ইসি’র মাঠকর্তাদের সুপারিশে হবে ‘পাগল’ সমস্যার সমাধান

4
Spread the love

ঢাকা অফিস।।

পাগল’ স্ট্যাটাস থাকা ভোটারদের তথ্য ভোটার তালিকায় অন্তর্ভুক্ত থাকার কথা নয়। এরা শুধু নাগরিক সুবিধা পাওয়ার জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাবেন। কিন্তু অনলাইনে ভোটার হওয়ার সময় অনেক নাগরিক ভুলবশতঃ বা অজ্ঞতাবশতঃ নিবন্ধন ফরমে ‘অপ্রকৃতিস্থতা’ অংশে টিক দিয়ে দিয়েছেন। ফলে তারা নানান ধরনের নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

এনআইডিতে পাগল থেকে স্বাভাবিক অবস্থায় ফেরত আসার জন্য আবেদন আসতে থাকলে বিষয়টি নজরে আসে নির্বাচন কমিশনের (ইসি)সম্প্রতি দেখা দেওয়া এই সমস্যা সমাধানের সিদ্ধান্তও নিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সম্প্রতি উদ্ভাভিত ‘ম্যাডনেস’ সমস্যা সমাধানের জন্য দু’টি দিক বিবেচনায় নিয়ে সমাধানের জন্য কমিশন সভায় নথি উপস্থাপন করা হয়। পরে আলোচনা করে কমিশনের নিজস্ব উদ্যোগে ‘পাগল’ স্ট্যাটাসে থাকা সমস্যা সমাধানের বিষয়ে সিদ্ধান্ত হয়।

এই বিষয়ে জানতে চাইলে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. নুরুজ্জামান তালুকদার বলেন, বিষয়টি সমাধানের জন্য কমিশন সভায় সিদ্ধান্ত হয়েছে। কমিশন নিজ উদ্যোগে ম্যাডনেস সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তাদের এই বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, চার হাজারের উপরে মাডনেস সমস্যা রয়েছে। সবগুলো সংশ্লিষ্ট জেলা পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের পাগল হওয়ার প্রামাণিক দলিল যাদের আছে তাদেরকে রেখে বাকি সবার ম্যাডনেস স্ট্যাটাস কমিশন নিজ উদ্যোগে পরিবর্তন করে দেবে। এই বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছ থেকে সুপারিশ পেলেই এই সমস্যার সমাধান করা হবে।

ইসি সূত্রে জানা গেছে, প্রিন্টেড ভোটার নিবন্ধন জন্য তৈরি নম্বর ফরমে ‘অপ্রকৃতিস্থতা’ বিষয়টি না থাকলেও অনলাইনের আবেদন ফরমে রয়েছে। যার জন্য এই সমস্যা হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র জানায়, এখন পর্যন্ত ‘ম্যাডনেস’ সমস্যার সমাধান চেয়ে মাঠপর্যায় থেকে কয়েক হাজার আবেদন ইসিতে এসেছে। আবেদন আসার প্রেক্ষিতে এই পর্যন্ত কমবেশি পাঁচশো ম্যাডনেস সমস্যার সমাধানও করে দিয়েছে কমিশন।