খবর বিজ্ঞপ্তি।।
সুন্দরবন উপকূলীয় জনগোষ্ঠীদের মাঝে সুন্দরবন সংরক্ষণে তাদের ভূমিকা তুলে ধরার লক্ষ্যে গত ২৭ নভেম্বর ২০২১ তারিখে বেডস্ স্বাস্থ্যবিধি মেনে সুন্দরবন সংলগ্ন বাগেরহাট জেলার মোংলা উপজেলার বৈদ্যমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে বিশ^ ম্যানগ্রোভ দিবস উদযাপন করেছে।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আকবর আলী গাজী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, চিলা ইউনিয়ন, মোংলা, বাগেরহাট। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব শফিকুল ইসলাম রাসেল, সভাপতি, কো ম্যানেজমেন্ট কমিটি, চাঁদপাই রেঞ্জ, সুন্দরবন। বন বিভাগের পক্ষ থেকে উপস্থিত ছিলের মো: মিজানুর রহমান মিজান। এই অনুষ্ঠানে ২০ টি স্ট্যাডি সার্কেলের ৬০ জন বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। তারপর সুন্দরবন ইউনিয়নের শিক্ষার্থীরা ”ভুল” পথনাট্য ও চিলা ইউনিয়নের শিক্ষার্থীরা ”বাঁচাও” পথনাট্য প্রদর্শণ করেন। এই কার্যক্রমে অংশগ্রহণ করেছিল সুন্দরবন ও চিলা ইউনিয়নের পূর্ব নির্বাচিত ১৭৮ জন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দ, কো-ম্যানেজমেন্ট গ্রুপের সদস্যবৃন্দ, ভিলেজ কনজারভেশন ফোরাম-এর সদস্যবৃন্দ, রিসোর্স ইউজার গ্রুপের সদস্যবৃন্দ, ওমেনস গ্রুপের সদস্যবৃন্দ, এনজিও ও বেডস্ এর সদস্যবৃন্দ। এই অনুষ্ঠানে মোট ৫০০ জন উপস্থিত ছিলেন। উপস্থিত ৫০০ জনকে টি-সার্ট, মাস্ক প্রদান করা হয়।