স্টাফ রিপোর্টার।।
বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর দাবীতে মঙ্গলবার খুলনা বিভাগীয় সমাবেশে ব্যাপক শো-ডাউন দিয়েছে খুলনা মহানগর যুবদল। মহানগর যুবদলের সাধারন সম্পাদক চৌধুরি নাজমুল হুদা সাগরের নেতৃত্বে মিছিল সহকারে দুপুরেই তারা কেডি ঘোষ রোডস্থ সমাবেশ স্থলে জমায়েত হন।
সকলে মাথায় ছিলো কাফনের কাপড় বেঁধে সমাবেশ চলাকালে দেশনেত্রীর মুক্তির দাবিতে স্লোগান দেন। এ সময় তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যারের দাবিও জানান স্লোগানের মাধ্যমে।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশের চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় বিএনপি ৩০ নভেম্বর দেশের সকল বিভাগীয় শহরে সমাবেশের ডাক দেয়। খুলনার সমাবেশ নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বিকাল ৩টায়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, মশিউর রহমান সহ বিভাগের বিভিন্ন জেলার শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।