পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় ১৫০ বছরের শ্মশান ঘাট জোর করে দখল করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি উপজেলার কুমখালী গ্রামে। এ ঘটনায় চেয়ারম্যান সর্বশেষ থানায় অভিযোগ হয়েছে।
ভুক্তভোগী পরিবার ও অভিযোগের বাদী দেব্রত কুমার বাছা(৫৭) জানিয়েছেন, উপজেলার কুমখালী গ্রামের রমেশ বৈদ্য ও তার ছেলেরা আমাদের পূর্ব পুরুষের ১৫০ বছরের শ্মশান ঘাট দখল করে নিয়েছে। তিনি আরো বলেন প্রতিপক্ষ রমেশ ও তার ছেলে সুকেশ ও বিপুল বৈদ্যর ভয়ে এলাকার লোকজন কথা বলতে ভয় পায়। গত ২০ নভেম্বর বিকাল তিনটার দিকে তাদের জমি শ্মশান ঘাট ছেড়ে দেয়ার কথা বললে তারা উত্তেজিত হয়ে জীবন নাশ এবং দেশ ছাড়ার হুমকি দেয়। রমেশ বৈদ্য জানান, আমি জমি কিনে বসবাস করি। তবে এখানে শ্মাশান হলে আমাদের বসবাস করা খুব কঠিন হয়ে পড়ে। মরা মানুষের পুড়ানো ধোয়ায় বাড়ি থাকা যায়না। তবে পুরাক শ্মাশান স্বীকার করে বলেন নদীর চরভরাটিয়া জায়গায় শ্মাশন গড়ে উঠেছে। আমি শ্মশানের জাইগা নেইনি। দেব্রত কুমার বাছাড় বলেন, এ নিয়ে ইউনিয়নের ইউপি সদস্য সহ গড়ইখালী চেয়ারম্যানের নিকট অভিযোগ করলেও প্রতিকার প্রতিকার পাইনি। উপায়ন্ত না পেয়ে গত ২৯ নভেম্বর জীবন নাশের হুমকি সহ জীবনের নিরাপত্তা চেয়ে থানায় একটি অভিযোগ করা হয়েছে। গড়ইখালী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল সালাম কেরু বলেন, শ্মশানের বিষয় অভিযোগ পেয়েছি খুব তাড়া তাড়ি বসে বিষয়টি সমাধান করবো। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান বলেন হিন্দু সম্প্রদায়ের শেষ ঠিকানা হল শ্মশান। এ সংক্রান্তে একটি অভিযোগ পেয়েছি। যদি দখলের সত্যতা পাই তাহলে আইগত ব্যবস্থা গ্রহন করা হবে।