খবর বিজ্ঞপ্তি।।
সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে বিএনপির কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে ৩০ নভেম্বর (মঙ্গলবার) বিকাল ৩টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানোর দাবিতে নগরীর কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে খুলনা বিভাগীয় সমাবেশ সফল করায় খুলনাবাসী, দলের সাহসী নেতাকর্মী, খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মী, সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন খুলনা মহানগর ও জেলা বিএনপি।বুধবার (০১ ডিসেম্বর) প্রদত্ত বিবৃতিতে কর্মসূচি শতভাগ সফল করার মধ্যদিয়ে আওয়ামী সরকারের প্রতি জনগন ধিক্কার ও অনাস্থার প্রকাশ পেয়েছে। নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, মঙ্গলবারের সফল সমাবেশ থেকে সরকার শিক্ষা গ্রহণ করবে যে, লাঠি-গুলি-হুমকি দিয়ে বিএনপিকে দমানো যাবে না। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ করে দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। অন্যথায় যেকোন অনাকাক্সিক্ষত পরিস্থিতির জন্য সরকারই দায়ী থাকবেন।
খুলনার মহাসমাবেশ খুলনা মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ দলের নেতাকর্মীদের সাহসিকতার সাথে সকল রাষ্ট্রীয় জুলুম নির্যাতন উপেক্ষা করে সমাবেশ সফল করায় অভিনন্দন জানানো হয় এবং ভবিষতের সফল কর্মসুচির একইভাবে সফল করার আহবান জানানো হয়। বিবৃতিদাতারা হলেন মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক আমির এজাজ খান।