ঢাকা অফিস।।
কারাবন্দি শীর্ষ জঙ্গিদের ছাড়াতে নীলফামারীতে আটক ৫ জনের বড় নাশকতার পরিকল্পনা ছিল বলে জানিয়েছে র্যাব। শনিবার (০৪ ডিসেম্বর) আস্তানা থেকে তাদের আটক এবং বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের পর এক সংবাদ সম্মেলনে একথা জানায় র্যাব। নীলফামারী সদরের মাঝাপাড়া পুটিহারি এলাকায় শুক্রবার (০৩ ডিসেম্বর) ভোর থেকেই একটি বাড়ি ঘিরে রাখেন আইনশৃঙ্খলা রক্ষীবাহিনীর সদস্যরা। এসময় আশপাশের বাড়ির লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন এলাকায় অভিযানে জঙ্গি সন্দেহে পাঁচজনকে আটক করা হয়। এরপর তাদের তথ্যের ভিত্তিতে পুটিহারিতে মূল হোতা শরীফের বাসা ঘিরে রাখে র্যাব। এসময় শরীফকে পলাতক থাকলে তার স্ত্রী ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব হেফাজতে নেওয়া হয়। বাড়িটিতে বোমা সদৃশ বস্তু পাওয়া গেলে রংপুর থেকে বোম্ব ডিসপোজাল টিম গিয়ে সেটি নিষ্ক্রিয় করে। একইসঙ্গে বেশকিছু বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। পরে রংপুরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে র্যাব জানায়, আটককৃত জেএমবি সদস্যরা বড় ধরনের নাশকতার মাধ্যমে কারাগারে বন্দি জঙ্গিদের মুক্ত করতে আইইডি বোমা তৈরি করেছিল।
এলাকাবাসী জানান, শরীফ ছোটবেলা থেকেই গ্রামের নানা বাড়িতে বড় হন। তবে, এ ধরনের কাজ নিয়ে স্থানীয়রা কখনও কোনকিছুর আলামত পাননি। ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছে স্থানীয়রা। ওই ঘটনায় পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।











































