী থেকে জানা গেছে, পুর্ব শত্র“তার জের ধরে গত ৩ডিসেম্বর বিকেলে সেলিম হাওলাদারের ছেলে মোঃ সোহেল হাওলাদারকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে গুরুত্বর জখম করে সন্ত্রাসীরা। সোহেলকে প্রথমে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পরবর্তিতে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে চিকিৎসকরা।
মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, এঘটনায় মামলা দায়ের হয়েছে। এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যহত আছে।