খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা।।
সাতক্ষীরায় দৈনিক খুলনাঞ্চল পত্রিকার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর বেলা ১২টায় সাতক্ষীরা পলাশপোলে পত্রিকাটির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা, কেককাটা ও মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপীর সভাপতিত্বে ও দৈনিক ভোরের পাতা পত্রিকার জেলা প্রতিনিধি এস এম মহিদার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক ও প্রকাশক জি এম নূর ইসলাম। প্রধান অতিথির তার বক্তব্যে পত্রিকাটির সার্বিক মঙ্গল কামনা করে বিভিন্ন দিক নির্দেশনা দেন। তিনি আরো বলেন, আমরা কোন সাংবাদিকের সুনাম এবং প্রশংসা দেখে কেউ যেনো ঈর্ষান্বিত না হই এবং তাকে যেন ক্ষতি করার চেষ্টা না করি। এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মোহাম্মাদ আলী সুজন, মুক্তস্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবুল কালাম, বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ আবুল কালাম বাবলা, দৈনিক করতোয়া পত্রিকার সেলিম রেজা মুকুল, চেয়ারম্যান আবু মোঃ মোস্তফা কামাল। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক খুলনাঞ্চল পত্রিকার জেলা প্রতিনিধি খান নাজমুল হুসাইন। ।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সুপ্রভাত পত্রিকার উপ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম, দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সহ সম্পাদক রুবেল হোসেন, দৈনিক যুগের বার্তা পত্রিকার সহ সম্পাদক প্রফেসর রজব আলী, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার মোঃ মীর আবু বক্কার, দৈনিক রাজপথের দাবী পত্রিকার এ এস এম শাহনেওয়াজ মাহমুদ রনি, দৈনিক বর্তমান পত্রিকার জাহিদ হোসেন, দৈনিক অনির্বাণ পত্রিকার জেলা প্রতিনিধি জি এম সোহরাব হোসেন, দৈনিক অগ্রসর পত্রিকার আশরাফুজ্জামান মুকুল , দৈনিক মুক্তখবর পত্রিকার মনিরুজ্জামান মনি, দৈনিক দেশ সংযোগ পত্রিকার আমিরুল ইসলাম, দৈনিক দেশের কন্ঠ পত্রিকার শহিদুল ইসলাম শহিদ, দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার মোঃ ইব্রাহিম খলিল, দৈনিক গণমুক্তি পত্রিকার আবির হোসেন লিয়ন, দৈনিক স্বদেশ পত্রিকার মোতাহার নেওয়াজ মিনাল, দৈনিক সোনালী বার্তা’র শফিকুল ইসলাম, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার আব্দুস সালাম, দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার মোঃ কামাল উদ্দীন সরদার, দৈনিক আজকের জনবানী পত্রিকার মোঃ গোলাম মোস্তফা, সাংবাদিক মোঃ অহিদুজ্জামান, সাংবাদিক মোঃ আব্দুল মাতিন, সাংবাদিক মোঃ রবিউল ইসলাম, দৈনিক খুলনাঞ্চল পত্রিকার কলারোয়া প্রতিনিধি সোহাগ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করেন মোঃ আমিরুল ইসলাম।