৯৯৯ নম্বরে কল দিয়ে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক আটক

2
Spread the love

ঢাকা অফিস।।

পুলিশের জরুরি সেবা নম্বর ৯৯৯ নম্বরে ফোন কলে মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পেয়ে রফিকুল ইসলাম (২১) নামে এক মাদরাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বন্দর পৌরসভার ছদকার বাড়ি এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে। বুধবার (ডিসেম্বর) সন্ধ্যায় ৯৯৯ এর দায়িত্বরত পুলিশ পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার গণমাধ্যম কর্মীদের এই তথ্য নিশ্চিত করেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, বন্দর পৌরসভার ছদকার বাড়ি এলাকার একটি মাদরাসায় কর্মরত একজন শিক্ষক তার ছাত্রীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠে। এলাকার লোকজন মাদরাসা কর্তৃপক্ষ মিলে ভুক্তভোগীর পরিবারকে ডেকে বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও দরিদ্র পরিবারটি ন্যায়বিচার থেকে বঞ্চিত হতে পারে বলে স্থানীয়দের আশংকা ছিল। তাই তাদের মধ্যে একজন ৯৯৯ নম্বরে কল দিয়ে তাৎক্ষণিক বিষয়টি জানালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ব্যাপারে নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এই নির্দেশ পেয়ে বন্দর ফাঁড়ি পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেয়।

ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) সঞ্জয় সরকার জানান, তারা ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী মাদ্রাসা ছাত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন এবং ধর্ষণের অভিযোগে মাদরাসার শিক্ষককে আটক করেন। ঘটনায় বন্দর থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, আমরা আইনগতভাবে ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা করিয়েছি। এছাড়া অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় ভুক্তভোগীর বাবা বাঁদি হয়ে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। আমরা ঘটনার তদন্ত করে আইনিভাবে কঠোর ব্যবস্থা নিবো। যাতে করে কখনো এই ধরণের ঘটনা না ঘটে।