দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল

2
Spread the love

স্পোর্টস ডেস্ক।।

বিশ্বকাপ বাছাইপর্বে ঐতিহাসিক সাফল্যের পর দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। বুধবার (ডিসেম্বর) সকালে ঢাকায় পৌঁছেছে নিগার সুলতানারা। সকাল ৮টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে নারী ক্রিকেটারদের বহনকারী বিমানটি।

প্রথমবারের মতো বিশ্বকাপ নিশ্চিত করে দেশে ফিরেও উৎসবের সুযোগ পাচ্ছে না নিগার সুলতানা জ্যোতিরা। বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে পুরো দলকে। জানা গেছে, অন্তত দিন কোয়ারেন্টিনে থাকবেন নারী ক্রিকেটাররা।

দেশে ফেরার অপেক্ষায় ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করা নারীরাদেশে ফেরার অপেক্ষায় ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করা নারীরা আফ্রিকায় করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তারে বাতিল হয়ে গেছে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্ব। টুর্নামেন্ট বাতিল হলেও বাংলাদেশ দল প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে।