বাবুল আক্তার পাইকগাছা।।
পাইকগাছায় ফায়ার স্টেশন না থাকায় অগ্নিকান্ডে অসংখ্য প্রতিষ্ঠান ও সম্পদ পুড়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে। উপজেলার গড়ইখালী ইউনিয়ানে দক্ষিন কুমখালীতে শুক্রবার গভির রাতে বুল বুল অটো রাইস মিলে আগুন লেগে ১ হাজার মন ধান ও মিলের যন্ত্রাংশ পুড়ে গেছে। ক্ষতি হয়েছে অর্ধকোটি টাকার সম্পদ। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম কেরু ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে সাতক্ষীরার আশাশুনি থেকে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ আনে । আগুন লাগার কারণ জানা যায়নি। এর আগে গত ১৫ আক্টবর পৌর সদরের জাকারিয়া মটর সাইকেল গ্যারেজ আগুনে পুড়ে যায়। এতে আনুমানিক ১০ লক্ষ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয় বলে গ্যারেজ মালিক জাকারিয়া জানায়। একের পর এক আগুনে পড়ে ক্ষয় ক্ষতি হলেও পাইকগাছা উপজেলা বাসির দাবী এখনো পুরণ হয়নি। এনিয়ে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আশ্বাস দিলেও আজও বাস্তবায়ন হয়নি। বর্তমান সংসদ সদস্য প্রায় দুই দশক পর ফায়ার স্টেশনের ভূমি অধিগ্রহণের জন্য জায়গা নির্ধারণ করে প্রস্তাবনা পাঠিয়েছেন। ১৯৯৭ সালের ১ ফেব্রুয়ারি উপজেলা সদরের আংশিক এলাকা নিয়ে প্রতিষ্ঠিত হয় পাইকগাছা পৌরসভা। এটি জেলার প্রথম পৌরসভা হওয়া সত্তেও গত ২ যুগেও নির্মিত হয়নি ফায়ার স্টেশন। শুরু থেকেই সে সময়কার সংসদ সদস্য মরহুম শেখ মোঃ নুরুল হক ও মেয়র সেলিম জাহাঙ্গীর পৌর এলাকায় একটি ফায়ার স্টেশন করার জন্য উদ্যোগ গ্রহন করে। বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু ও মেয়র সেলিম জাহাঙ্গীরের ফায়ার স্টেশন করার জন্য প্রাণপণ চেষ্টা করছেন। জেলা শহর থেকে ৬৬ কিলোমিটার দূরত্বে অত্র পৌরসভা ও উপজেলা সদরের অবস্থান হওয়ায় ফায়ার স্টেশন স্থাপন জরুরী হয়ে পড়ে। ফায়ার স্টেশন না থাকায় গত দুই দশকে এ উপজেলায় অগ্নিকান্ডে অসংখ্য প্রতিষ্ঠান ও সম্পদ পুড়ে ক্ষতিগ্রস্থ হয়। অবশেষে সাবেক উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ফায়ার স্টেশন স্থাপনের বিষয়টি অধিকগুরুত্ব দিয়ে এর ভূমি অধিগ্রহণ সম্পন্ন করার উদ্যোগ নেন। যার অংশ হিসেবে পৌর সদরের শিববাটী মৌজায় পাইকগাছা-কয়রা সড়কের পাশে ১ বিঘা জমি ফায়ার স্টেশনের জন্য নির্ধারণ করে ভূমি অধিগ্রহণের জন্য প্রস্তাবনা পাঠিয়েছেন। একই সাথে নির্ধারিত স্থানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের আওতাধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাইন বোর্ড টানানো হয়েছে। পৌরবাসির দাবি আর যাতে আগুনে পুড়ে সব কিছু শেষ না হয়। সে বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।