নৌকার প্রার্থী পেলেন সাত ভোট!

9
Spread the love

 সাতক্ষীরা প্রতিনিধি ।।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান ভুট্টোলাল গাইন অবশেষে ৭ (সাত) ভোট পেয়ে হেরে গেলেন বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন হাবিলের কাছে। মঙ্গলবার সাতক্ষীরার কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নে স্থগিত একটি কেন্দ্রের ফলাফলে তথ্য পাওয়া গেছে।

গত ২০ সেপ্টেম্বর প্রথম ধাপের নির্বাচনে অনিয়মের কারণে উত্তর কেঁড়াগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়। মঙ্গলবার সেই কেন্দ্রে অনুষ্ঠিত হয় নির্বাচন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ওই কেন্দ্রে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আফজাল হোসেন হাবিল পেয়েছেন ৫৫২ ভোট। আরেক স্বতন্ত্র প্রার্থী মারুফ হোসেন পেয়েছেন হাজার ১৬১ ভোট। এছাড়া নৌকার প্রার্থী পেয়েছেন সাত ভোট।

চূড়ান্ত ফলাফলে আফজাল হোসেন হাবিল (আনারস) মোট হাজার ২৪৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মারুফ হোসেন (মোটরসাইকেল) হাজার ৯২০ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। অপরদিকে নৌকা প্রতীকের ভুট্টোলাল গাইন হাজার ২৯১ ভোট পেয়েছেন।