মোংলা পোর্ট পৌরসভা ও বন্দর কর্তৃপক্ষের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

5
Spread the love

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।

 পৃথক আয়োজনের মধ্যদিয়ে মোংলা পোর্ট পৌরসভা ও বন্দর কর্তৃপক্ষের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। পৌর কর্তৃপক্ষের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বেলা ১১টায় পৌর চত্বর থেকে বের হওয়া শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দুপুরে পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভা শেষে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এ সময় পৌর কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীসহ বিশিষ্টজনেরা  উপস্থিত ছিলেন। এদিকে মোংলা বন্দরের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ৯টায় প্রশাসনিক চত্বর থেকে বের হওয়া শোভাযাত্রা বন্দর এলাকা প্রদক্ষিণ করে।  পরে অনুষ্ঠানের প্রধান অতিথি নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। এ সময় বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা, বন্দর কর্মকর্তা-কর্মচারী, বন্দর ব্যবহারকারীরা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।