কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৫
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে এককেজি গাঁজা ও ১৩০ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী এবং মাদক সেবন করার অপরাধে একজনসহ মোট ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর নিরালা এলাকার বুলবুল গাজীর স্ত্রী মোছা. রাশিদা বেগম (৫৫) ও জাকারিয়া গাজী ওরফে মিম গাজীর স্ত্রী মোছা. সুমাইয়া আক্তার (২০), দৌলতপুর পাবলা নতুন রাস্তার মোড়ের মৃত. সাহেব আলীর ছেলে মো. আসলাম শেখ (৩৮) ও রূপসা থানার বাগমারা গ্রামের মৃত. আব্দুল মান্নান এর ছেলে মো. লিমন (৩৪)। এছাড়াও
গিলাতলার মৃত. হায়দার গাজীর ছেলে মো. টিপু গাজী ওরফে বিল্লাল গাজী (২৮) কে দৌলতপুর থানা এলাকা হতে মাদক সেবন করার অপরাধে গ্রেপ্তার করা হয়।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহ্ জাহান শেখ জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় এককেজি গাঁজা ও ১৩০ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী এবং মাদক সেবন করার অপরাধে একজনসহ মোট ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি মামলা দায়ের করা হয়েছে।
রাইজিং সান হেল্থ ক্লাবের দ্বি-বার্ষিক সাধারন সভা
খবর বিজ্ঞপ্তি
“সুস্থ-দেহ, সুন্দর-মন” এই শ্লোগানকে ধারন করে রাইজিং সান হেল্থ ক্লাবের দ্বি-বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় ২৮নং ওয়ার্ড কাউন্সিলর অফিসের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের সভাপতি মো. শফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের অন্যতম উপদেষ্টা, কেসিসির সাবেক প্যানেল মেয়র ও ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আজমল আহমেদ তপন। সভায় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির আহবায়ক ও সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি সেখ খালিদ আহম্মেদ, সাবেক সভাপতি তাপস কুমার সরকার (শিব), খুলনা চেম্বারের পরিচালক মফিদুল ইসলাম টুটুল এবং আয়োজক কমিটির সদস্য সচিব ও অনুষ্ঠানের সঞ্চালক অসীম আনন্দ দাস। ক্লাবের প্রায় শতাধিক সদস্যের উপস্থিতিতে শোক প্রস্তাব পেশ করেন অসীম আনন্দ দাস ও ক্লাবের সাংগঠনিক এবং আর্থিক প্রতিবেদন পেশ করেন মো. কবীর হোসেন মৃধা। ক্লাবের কার্যক্রম আগামী দুই বছর পরিচালনা করার জন্য মো. কবীর হোসেন মৃধাকে সভাপতি, সুশান্ত কুমার দাসকে সাধারন সম্পাদক ও অরুন কুমার সাহাকে কোষাধ্যক্ষ হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়। আগামী দুই বছর ক্লাবের কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার জন্য নতুন নেতৃবৃন্দকে দায়িত্ব অর্পন করা হয়।
সভায় প্রধান অতিথি বলেন, দৈনিক প্রাতঃভ্রমনের মাধ্যমে অমরা দিনের সবচেয়ে ভালো সময় অতিবাহিত করি এবং সারাদিনের আমাদের প্রত্যেকের ব্যক্তিগত কাজের স্পৃহা তৈরি হয়। শুধুমাত্র নিজেকে সুস্থ রাখার জন্য প্রতিদিন প্রাতঃভ্রমন করাই যথেষ্ট নয়। তাই প্রয়োজন নির্দ্দিষ্ট সাংগঠনিক কাঠামোর মাধ্যমে নিজেকে সুস্থ রাখা ও সমাজের মানুষের জন্য নাগরিক দায়িত্ব পালন করা। এই ক্লাবের মাধ্যমে অতীতে যেভাবে জাতীয় ও ধর্মীয় অনুষ্ঠানগুলি পরিচালনা করা হয়েছে আশা করি নতুন নেতৃত্ব সেই ধারাবাহিকতা অব্যহত রাখবে।এই ক্লাবের মাধ্যমে আমরা সকলে যাতে সুস্থ জীবন যাপন করতে পারি তার জন্য নতুন নতুন কর্মসূচী গ্রহন করতে হবে। সকল দলমতের উর্দ্ধে থেকে অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে।
মশিয়ালীতে ১নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটি পক্ষ থেকে ইউপি চেয়ারম্যান মনিরুল ও ইউপি সদস্যদের সংবর্ধনা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
গত ১১ নভেম্বর অনুষ্ঠিত আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ থেকে ২য় বারের মত বিপুলভোটে নির্বাচিত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, ১নং ওয়ার্ড ইউপি সদস্য এস এম বখতিয়ার পারভেজ এবং ১ম বারের মত নির্বাচিত সংরক্ষিত মহিলা আসনের রাজিয়া বেগম এর সংবর্ধনা অনুষ্ঠান মশিয়ালী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিকাল ৪ টায় মোঃ আমিরুল ইসলামের সভাপতিত্বে ও এস এম বাবুল রেজার পরিচালনায় অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বেগ লিয়াকত আলী। বিশেষ অতিথি ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ ফারুক আহমেদ, বীর মুক্তিযুদ্ধা সম রেজওয়ান আলী, শেখ আনিচুর রহমান, মোড়ল আনিসুর রহমান, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামোদর ইউপি নবনির্বাচিত চেয়ারম্যান শরীফ মোহাম্মদ শিপলু ভূঁইয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোঃ হাসানুজ্জামান বুলবুল, মোঃ রুহুল কুদ্দুস লস্কর, মোঃ ফিরোজ সরদার, মোঃ বদরুল আলম মার্কিন প্রমুখ ।
বিজ্ঞ আদালতে মামলা চলা সত্ত্বেও আড়ংঘাটায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত ২
স্টাফ রিপোর্টার
খুলানার আড়ংঘাটা থানার রায়ের মহল পশ্চিমপাড়া এলাকায় গতকাল সকাল ১১ টায় বিজ্ঞ আদালতে জমি জমা বিষয়ে মামলা চলা সত্ত্বেও জমির প্রকৃত ওয়ারিশগণের উপর হামলা চালানোর পাশাপাশি দুষ্কৃতিকারীরা জোরপূর্বক জমি দখল করেন।
দুষ্কৃতিকারীরা জমি দখল করছে স্থানীয়দের কাছে এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে জমির প্রকৃত অংশীদারিরা আনজিলা, মনজিলা, তানজিলা, শেখ হাবিবুর, শেখ রবিউল, আছিয়া, সাহিনা ও নাজমুল শেখ জমি দখলে বাধা দিলে অতর্কিত হামলা চালায় এবং তাদের হামলায় গুরুতর আহত হন আনজিরা ও তার স্বামী নাজমুল শেখ।
ভুক্তভোগীরা জানান, ওয়ারিশ সূত্রে আমরা ৯ জন জমির মালিক। এর তপশীল সম্পত্তির বিবরণ মৌজা বিলপাবলা, এস এ খতিয়ান নং- ৭৪০, আর,এস খতিয়ান নং- ২৭৪৪, দাগ নং ৩০১৩২, ৩০২৭০, ৩০২৭২, ৩০২৭৩, ৩০২৭৪, জে এল নং- ৫৭। মোট জমির পরিমান ১ একর।
একটি মহল দীর্ঘদিন এই সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা অসহায় হয়ে বিজ্ঞ যুগ্ম জেলা জজ ২য় আদালতে দেওয়ানী মামলা দায়ের করি। যার নং-১০০/২০১৭ মামলাটি বিচারাধীন রয়েছে। বিজ্ঞ আদালতে মামলা চলা সত্ত্বে রায়ের অপেক্ষা না করে উক্ত মহলটি স্থানীয় প্রভাবশালীদের প্রভাবে জমি দখলের পায়তারা করছে। এ ঘটনার জের ধরে প্রতিপক্ষের জমি দখলের প্রতিবাদ করায় আনজিরা ও তার স্বামী নাজমুল শেখকে আহত করে মারাত্বক জখম করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের চিকিৎসার জন্য তাৎক্ষনিক হাসপাতালে নিয়ে যায়। আহত আনজিরা সাময়িক সুস্থতার পর জানান, ওয়ারিশগণের কাছ থেকে কিছু অংশ জমি খরিদ করি। দীর্ঘদিন ধরে পুরো জমিটা দখলের চেষ্টা করছেন স্থানীয় ভূমিদস্যুরা।
এ ব্যাপারে ভুক্তভোগীরা পুলিশের সরানাপন্ন হয়েছেন। এ ব্যাপারে আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ জানান, জমি দখল ও হামলার ঘটনাটি আমাকে মুঠো ফোনে অবগত করা মাত্রই ঘটনাস্থলে আমি ফোর্স পাঠিয়ে দেয়।
১৫ ডিসেম্বর সদর থানার জনসভা মাসব্যাপী ৯ ওয়ার্ডে কর্মসভা
খবর বিজ্ঞপ্তি।।
বিএনপি-জামায়াতের নতুন নতুন ষড়যন্ত্রের মূলোৎপাটনের লক্ষ্যে সাংগঠনিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে বর্ধিত সভা করেছে খুলনা সদর থানা আওয়ামী লীগ। গতকাল শুক্রবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, এ্যাড. তারিক মাহমুদ তারা, এ্যাড. কে এম ইকবাল, এ্যাড. এনামুল হক, এ্যাড. সাজ্জাদ আলী, মঈনুল ইসলাম নাসির, আব্দুল হাই পলাশ, বাদল সরদার বাবুল, ফেরদৌস হোসেন লাবু, এমরানুল হক বাবু, শেখ এশারুল হক, আতাউর রহমান শিকদার রাজু, নজরুল ইসলাম তালুকদার, এ্যাড. শামীম মোশাররফ, মো. শিহাব উদ্দিন, শেখ আব্দুল কাদের সহ দলে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের বিরুদ্দে ১৫ ডিসেম্বর শহীদ হাদিস পার্কে সদর থানা আওয়ামী লীগের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হবে। এছাড়া ১০ ডিসেম্বর ২৮নং ওয়ার্ড, ১১ ডিসেম্বর ২৪নং ওয়ার্ড, ১২ ডিসেম্বর ২১নং ওয়ার্ড, ১৩ ডিসেম্বর ২৭নং ওয়ার্ড, ১৮ ডিসেম্বর ২৯নং ওয়ার্ড, ২৪ ডিসেম্বর ২৮নং ওয়ার্ড স্ব স্ব ওয়ার্ডের জনবহুল এলাকায় কর্মসভা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম টিটোর সুস্থ্যতা কামনা করা হয়। তার সুস্থ্যতার জন্য ৫ ডিসেম্বর বাদ আসর দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আ’লীগ নেতা টিটোর সুস্থতা কামনা নেতৃবৃন্দের
খবর বিজ্ঞপ্তি
২৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম টিটো পিত্তথলিতে পাথর হওয়ায় গুরুতর অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।
সাংবাদিক সুমনের মায়ের মৃত্যু বার্ষিকীতে দোয়া
খবর বিজ্ঞপ্তিঃ
দৈনিক প্রবাহ পত্রিকার স্টাফ রিপোর্টার খলিলুর রহমান সুমনের মা আয়শা বেগমের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়ার আয়োজন করা হয়। গতকাল জুম্মাবাদ আড়ংঘাটা থানাধীন তেলিগাতী দক্ষিণপাড়া জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
আশাশুনিতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত
গোলাম মোস্তফা, আশাশুনি
আশাশুনিতে ৩০ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৩ তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২১ পালিত হয়েছে।
শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে আলোচনা সভায় সভাপতি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খাঁন। মৌমাছি পরিচালক সুশান্ত মল্লিকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, আরডিও বিশ্বজিৎ ঘোষ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান ও আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান।
সভায় এনজিও’র পক্ষে মোছদ্দেক হোসেন ও আক্তারুল ইসলাম এবং প্রতিবন্ধীদের পক্ষে খুকুমনি ও শারমিন সুলতানা বক্তব্য রাখেন।
আইডিয়াল, উন্নয়ন, ডিআরআরএ, মৌমাছিসহ বিভিন্ন এনজিও এর সহযোগিতায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, সাইফুল ইসলাম ও গীতা পাঠ করেন দেবাশীষ চক্রবর্তী।
এছাড়া ‘কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন, প্রতিবন্ধীব্যক্তির নেতৃত্ব ও অংশ গ্রহন” প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালী করা হয়।
আশাশুনির বুধহাটায় প্রতিপক্ষের হামলায় মুসল্লি আহত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামে জুম্মার নামাজ শেষে আদায়কৃত টাকা নিতে বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় মুসল্লি শাহাজুদ্দিন আহত হয়েছেন। পুলিশী হস্তক্ষেপে আহত মুসল্লিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুর দু’টার দিকে মাধ্যম বেউলা বায়তুল মামুর জামে মসজিদে এ ঘটনা ঘটে।
মসজিদের সাবেক সভাপতি রবিউল ইসলাম, মুসল্লি মহিদুল ইসলাম, কামরুল ইসলাম, ফরিদ আহমেদ, ওলিউর রহমান, আঃ হাই, আঃ হামিদ, বিল্লাল হোসেনসহ অনেকে জানান, মসজিদটি ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত। ২০১২ সালে মসজিদের মুসল্লিদের সম্মতিক্রমে রবিউল ইসলামকে সভাপতি করে কমিটি গঠন করা হয়। নতুন কমিটি পুরনো কমিটির কাছে খাতাপত্র ও হিসাবনিকাশ চাইলে দেওয়া হয়নি। কিন্তু তারা জানতে পারেন মসজিদের জমি জনৈক হিন্দু সম্প্রদারের ব্যক্তির নামে রয়েগেছে। তখন মুসল্লিরা স্বউদ্যোগে টাকা উত্তোলন করে ১ লক্ষ ১৬ হাজার টাকা দিয়ে মসজিদের নামে জমি ক্রয় করে নেন। এবং সেখানে নতুন করে মসজিদের বিল্ডিং নির্মান কাজ শুরু করা হয় এবং ছাদ ঢালাই পর্যন্ত কাজ সম্পন্ন হয়েছে। দু’ বছর আগে স্থানীয় ঢাকায় বসবাসকারী ড. মেহদী হাসান ও কয়েকজন গোপনে মুসল্লিদের অজ্ঞাতে মসজিদটি ওয়াকফ এস্টেট হিসাবে তালিকাভুক্ত করিয়ে মসজিদ তারা কয়েকজনে নিজেদের ইচ্ছামত চালাবেন বলে ঘোষণা দিলে মুসল্লিদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তখন তারা কয়েকজন ব্যতীত সকল মুসল্লি কমিটি ছাড়াই নিজেরা সম্মিলিত ভাবে মসজিদের ইমামের নেতৃত্বে মসজিদ পরিচালনা করে আসছেন। মসজিদের আয়ব্যয় ইমাম সাহেবের নেতৃত্বে করা হয়ে থাকে। শুক্রবার (৩ ডিসেম্বর) জুম্মার নামাজের পূর্বে মসজিদের ইমাম আঃ হান্নানকে নামাজ না পড়াতে বলেন মেহদী হাসান। তখন মুসল্লিদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এক পর্যায়ে মেহদী ঐ ইমামকে নামাজ পড়াতে বললে শান্তিপূর্ণ ভাবে নামাজ শেষ হয়।
নামাজ শেষে অধিকাংশ মুসল্লি চলে গেলে হঠাৎ মৃত নেছার আলীর ছেলে হান্নান দান বাক্সে কতটাকা হয়েছে, জানতে চাইলে ইমাম টাকার পরিমান বলার পর হান্নান দানবাক্স নিজের আয়ত্বে নিতে চায়। মুসল্লি শাহাজুদ্দিন বাধা দিলে আঃ হান্নান, মেহদী হাসান, মোকাররম শেখ প্রমুখ আক্রমন করলে তিনি রক্তাক্ত জখম হন। মুসল্লিরা জানান, আহত শাহাজদ্দিনকে রক্ষার জন্য বাইরে আনা হলে প্রতিপক্ষ মসজিদের মধ্যে ঢুকে নিজেরাই তালা আটকে দিয়ে বসে পড়ে।
খবর পেয়ে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মামুন হোসেন ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহত মুসল্লিকে সাতক্ষীরা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, দু’পক্ষের মধ্যে মারামারি হওয়ার পর পুলিশী হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) ঘটনাস্থান পরিদর্শন শেষে বিষয়টি নিয়ে দু’পক্ষের সাথে কথাবার্তা চলছে।
আশাশুনি চেয়ারম্যান প্রার্থী সাহেব আলির দোয়া কামনা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী এস এম সাহেব আলী দোয়া কামনা কেেরছন।
শুক্রবার (৩ ডিসেম্বর) মানিকখালী জামে মসজিদে তিনি মুসল্লিদের কাছে দোয়া কামনা করেন।
ঢাকায় দলীয় মনোনয়ন চেয়ে নমিনেশনপত্র জামাদান শেষে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এস এম সাহেব আলি আশাশুনিতে ফিরেছেন। সদর ইউনিয়নে মানিকখালি চর জামে মসজিদে জুম্মার নামাজ আদায়ের জন্য উপস্থিত হয়ে তিনি মুসুল্লিদের কাছে দোয়া কামনা করে সংক্ষিপ্ত আলোচনা রাখেন।
ব্যক্তিমালিকানা জুট মিল চালু ও চুড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনার আটরা ও মিরেরডাঙ্গা শিল্প এলাকার বন্ধ জুট স্পিনার্স, আফিল, মহসেন, সোনালী, এ্যাজাক্স জুট মিল চালু, বকেয়া পাওনা পরিশোধ, সম কাজে সম মজুরি প্রদানসহ ৬ দফা দাবি আদায়ের লক্ষে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার বিকেল ৪টায় শিরোমনি শহীদ মিনার চত্বরে জুট স্পিনার্স মিলের সাধারণ শ্রমিক কর্মচারী ও বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের যৌথ উদ্যোগে শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয় ।সংগঠনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সোনালী জুট মিলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ বাবুলের পরিচালনায় বক্তৃতা করেন, বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিল ওয়ার্কার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, সংগঠনের সহ-সভাপতি আফিল জুট মিল মজদুর ইউনিয়নের শ্রমিক নেতা কাবিল হোসেন, নিজামউদ্দিন, এ্যাজাক্স জুট মিলের সিবিএ সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, ওয়াহিদ মুরাদ, মহসেন জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাফ উদ্দীন, সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক, জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা মোঃ আলাউদ্দিন, কেসমত, হোসেন আলী, আনসার, জাহাঙ্গির হোসেন, আবু তালেব, জামাল,আতাউর , সালাম, সবুর, আলম, কাশেম , আলম, আব্দুর রশিদ, নুর ইসলাম, বাবুল, সোনালী জুট মিল শ্রমিক নেতা লিয়াকত মুন্সি, সেকেন্দার আলী, মোঃ বাবুল খান, লুৎফর রহমান, কাশেম মুন্সি, মোকসেদ মোল্লা, প্রমুখ। জনসভা শেষে খুলনা যশোর মহাসড়কে এক বিক্ষোভ মিছিল বের করে শ্রমিকরা । শ্রমিক জনসভায় নেতৃবৃন্দ বলেন, আগামি ০৬ ডিসেম্ভর সকাল সকাল ১০টায় ফেডারেশন নেতৃবৃন্দ সোনালী জুট মিল শ্রমিক ইউনিয়নে জরুরি সভা ও ৮ ডিসেম্ভর সকাল ১০ টায় ডিসি অফিসের সামনে অনশন কর্মসূচি পালন করবেন ।
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে বাগেরহাটে র্যালী
বাগেরহাট প্রতিনিধি
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৩ তম জাতীয় প্রতিবন্ধী দিবসে বাগেরহাটে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিনটি উপলক্ষে শুক্রবার সকালে বাগেরহাট শহরের এসিলাহা মিলনায়তন থেকে একটি বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে এসিলাহা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এসএম রফিকুল ইসলাম, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু প্রমুখ। আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের উন্নয়নে বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। র্যালী ও আলোচনা সভায় বাগেরহাট জেলার বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহন করেন।
বাগেরহাটে চার দিন ধরে নিখোজ মাদরাসা শিক্ষার্থী নাজমুল
বাগেরহাট প্রতিনিধি
চার দিনেও খোজ মেলেনি বাগেরহাট সদর উপজেলার ভট্টকনকপুর সিদ্দিকা আমিনিয়া মদিনাতুল উলুম মাদারাসা থেকে নিখোজ শিক্ষার্থী মোঃ নাজমুল হাসান ইয়াছিনের। সন্তানকে খুজে না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে নাজমুলের বাবা-মা। এ ঘটনায় শুক্রবার (০৩ ডিসেম্বর) বিকেলে নাজমুলের বাবা রামপাল উপজেলার ইসলামাবাদ গ্রামের মোঃ শফিকুল ইসলাম বাগেরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
নিখোজ নাজমুলের বাবা মোঃ শফিকুল ইসলাম বলেন, আমার ছেলে মোঃ নাজমুল হাসান ইয়াছিন (১১) বাগেরহাট সদর উপজেলার ভট্টকনকপুর সিদ্দিকা আমিনিয়া মদিনাতুল উলুম মাদারাসায় আবাসিক থেকে হেফজ পড়ত। মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় সে কাউকে কিছু না বলে মাদারাসা থেকে বের হয়ে যায়। বুধবার আমার স্ত্রী রোজিনা বেগম নাজমুলকে দেখতে মাদরাসায় যায়। নাজমুলকে না পেয়ে শিক্ষকদের কাছে জানতে চাইলে, তারা জানান মোঃ নাজমুল হাসান ইয়াছিন কাউকে কিছু না বলে মঙ্গলবার সন্ধ্যায় মাদরাসা থেকে বেরিয়ে গেছে। আমি যেকোন মূল্যে আমার ছেলেকে ফিরে চাই এই বলে কান্নায় ভেঙ্গে পড়েন শফিকুল ইসলাম।
শফিকুল আরও বলেন, আমার ছেলে মাদারাসা থেকে নিখোজ হওয়ার প্রথম দিকে শিক্ষকরা তেমন সহযোগিতা করেনি। মাদরাসা শিক্ষকরা যদি ভাল চাইতেন, তাইলে যেদিন সন্ধ্যায় আমার ছেলে মাদরাসা থেকে চলে গেছে, ওইদিন সন্ধ্যায়ই তারা আমাকে জানাত। আমার স্ত্রীর মাদারাসায় গিয়ে জানতে হত না, যে আমার সন্তান মাদারাসায় নেই। সন্তান নিখোজ হওয়ার পিছনে শিক্ষকদের গাফেলতি রয়েছে বলেও অভিযোগ করেন শফিকুল।
শফিকুলের স্ত্রী রোজিনা বেগম বলেন, ছেলেকে মাদরাসায় রেখে পড়ালেও মাঝে মাঝে আমি দেখতে যেতাম। মঙ্গলবার মাদরাসায় গিয়ে দেখি আমার বাবা নেই। কোথায় গেল আমার ছেলে।আমরা ছেলেকে এনে দিন।
ভট্টকনকপুর সিদ্দিকা আমিনিয়া মদিনাতুল উলুম মাদারাসার মুহাতামিম মাওলানা আলী আহমদ বলেন, মাদরাসার বাবুর্চীর একটি ভাঙ্গাচুরা বাইসাইকেল চালিয়ে মোঃ নাজমুল হাসান ইয়াছিন রাস্তায় যায়। পরে বাইসাইকেল ছাড়া একাই মাদরাসায় আসে। পরে জানতে পারি বাবুর্চীর বাইসাইকেলটি স্থানীয় একটি দোকানে দশ টাকায় বিক্রি করে দিয়েছে নাজমুল। মোঃ নাজমুল হাসান ইয়াছিনকে এই ধরণের কাজ যে অন্যায় তা বুঝিয়ে বলা হয়েছে। ভবিষ্যতে এ ধরণের কাজ করতে নিষেধ করা হয়েছে। এর বেশি কিছু হয়নি নাজমুলের সাথে। আমাদের মাদরাসার কোন শিক্ষার্থী এখন পর্যন্ত মাদরাসা থেকে নিখোজ হয়নি। মাদরাসার পক্ষ থেকেও নাজমুলকে খোজা হচ্ছে বলে জানান তিনি।
বাগেরহাট মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, মোঃ নাজমুল হাসান ইয়াছিন নামের এক মাদারাসা শিক্ষার্থী নিখোজের ঘটনায় একটি সাধারণ ডায়েরী হয়েছে। আমরা বেতার বার্তা প্রদান করেছি। নিখোজ শিক্ষার্থীকে খুজে বের করতে পুলিশ কাজ শুরু করেছে।
ফকিরহাটে ডাক্তারের বাড়ীতে দুর্ধর্ষ চুরি ৭লক্ষ টাকার মালামাল লুট
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের পল্লিতে একজন এমবিবিএস ডাক্তারের বাড়ীতে দুর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। চোরেরা বাড়িতে কেউ না থাকার সুবাদে পিছনের জালানার গ্রিলভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগত টাকা স্বর্ণালংকার সহ প্রায় ৭লক্ষ টাকার মালামাল চুরি করে অজ্ঞাত চোরেরা পালিয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে শুভদিয়া ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে ডাঃ অর্চিষ্মান দেবনাথ এর বাড়ীতে এঘটনা ঘটে। ভুক্তভোগী রামপ্রসাদ দেবনাথ এর পুত্র ডাঃ অর্চিষ্মান দেবনাথ জানান, ঘটনার দিন সন্ধ্যা রাতে তাঁরা একটি বিবাহ বাড়িতে পরিবারের সকলে বেড়াতে যান। এ সময় অজ্ঞাত চোরেরা জালানার গ্রিল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আলমারী ভেঙ্গে নগত ২লক্ষ টাকা, ১০ভরি স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যায়। এবং রাত ১০টার দিকে পারিবারের লোকজন বাড়িতে এসে দেখতে পান চোরেরা জালানার গ্রিল ভেঙ্গে উপরোক্ত মালামাল চুরি করে পালিয়েছে। ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে শুভদিয়া ফাঁড়ি পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেছেন। এঘটনায় ফকিরহাট মডেল থানায় ভুক্তভোগীর মাতা মিতালী দেবনাথ বাদী হতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
হামলার অভিযোগে নারীর সংবাদ সম্মেলন
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের মোরেলগঞ্জে পূর্ব শুত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন হামলা ও জীবননাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন আসমা আক্তার নামের এক নারী।শুক্রবার (৩ ডিসে¤॥^র) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
আসমা আক্তার জানান, তার দুলাভাই দিপু শেখের সঙ্গে মোরেলগঞ্জ পৌরসভার ভাইজোড়া গ্রামের রমিজ তালুকদারের অনেকদিন ধরেই গন্ডোগোল চলছে। এই নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এরপর দিপু শেখ রমিজ তালুকদারের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় মামলা করেন। বর্তমানে মামলাটি বাগেরহাট আদালতে বিচারাধীন আছে। মামলাটি হওয়ার পর থেকেই রমিজ তালুকদার ও তার লোকজন মামলা তুলে নিতে হুমকি দিয়ে আসছেন। গত ২৯ নভেম্বর ওই মামলার আসামিরা দিপু শেখের বাড়িতে ঢুকে হামলা চালায়। এ সময় তাদের হামলায় দিপু শেখ ও তার স্বজন লোকমান, মুন্নু গুরুতর আহত হয়। তাদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে দিপু শেখকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার (২ ডিসেম^র) সকালে আসামিরা আমার পথরোধ করে এবং অস্ত্রের মুখে সোনার চেইন ও নগদ অর্থ লুটে নেয়। সে সময় তারা আমার জীবননাশেরও হুমকি দেয়। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে আসামিরা আমাকেসহ আত্মীয়স্বজনদের নানাভাবে হুমকি দিতে শুরু করেছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। ’
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, ‘জমি নিয়ে বিরোধের বিষয়টি জানা গেছে। পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে। ’
বাগেরহাটে ইউপি সদস্যর বিরুদ্ধে জন্ম সনদ বানিজ্যের অভিযোগ
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে বিশ হাজার টাকার বিনিময়ে অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে ৭ বছর বয়স কমিয়ে ভ’য়া জন্ম সনদ তৈরি করে বিয়েতে সহায়তার অভিযোগ উঠেছে সদর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নে ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য কৃষ্ণ পদ বিশ্বাসের বিরুদ্ধে। এ বিষয়ে সদর উপজেলার অমাল বিশ^াসের ছেলে অসিম বিশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানান, আমার বোন ছোট সিংগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্রী। স্থানীয় ইউপি সদস্য কৃষ্ণ পদ বিশ্বাস ও তার সহযোগী উৎসব রায় কোন আইন কানুনের তোয়াক্কা না করে আমার মা গীতা বিশ^াসকে ভ’ল বুঝিয়ে অত্যন্ত সুকৌশলে অর্থের বিনিময়ে আমার বোনের ভ’য়া জন্ম সনদ ও টিকা কার্ড তৈরী করে। তার প্রকৃত জন্ম তারিখ ৫ এপ্রিল ২০১০ যা পরিবর্তন করে ৭ বছর কমিয়ে ৭ জুলাই ২০০৩ করা হয়েছে। গত সোমবার (২৯ নভেম্বর) সন্ধায় অত্যন্ত গোপনীয়তার মধ্যে এই ভুয়া কাগজ পত্র তৈরী করে একই গ্রামের নিলয় মৃধার ছেলে দিবস মৃধার সাথে এই বিবাহের আয়োজন চলছিল। পরে স্থানীয়দের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি জানতে পারলে তিনি বিয়ে বন্ধ করে দেন। পরবর্তীতে অবস্থা বেগতীর দেখে স্থান পরিবর্তন করে সদর উপজেলার গোটা পাড়া ইউনিয়নের পাতিলাখালি গ্রামে মেয়ের মামা বাড়িতে বিয়ের আয়োজন করলে ওটিও ইউএনও এর হস্তক্ষেপে আবারো বিয়ে বন্ধ করা হয়। পরে পাশর্^বর্তী পিরোজপুর উপজেলার শেখ মাটিয়া গ্রামে বিয়ের আযোজন করলে প্রশাসনের হস্তক্ষেপে তাও বন্ধ হয়। আমার বোনের বাল্য বিবাহ বন্ধের জন্য বারবার বিষয়টি প্রশাসনকে অবহিত করার কারনে ইউপি সদস্যসহ বিয়ের পাত্র দিবস মৃধা ও তার লোকজন বিভিন্ন ভাবে আমাকে হুমকি-ধামকী দিচ্ছেন। আমার মাকে ভ’ল বুঝিয়ে ঘরে থাকা নগদ ২০ হাজার টাকার বিনিময়ে এই ভ’য়া জন্ম সনদ করা হয়েছে বলে তিনি অভিযোগে জানান। ছোট সিংগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) পিযুষ অধিকারী ঘটনাকি অত্যন্ত দুঃখ জনক বলে মন্তব্য করেন। তিনি সঠিক কাগজপত্র ফিরে পেতে ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুছাব্বেরুল ইসলাম বলেন, বাল্য বিয়ের আয়োজনের কথা স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে কয়েক দফায় স্থানীয় জন প্রতিনিধিদের ঘটনাস্থলে পাঠিয়ে বিয়ে বন্ধ করা হয়েছিল। ইউপি সদস্যর বিরুদ্ধে ভ’য়া জন্ম সনদ তৈরির লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
দেবহাটায় প্রতিবন্ধিদের পাশে আছে সরকার
কে এম রেজাউল করিম দেবহাটা
কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন” প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহন মূলক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে দেবহাটায় প্রতিবন্ধি দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
এতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
এসময় নারী কন্ঠ উন্নয়ন সংস্থার প্রাইড প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মুজিবর রহমান, কমিউনিটি মবিলাইজার সুবর্না পারভীনসহ বিভিন্ন এনজিওর কর্মকর্তা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও তাদের অবিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।দেবহাটায় প্রতিবন্ধি সহ সকল ভাতাভোগীর সংখ্যা শতভাগ বলে জানানো হয়। পরে প্রতিবন্ধিদের মাঝে বিভিন্ন উপকরণ প্রদান করা হয়।
জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
খবর বিজ্ঞপ্তি
২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম খুলনা মহানগর শাখা। শুক্রবার বাদ জুম্মা টুটপাড়া সেন্ট্রাল রোড জামে মসজিদ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত দোয়ায় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার বিপুল সংখ্যক ছাত্র ও রাজনৈতিক নেতাকর্মীরা শরীক হন।
মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি সজীব তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গাজী শাহজালালের সঞ্চালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সম্পাদকমন্ডলীর সদস্য শফিকুল আলম তুহিন, আজিজুল হাসান দুলু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, ইবাদুল হক রুবায়েদ, শেখ ইমাম হোসেন, রিয়াজ শাহেদ, আব্দুল মান্নান মিস্ত্রি, ইসতিয়াক আহমেদ ইস্তি, গোলাম মোস্তফা তুহিন, সালাহউদ্দিন বুলবুল, মেজবাউল হক শুভ, মো: রুবেল, আবু জাফর, অনিক আহমেদ, মাজহারুল ইসলাম রাসেল, নাজের মাহমুদ নিবিড় প্রমুখ।
ইন্দুরকানীতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত
ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা:
ইন্দুরকানীতে ৩০ তম আন্তর্জাতিক ও ২৩ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। শুক্রবার ইন্দুরকানী প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা করা হয়। সকালে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশ গ্রহণে একটি র্যালি বের করা হয়। র্যালিটি ইন্দুরকানী উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালি শেষে প্রতিবন্ধীদের গুনগতশিক্ষা ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সারাদেশে প্রতিষ্ঠিত প্রতিবন্ধী বিদ্যালয় সমূহ অনতি বিলম্বে স্বীকৃতি ও এমপিও ভূক্তির দাবি তুলে বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা করা হয়। সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক তানিয়া আক্তার, শিক্ষক মিঠুন কুমার, জাহিদুল ইসলাম, রোজিনা আক্তার, অপর্ণা রানী, জান্নাতি আক্তার, আমানী আক্তার, জিনাত সুলতানা, অভিভাবক রশিদ জোমাদ্দার, পিয়ারা বেগম প্রমুখ। এছাড়া বেসরকারি উন্নয়ন সংস্থা ডাক দিয়ে যাই এর রিকল ২ প্রকল্পের আওতায় ও অক্সফ্যাম বাংলাদেশ এর সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, প্রকল্প সমন্বয়কারী কৃষিবিদ মোঃ আব্দুল বারী, মোঃ হুমায়ুন কবির, দেবদাস ডাকুয়া প্রমুখ।