কুয়েটের সিদ্ধান্তে নাখোশ শিক্ষার্থীরা, দাবি স্থায়ী বহিষ্কার

2
Spread the love

স্টাফ রিপোর্টার।।

খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় আবার পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একইসাথে সিসিটিভির ছবি বিশ্লেষন করে ছাত্রকে সাময়িক বহিস্কারের সিদ্ধান্ত জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (ডিসেম্বর) বিকেলে কুয়েট প্রশাসনের দেয়া ঘোষণায় এসব সিদ্বান্তের কথা জানানো হয়।

তবে সাধারণ শিক্ষার্থীরা শুধুমাত্র সাময়িক বহিস্কারের সিদ্ধান্তে সন্তুষ্ট নয়। তাদের দাবী অভিযুক্তদের স্থায়ী বহিস্কার এবং মৃত্যের পরিবারকে উপযুক্ত ক্ষতিপুরণ।

এদিকে, কোন ধরনের তদন্ত ছাড়াই ছাত্রকে সাময়িক বহিস্কারের এই সিদ্বান্তকে অযৌক্তিক বলছেন ছাত্রলীগ নেতা সেজান (কুয়েট থেকে সাময়িক বহিস্কৃত)তবে সাধারণ ছাত্রছাত্রীরা বলছেন, পাঁচদফা দাবীর ভিত্তিতে ঘটনায় জড়িতদের স্থায়ী বহিস্কার এবং মৃত শিক্ষকের পরিবারের ভরনপোষনের দায়িত্ব নিতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে।

এদিকে, এক বিবৃতিতে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সেলিম হোসেনের মৃত্যুকে কেন্দ্র করে গড়ে ওঠা কুয়েটের ছাত্র শিক্ষকদের আন্দোলনের প্রতি একাত্বতা প্রকাশ করেছেন।