হাইকোর্টে বিএনপির ২শ’ নেতাকর্মীর আগাম জামিন

6
Spread the love

ঢাকা অফিস।।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ডাকা সমাবেশে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষে ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় খুলনা, নরসিংদী নাটোরের মোট ২০০ নেতাকর্মীর জামিন আবেদন মঞ্জুর করেছেন হাইকোর্ট। জামিন সংক্রান্ত আবেদন শুনানি নিয়ে বুধবার (ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি বিচারপতি মো. রিয়াজ উদ্দীন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

আদেশের বিষয়টি নিশ্চিত করে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, খুলনা, নরসিংদী নাটোরে সংঘর্ষের ঘটনায় পৃথক পৃথক মামলায় সাবেক ছাত্রনেতা বিএনপির যুগ্ম মহাসচিব নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনসহ ২০০ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আগামী জানুয়ারি পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করা হয়। এরপরে সংশ্লিষ্ট জেলার (বিচারিক) দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন আদালত।