সারা খুলনা অঞ্চলের খবরা খবর

34
Spread the love

নগরীতে র‌্যাবের অভিযানে আমীর শেখ হত্যার মামলার দুআসামী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

নগরীর রায়েরমহল মোল্লাপাড়া সড়কের দক্ষিণপাড়ার আমির শেখ (৭৫) হত্যা মামলার দুআসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। ২৭ নভেম্বর রাত পৌনে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বটিয়াঘাটার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার দুআসামী হলেন রায়েরমহল মোল্লাপাড়ার আলোচিত মৃত. দাউদ মোল্লার ছেলে মোয়াজ্জেম মোল্লা (৫৮) ও একই এলাকার মৃত. মতলেব মোল্লার ছেলে মিজানুর রহমান (৫৫)। এর আগে নিহতের স্ত্রী জামিলা বেগম বাদী হয়ে ৯জনকে আসামী করে বটিয়াঘাটা থানায় মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, গত ২৩ নভেম্বর থেকে নিখোঁজ থাকার পর ২৬ নভেম্বর বটিয়াঘাটা থানাধীন নারায়ণখালী গ্রামের অহিদুজ্জামানএর বাড়ির উত্তর পাশে পশুর নদীর চরে অজ্ঞাত হিসেবে আমির শেখের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ২৩ নভেম্বর বিকেল পৌনে ৫টার দিকে নিজ বাড়ি হতে রায়েরমহল বড় মসজিদ সন্ধ্যা বাজারের উদ্দেশ্যে রওনা করে সে। মৃত. ব্যক্তি যথাসময়ে নিজ বাড়িতে ফেরত না আসায় তার আতœীয়-স্বজন খোঁজাখুঁজি করে জানতে পারে যে, পশুর নদীর চরে একটি অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ রূপসা নৌ-পুলিশ ফাঁড়ী উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজে  প্রেরণ করেছে এবং ২৬ নভেম্বর বিকেল ৩টার দিকে অজ্ঞাত লাশটি দাফন করার জন্য গোয়ালখালী কবরস্থানে পাঠানো হয়। এমতাবস্থায় ঘটনাস্থলে মৃত. ব্যক্তির স্বজনরা উপস্থিত হয়ে উক্ত লাশটি আমির শেখ হিসেবে সনাক্ত করে। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভিকটিম আমির আলীকে হত্যা করা হয়। এঘটনায় নিহত আমির শেখ এর স্ত্রী জামিলা বেগম বাদী হয়ে ৯জনের বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং-১০। আসামীদের মামলার তদন্ত কর্মকর্তা রূপসা নৌ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. আব্দুল মুন্নাফ এর নিকট হস্তান্তর করা হয়েছে। 

গ্রেপ্তার নারী প্রতারক মনির জামিন না মঞ্জুর

স্টাফ রিপোর্টার

নন জুডিশিয়াল স্ট্যাম্প জালিয়াতি করে সাংবাদিক সোহাগ দেওয়ানকে ফাঁসানোর চেষ্টাকারী চক্রের হোতা র‌্যাবের হাতে গ্রেপ্তার প্রতারক সেই ফরিদা ইয়াসমিন মনি (৪২) ’র জামিন না-মঞ্জুর করলেছেন আদালত।

রবিবার (২৮ নভেম্বর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আতিকুস সামাদ পিএইচডি এ আদেশ দিয়েছেন। আসামি মনির আইনজীবীর করা জামিন আদেন শুনানী শেষে বিচারক এ প্রদান করেছেন। শুনানিকালে বাদী পক্ষের আইনজীবী মোমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। এর আগে গত ২৫ নভেম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম আসামি মনিকে জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েিেছলেন। গ্রেফতার হওয়া প্রতারক মনি খুলনার সোনাডাঙ্গা থানাধিন করিম নগর মসজিদ এলাকার মৃত. আব্দুল ওহাব খাঁনের মেয়ে। সে বসুপাড়া কবরখানা এলাকার টাওয়ার ওয়ালা গলির শহিদুল ইসলামের  বাড়ির ৫তলায় ভাড়া থাকেন। ২৪ নভেম্বর রাতে ওই বাড়ি থেকে মনিকে গ্রেফতার করে র‌্যাব-৬ সদস্যরা। এছাড়াও প্রতারক ফরিদা ইয়াসমিন মনি প্রতারণার জন্য দেবেনবাবু রোড এলাকা, ঢাকার রমনা থানাধিন মধুবাগ গলির বাড়ী নং ৪৫৯ (স্টার লজ), ঢাকার মুগদা থানার সবুজবাগ দক্ষিণ মান্ডা, চাঁন মিয়া গলির কাওসার আহম্মেদের ভাড়া বাসাসহ আরও একাধিক ঠিকানা ব্যবহার করেন।

মামলার বাকী ৪জন এজাহারভুক্ত আসামিসহ অজ্ঞাত আরও ৩/৪জন পলাতক রয়েছে। তাদেরকে গ্রেফতারের জন্য অভিযান চলছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই অলিয়ার রহমান ।  

মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা গেছে, তিনশত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প জালিয়াতি করে খুলনার সাংবাদিক সোহাগ দেওয়ানের নামে একটি অঙ্গিকার নামা তৈরি করে এ প্রতারক চক্রটি। ওই অঙ্গিকারনামায় বলা হয়, ফরিদা ইয়াসমিন মনি নামের এক নারীর সন্তান উদ্ধারের কথা বলে সাংবাদিক সোহাগ দেওয়ান ৩ লাখ ৭৭হাজার টাকা নিয়েছেন। এ অঙ্গিকারনামাটি ব্যবহার করে ওই চক্রটি সোহাগ দেওয়ানের বিরুদ্ধে অভিযোগ, মামলাসহ নানাভাবে হয়রানি করতে থাকে। এরপর প্রাথমিকভাবে প্রমান মেলে তিনশত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে তৈরি করা অঙ্গিকারনামাটি ২০১৮ সালের ৪জানুয়ারির তারিখে দেখানো হলেও সেটি আসলে ২০২০ সালে সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে বিক্রি হয়েছে। আসামিরা সাংবাদিক সোহাগ দেওয়ানকে ফাঁসানোর জন্য এই জাল জালিয়াতি করেছেন। সহকারি নিয়ন্ত্রক (স্ট্যাম্প) প্রধান কার্যালয় ও পিরোজপুর জেলা প্রশাসকের ট্রেজারী শাখার লিখিত তথ্যমতে এ সত্যতা বেড়িয়ে আসে। এঘটনায় গত ১৫ নভেম্বর খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ওই প্রতারক চক্রের বিরুদ্ধে মামলা রেকর্ড করতে কেএমপির সদর থানাকে নির্দেশ দেন। আদালতের নির্দেশ হাতে পেয়ে খুলনা সদর থানায় প্রতারক চক্রের প্রধান ফরিদা ইয়াসমিন মনিসহ ৫জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩/৪জনের বিরুদ্ধে মামলা রেকর্ড করা হয়। দ-বিধির ৪৬৭, ৪৬৮, ৩৮৫, ১০৯ ও ৫০৬ ধারায় গত ১৯ নভেম্বর মামলাটি রেকর্ড করে পুলিশ (নং-৩৪)। 

দাকোপে ভোক্তা-অধিকারের বাজার তদারকিতে ৭টি প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার

খুলনা জেলার দাকোপ এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে বিভিন্ন অপরাধে ৭টি প্রতিষ্ঠানকে ১৯হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও জেলা কার্যালয়। রবিবার (২৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা হতে ২টা পর্যন্ত অভিযানে বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও জেলা কার্যালয়ের উপপরিচালক শিকদার শাহীনুর আলম এ জরিমানার আদেশ প্রদান করেছেন। 

বাজার তদারকিকালে দাকোপের চালনা বাজারের সাথি ট্রেডার্সকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে ৩ হাজার টাকা, ঢাকা বিরিয়ানি হাউজকে মূল্য তালিকা না লেখার অপরাধে এক হাজার টাকা, তিথি মিষ্টান্ন ভান্ডারকে এক হাজার টাকা, গৌরব হোটেল এন্ড রেস্টুরেন্টকে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, যথাযথ লাইসেন্স না থাকার অপরাধে এক হাজার টাকা, বনফুল ঘোষ ডেয়ারীকে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, যথাযথ লাইসেন্স না থাকা ও ঘি এর বোতলে মেয়াদ, মূল্য না লেখার অপরাধে ৮ হাজার টাকা, সুন্দরবন হোটেলকে মূল্য তালিকা না লেখার অপরাধে ২ হাজার টাকা ও বিশ্বাস মেডিকেল হলকে

মূল্য বিহীন ঔষধ সংরক্ষণের অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযানে  সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। সামাজিক দূরত্ব বজায় রাখা, মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়/বিক্রয় রশিদ সংরক্ষণ করতে অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট বিতরণ করাসহ মাইকিং করা হয়। এই তদারকিমূলক অভিযানে সার্বিক সহায়তা করেন ৩ এপিবিএন শিরমনি, খুলনা ও ক্যাব প্রতিনিধি খুলনা। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৭০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ ও ২শ গ্রাম গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর পূর্ব বানিয়াখামার এলাকার মৃত. আমির আলী শেখের ছেলে মো. মুরাদ শেখ (৪১), জোড়াগেট এলাকার আব্দুল হাকিম তালুকদারের ছেলে আলম তালুকদার (৪৫), ৫নং মাছঘাট এলাকার মৃত. আমিন উদ্দিন হাওলাদারের ছেলে মো. জামাল হাওলাদার (৪০) ও ৭১ খানজাহান আলী রোড এলাকার মো. আনজুমের ছেলে মো. হোসেন (৩৬)।

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহ্ জাহান শেখ জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ৭০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ ও ২শ গ্রাম গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে।

যশোরে র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

স্টাফ রিপোর্টার

যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন দূর্গাপুর গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, একটি ওয়ানশুর্টারগান ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-৬। ২৭ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় আসামী পালিয়ে যায়। 

র‌্যাব-৬ জানায়, ২৭ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন দূর্গাপুর গ্রামস্থ বাদশা মল্লিকের ৫তলা বিল্ডিং বাড়ীর নিচতলা উত্তর পশ্চিম কোনের রুমে অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে বাড়ীর মালিক বাদশা মল্লিক (৫০) কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় বাদশা মল্লিক এর  বিরুদ্ধে বোনপোল পোর্ট থানার মামলা দায়ের হয়েছে যার নং- ৩২।

খাজরায় ট্রাক চাপায় শিশু নিহত

আশাশুনি প্রতিনিধি

আশাশুনির খাজরা ইউনিয়নে ট্রাক চাপায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে কাপসন্ডা প্রাইমারী স্কুল মাঠের কাছে দুর্ঘটনা ঘটে। খাজরা ইউনিয়নের গদাইপুর বর্তমান কাপসন্ডা গ্রামের বাবু সরদারের ছেলে আকাশ হোসেন (১১) ঘটনার সময় বাইসাইকেল চালিয়ে বাজার থেকে বাড়িতে আসতেছিল। প্রাইমারী স্কুল ফুটবল মাঠের কাছে পৌছলে পিছন দিক থেকে অর্থাৎ প্রতাপনগর হতে সাতক্ষীরা গামী লস্কর কোম্পানীর বসুন্ধরা এলপি গ্যাস পরিবহনের কাজে ব্যবহৃত যশোর-ন-১১- ০৮৯৫ নং ট্রাক তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।

জলবায়ু প্রকল্পের অর্থায়নে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতে বদ্ধপরিকর বাস্তবায়নকারী সকল কর্তৃপক্ষ

খবর বিজ্ঞপ্তি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), খুলনার উদ্যোগে জলবায়ু অর্থায়নে প্রকল্প বাস্তবায়নকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে ‘জলবায়ু অর্থায়নে সুশাসনঃ অংশীজনের ভুমিকা করনীয়’ শীর্ষক অধিপরামর্শ সভা ২৮ নভেম্বর ২০২১ রবিবার বিকাল ৪.০০ মি: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বিভাগ-১, খুলনা সভা কক্ষে অনুষ্ঠিত হয়। অধিপরামর্শ সভায় সভাপতিত্ব করেন জনাব মো: আশরাফুল আলম, নির্বাহী প্রকৌশলী, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বিভাগ-১, খুলনা ।  সভায় স্বাগত বক্তব্য রাখেন সনাক সভাপতি জনাব শামীমা সুলতানা শীলু বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সম্মানিত সনাক সদস্য অধ্যাপক জাফর ইমাম। প্রকল্প বাস্তবায়ন কারী প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ মোস্তাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশলী বিভাগ, খুলনা; মোঃ সাইদুর রহমান, উপ- বিভাগীয় প্রকৌশলী, পানি উন্নয়ন ব্বিভাগ, খুলনা; জনাব অনুপ বিশ্বাস, সহকারী প্রকৌশলী, গণপূর্ত-১, খুলনা; জনাব গৌতম কুমার ম-ল, সহকারী প্রকৌশলী, এলজিইডি; জনাব তারিকুল ইসলাম, সিনিয়র সহকারী প্রকৌশলী, বাংলাদেশ পানি উন্নয়ন বোড, খুলনা। এছাড়া উপস্থিত ছিলেন পরিবর্তন খুলনা এর নির্বাহী পরিচালক জনাব এম নাজমুল আজম ডেভিড সহ, খুলনা সনাকের জলবায়ু উপ কমিটির সদস্যগন, সনাক স্বজন সদস্য, ইয়েস ইয়েস বন্ধু টিআইবি প্রতিনিধি।

অধিপরামর্শ সভায় টিআইবি এর ক্লাস্টার কো-অর্ডিনেটর জনাব ফিরোজ উদ্দিন ‘জলবায়ু অর্থায়নে সুশাসন: অংশীজনের ভূমিকা করণীয়’ এর উপর উপস্থাপন করেন। উপস্থাপনের পর শুরু হয় মুক্ত আলোচনা প্রশ্নোত্তর পর্ব। প্রশ্নোত্তর পর্বের পর উপস্থিথ সকল কর্তৃপক্ষ অতীত বর্তমানে বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের অগ্রগতি স্বচ্ছতা জবাবদিহিতার বিষয়ে উত্তর দেন।কর্তৃপক্ষগণ বর্তমানে বাস্তবায়নাধীন সকল প্রকল্পে স্থানীয় মানুষকে সম্পৃক্ততার পাশাপাশি স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করে বাস্তবায়ন করছে বলে মত প্রকাশ করেন। নির্বাহী প্রকৌশলী, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বিভাগ-১, খুলনা বলেন ‘বর্তমানে সকল প্রকল্প সবুজ জলবায়ু এর কথা মাথায় রেখেই বাস্তবায়ন করা হচ্ছে, এছাড়া এখন সকল প্রকল্প বাস্তবায়ন করার সময় সম্ভাব্য সকল তথ্য জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়, স্থানীয় সকল জন সাধারণকে যুক্ত করা হচ্ছে। সামনে আরও বড় কিছু প্রকল্প বাস্তবায়নের জন্য প্রক্রিয়াধীন রয়েছে, সেখানে স্থানীয় সকল জন সধারনের অংশগ্রহণ নিশ্চিত করা হবে বলে তিনি সকলকে অবহিত করেন’অধ্যাপক জাফর ইমাম বলেন ‘ আজকের এই আয়োজন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সকলের সাথে সকলের সমন্বয় সাধনের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে’। 

ভোগান্তির অপরনাম দৌলতপুর-দেয়াড়া খেয়াঘাট যেন

আসাদ, দিঘলিয়া

খুলনা জেলার দিঘলিয়া উপজেলা একটি দ্বীপ উপজেলা হিসেবে পরিচিত।ভৈরব, আতাই মজুতখালী নদী দ্বারা বেষ্টিত দিঘলিয়া উপজেলার মূল ভূখন্ড। নদী পারাপারের জন্য ১৯ টি খেয়াঘাট এই জনপদের মানুষ ব্যবহার করে থাকে। এর মধ্যে অধিক ব্যবহৃিত খেয়াঘাট দৌলতপুর-দেয়াড়া খেয়াঘাট। যে ঘাট ব্যাবহার করে দিঘলিয়া সহ পাশ্ববর্তী অন্য দুই উপজেলার জনগণ নদী পারাপার হয়ে থাকে। দীর্ঘদিন ধরে এই ঘাটে অতিরিক্ত ভাড়া আদায় সহ চলছে চরম অব্যাবস্হাপনা। ভূক্তভোগী জনসাধারণের সাথে কথা বলে জানা যায়, দৌলতপুর খেয়াঘাটটি খুলনা জেলা পরিষদ এর আওতাধীন। দিঘলিয়া উপজেলার সাথে যোগাযোগ এর একটি ব্যস্ততম অতি গুরুত্ত্বপূর্ণ খেয়াঘাট হচ্ছে দেয়াড়া- দৌলতপুর খেয়াঘাট। এই খেয়াঘাটের উপর ভরসা করে প্রতিদিন হাজার হাজার জনগণ তাদের শিক্ষা, ব্যবসা, চাকুরী নিত্য প্রয়োজন মেটাতে শহরের সাথে সংযোগ রক্ষা করে চলেন। এই খেয়াঘাট দিয়ে ৪৫% এরও বেশি, নারী শিশু পারাপার হয়। এমন একটি গুরুত্ত্বপূর্ণ খেয়াঘাটের অব্যবস্থাপনা দৈন্যদশার কারণে প্রতিদিন হাজার হাজার যাত্রীদেরকে পোহাতে হচ্ছে সীমাহীন দূর্ভোগ। বিশেষ করে বয়স্ক, নারী শিশুদের ক্ষেত্রে এই দূর্ভোগ চরম। ঘাট পারাপারের সিঁড়ি গুলোর বেহালদশা চোখে পড়ার মত। প্রায় প্রতি দিনই ঘটছে কোন না কোন অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা। উল্লেখ্য  আনেক অভিযোগের পর গত ০৮/১১/২০২০ ইং তারিখে  দৌলতপুর-দেয়াড়া খেয়াঘাটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করায় ভ্রাম্যমাণ আদালত ঘাট কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করলেও পরের দিন থেকে পূর্বের ন্যায় অতিরিক্ত ভাড়া গ্রহন করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক এবং ভ্রাম্যমাণ আদালতের নির্দেশ অবমাননার সামিল। গত এক বছরে  অনেক বার অভিযোগ জানালেও কতৃপক্ষ আর কোন পদক্ষেপ নেয়নি।

প্রশাসনের নিকট এলাকাবাসির প্রাণের দাবি ঘাট কর্তৃপক্ষের অব্যবস্থাপনা এবং জনগণের জান-মালের ক্ষতি রোধকল্পে দেয়াড়া-দৌলতপুর খেয়াঘাটের সিঁড়ি পুননির্মাণ করা সহ ঘাটের সুব্যবস্থাপনা ফিরিয়ে আনার জন্য যথাযথ পদক্ষেপ যেন অতিসত্বর নেওয়া হয়।

খুলনা প্রেসক্লাব-এসএমএ রব স্মৃতি মিডিয়া কাপ ক্রিকেট টুর্ণামেন্ট-২০২১’লোগো উন্মোচন

খবর বিজ্ঞপ্তি

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে খুলনা প্রেসক্লাব আয়োজিত ‘এস এম রব স্মৃতি মিডিয়া কাপ ক্রিকেট টুর্ণামেন্ট-২০২১’র  লোগো উন্মোচন করা হয়েছে। রবিবার (২৮ নভেম্বর) দুপুরে খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে টুর্ণামেন্টের আনুষ্ঠানিক লোগো উন্মোচন করা হয়। আরাফাত গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর ব্যবস্থাপনায় টুর্নামেন্টে মোট চারটি দল অংশগ্রহণ করছে। খুলনায় কর্মরত জাতীয়-স্থানীয় পত্রিকা টিভি মিডিয়ার সকল সাংবাদিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

লোগো উম্মোচন অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আরাফাত গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক এস এম আশফাকুর রহমান রাজিব। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা সহকারী সম্পাদক মো. মাকসুদুর রহমানের উপস্থাপনায় বক্তৃতা করেন- ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু এবং ক্লাবের সাবেক সভাপতি নির্বাহী সদস্য এস এম নজরুল ইসলাম। আগামী ৩০ নভেম্বর (মঙ্গলবার) সকাল ৯টায় খুলনা জেলা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে খুলনা ওয়ারিয়র্স খুলনা রয়েলস্ পরস্পরের মোকাবেলা করবে। খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক মাঠে উপস্থিত থেকে টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করবেন। এছাড়া দিনের দ্বিতীয় ম্যাচে দুপুর ১টায় ভৈরব রাইডার্সের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে হিমেল-তৈয়্যেবা যুব কল্যাণ পরিষদ। আগামী ডিসেম্বর টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য খেলা শেষে খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।

এদিকে লোগো উম্মোচন অনুষ্ঠানে টুর্ণামেন্ট সফলভাবে আয়োজনের জন্য প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসানের নেতৃত্বে পাঁচ সদস্যের ‘ডিসিপ্লিনারি কমিটি’ গঠন করা হয়। এই কমিটির সদস্যরা হলেন- ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক সভাপতি এস এম নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শেখ দিদারুল আলম ক্লাব সদস্য মো. আব্দুল হালিম। অনুষ্ঠানে বক্তৃতা করেন ‘ভৈরব রাইডার্স’ টিমের সত্ত্বাধিকারী, ক্লাবের সহ-সভাপতি দৈনিক সময়ের খবর’সম্পাদক মো. তরিকুল ইসলাম, ‘খুলনা ওয়ারিয়র্স’সত্ত্বাধিকারী দৈনিক খুলনার নির্বাহী সম্পাদক মো. শাহ আলম, ‘হিমেল-তৈয়্যেবা যুব কল্যাণ পরিষদ’ এর সত্ত্বাধিকারী ক্লাব সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, ‘খুলনা রয়েলস্’ এর সত্ত্বাধিকারী ক্লাব সদস্য আলমগীর হান্নান।

সময় আরও উপস্থিত ছিলেন, খুলনা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ বিমল সাহা, সদস্য অরুন সাহা, এস এম কামাল হোসেন, শেখ কামরুল আহসান, বাপ্পী খান, আহমদ মুসা রঞ্জু, আসাদুজ্জামান খান রিয়াজ, দিলিপ কুমার বর্মণ, ইউজার সদস্য মো. হেলাল মোল্লা, রাজু সাহা বিপ্লব, আলী আবরার, কলিন হোসেন আরজুসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। এর আগে অনুষ্ঠানের শুরুতে খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মরহুম লিয়াকত আলী’৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর আত্মার মাগফেরাত কামনায় দাঁড়িয়ে মিনিট নিরবতা পালন করা হয়।

সরকারের সহযোগিতায় নগর জুড়ে উন্নয়ন কাজ চলছে : সিটি মেয়র

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, সরকারের সহযোগিতায় নগর জুড়ে উন্নয়ন কাজ চলছে। একইসাথে দাতা সংস্থার অর্থায়নেও নগরীতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। উন্নয়ন সেবামূলক কার্যক্রমের ক্ষেত্র সম্প্রসারণ ধারাবাহিকতা ধরে রাখতে আরও নতুন নতুন প্রকল্প প্রণয়ন করা দরকার। দাতা সংস্থাসমূহের সম্পৃক্ততা আরো বৃদ্ধি করা গেলে খুলনা মহানগরীর সুষম উন্নয়ন ত্বরান্বিত হবে বলে তিনি উল্লেখ করেন।

সিটি মেয়র রবিবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে দাতা সংস্থা জার্মান ডেভলপমেন্ট কোঅপারেশন (কেএফডব্লিউ) কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কথা বলেন। ‘‘সিসিএইউডি-খুলনা কম্পোনেন্ট’’ শীর্ষক প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে সংস্থার কর্মকর্তাগণ বর্তমানে খুলনা সফর করছেন। তিনি আগত অতিথিদের অভিনন্দন জানান এবং খুলনা মহানগরীর উন্নয়নে সংস্থাটির সার্বিক সহযোগিতা কামনা করেন।

প্রকল্পের আওতায় মহানগরীর জলাবদ্ধতা নিরসন বন্যা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের পাশাপাশি জলবায়ু পরিবর্তনজনিত প্রতিকূলতা বিশ্লেষণ করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া প্রকল্পের আওতায় দৌলতপুর মহেশ্বরপাশায় বাঁধ, রূপসায় রিভার ফ্রন্ট পার্ক রূপসা কেসিসি মার্কেট উন্নয়নসহ স্লুইচ গেট, খাল, পুকুর, ড্রেন ইত্যাদির উন্নয়ন করা হবে।

সভায় কেএফডব্লিউ’পক্ষ থেকে মিশন লিডার ক্রিস্টা বার্ড, টীম লিডার জন ক্যামার, আরবান রিজিলিয়েন্স স্পেশালিস্ট এসএম মেহেদী আহসান, প্রকৌশলী পিটার রুনি, এন্ড এস এক্সপার্ট দোহা ভোকমার উপস্থিত ছিলেন। কেসিসি’প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আজমুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী মশিউজ্জামান খান, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, প্রধান রাজস্ব কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নাজিবুল আলম প্রমুখ সভায় প্রকল্প বিষয়ে মতামত তুলে ধরেন।

পরে সিটি মেয়র আগত কর্মকর্তাদের সাথে নিয়ে প্রকল্প বাস্তবায়ন স্থানসমূহ সরেজমিন পরিদর্শন করেন।

নৌকাকে হারিয়ে তৃতীয় লিঙ্গের রিতু চেয়ারম্যান

সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি

নৌকাকে পেছনে ফেলে ঝিনাইদহ কালীগঞ্জের ইউপি নির্বাচনে তৃতীয় লিঙ্গের সেই নজরুল ইসলাম রিতু চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলা ত্রিলোচনপুর ইউনিয়ন থেকে নির্বাচিত হলেন। নির্বাচনের তফসিল ঘোষনার পর তিনি গনসংযোগ শুরু করেন। এরপর তার জীবন বৃত্তান্ত তুলে ধরে দৈনিক সংবাদের প্রথম পাতায় বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। তিনি আনারস প্রতিকে ভোট পেয়েছেন হাজার ৫’৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি গত বারের চেয়ারম্যান নৌকা প্রতিকের নজরুল ইসলাম ছানা পেয়েছেন হাজার ৪’ভোট। উল্লেখ্য, নজরুল ইসলাম ঋতু ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দেশের মধ্যে তিনিই প্রথম তৃতীয় লিঙ্গের বিজয়ী চেয়ারম্যান হলেন।

তিনি উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের দাঁদপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের সন্তান। ঋতুর জন্মের পর তৃতীয় লিঙ্গ প্রকাশ পাওয়ার পর বছর বয়সে ঢাকাতে চলে যান। সামান্য লেখাপড়া করলেও সামাজিক নানা প্রতিবন্ধকতায় প্রাথমিকের গন্ডি পেরোনো হয়নি তার। ছোটবেলা থেকেই ঢাকার ডেমরা থানাতে তার দলের গুরুমার কাছেই বেড়ে উঠা। এখন তার বয়স ৪৩ বছর। গুরুমার পরের দায়িত্বটা তিনি পালন করেন।

তিনি ঢাকাতে থাকলেও পরিবার এলাকার টানে প্রায়ই বাড়িতে আসেন। তার কষ্টার্জিত জমানো অর্থ দিয়ে বিগত প্রায় ১৫ বছর ধরে ইউনিয়নবাসীর উন্নয়নে আর্থিক সহযোগীতা প্রদান কওে আসছেন। পর্যন্ত তার এলাকায় দুইটি মসজিদ সহ বিভিন্ন মন্দিরের উন্নয়নে বড় অংকের অর্থ দান করেছেন এলাকার কেউ অসুস্থ বা কন্যাদায়গ্রস্থ হলে খবর পেলেই তার বাড়িতে গিয়ে সহযোগীতা করে আসছেন। সে কারনেই তিনি এতো জনপ্রিয়তা অর্জন করেছেন। 

নির্বাচন প্রসঙ্গে নজরুল ইসলাম ঋতু বলেন, আ’লীগ তাকে মনোনয়ন না দিলে এলাকার মানুষ আমাকে ভালোবেসে ভোটে দাড় করিয়েছিলেন। তাদের ভালবাসার ভোটেই আজ আমি বিজয়ী হয়েছি।

ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দেশের প্রথম তৃতীয় লিঙ্গের এই প্রার্থী নজরুল ইসলাম ঋতু আরো বলেন, তার আরো তিন ভাই তিন বোন রয়েছে। তিন ভাই ঢাকাতে থাকে বোনেদের বিয়ে হয়ে গেছে। অন্য দশজন স্বাভাবিক নারী পুরুষের মত না হলেও তার কোন দুঃখ নেই। আল্লাহ তাকে সুস্থ্যভাবে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন এতেই সন্তুষ্ট।

উল্লেখ্য, এর আগে গত উপজেলা নির্বাচনে পাশর্^বতী উপজেলা কোটচাদপুরের পিংকি খাতুন নামে এক হিজড়া উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। সে সময়ে তিনি দেশের মধ্যে তৃতীয় লিংগের প্রথম জনপ্রতিনির স্বীকৃতি পেলেও নজরুল ইসলাম রিতু হলেন তৃতীয় লিঙ্গের প্রথম ইউপি চেয়ারম্যান। অনেক ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে সকলের তাক লাগিয়ে দিয়েছেন।

শরণখোলায় এক ভাইয়ের বিরুদ্ধে পাঁচ ভাই-বোনের জমি দখলের অভিযোগ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

শরণখোলায় পাঁচ ভাইবোনের পৈত্রিক জমি দখল করে নিয়েছে ভূমিদস্যু এক ভাই। জমি দখলের এমন অভিযোগে ২৮ নভেম্বর দুপুরে শরণখোলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে মহিম মেহেদী নামের এক ভাই।

মহিম মেহেদী লিখিত বক্তব্যে জানায়, আমার জমি বর্তমানে দখলে নেয়ার জন্য নানা কৌশল অবলম্বন করছে মেঝ ভাই আসলাম হোসেন। তিনি আরও জানান মেঝ ভাই নানা কৌশলে আমার মাকে ম্যানেজ করে তার জমি সহ আমার ভাই নাবালক মনিরুজ্জামানের জমি লিখে নেয়। আমি পৈত্রিক দলিল মুলে ৯নং রায়েন্দা মৌজার ৪০৪নং খতিয়ানের ৪৯০, ৪৯১  দাগ সহ ৭টি দাগে ০.২২২১ জমি প্রাপ্ত হই। উক্ত জমি হইতে আমি কিছু জমি বিক্রি করে উক্ত দাগ সমূহের মধ্যেই একটি মুদি দোকান উত্তোলন করিয়া জীবিকা নির্বাহের চেষ্টা করি। কিন্তু আমার মেঝ ভাই আসলাম এতে বাধা প্রদান করিয়া আমার বিরুদ্ধে শরণখোলা থানায় মামলা রুজু করে আমাকে হয়রানি করে। এছাড়া আমি দোকান ঘর উক্ত জমি হতে না সরালে আমাকে খুন জখমেরও ভয়ভীতি প্রদর্শন করে। এসময় উপস্থিত ছিলেন ভাই মাছুম জোমাদ্দার, মনিরুজ্জামান জোমাদ্দার বোন সুরাইয়া আক্তার কাজল। পরে তার বড় ভাই শহিদুল ইসলাম মন্টু মোবাইল ফোনে আসলাম হোসেন ছোট ভাই মহিমের জমি দখলের কথা জানায়। উপস্থিত মনিরুজ্জামান, মাসুম হোসাইন সুরাইয়া আক্তার কাজল জানায়, তার মাকে কুট কৌশলে ম্যানেজ করে তার জমি আমার পিতার মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা আত্মসাৎ করছে। তারা আরও জানায় আমরাও পিতার মুক্তিযোদ্ধা সম্মানী ভাতার সমান অংশিদার হওয়া সত্ত্বেও আমার উক্ত ভাতা থেকে বঞ্চিত হচ্ছি।

গুজব এবং গুজবসৃষ্ট অপপ্রচার সহিংসতা প্রতিরোধে করণীয় বিষয়ে রূপান্তরের কর্মশালা

খবর বিজ্ঞপ্তি

রবিবার মহানগরীর একটি হোটেলে “গুজব এবং গুজবসৃষ্ট অপপ্রচার সহিংসতা প্রতিরোধে করণীয়” বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নাগরিক নেতৃবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, এসডিজি ফোরাম সদস্যবৃন্দ, নারী নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মশালার শুরুতে শুভেচ্ছা জানান রূপান্তর-এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন এবং সমাপনী বক্তৃতা করেন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা দি এশিয়া ফাউন্ডেশনের পরিচালক ইকবাল মাহমুদ। কর্মশালায় পরামর্শক সহায়কের দায়িত্ব পালন করেণ, পিস এ্যান্ড টলারেন্স বিষয়াভিজ্ঞ শাহাদত হোসেন বাচ্চু, পীতম মুস্তফি শুভাশীষ ভট্টাচার্য।

কর্মশালায় অংশগ্রহনকারীরা গুজবসৃষ্ট অপপ্রচার এবং সহিংসতা প্রতিরোধে দলীয় কাজের মাধ্যমে গুজবের কারণ প্রতিরোধের কৌশলসহ রাজনৈতিক এবং সামাজিক ভূমিকা নির্ণয় করেন।

উন্মুক্ত আলোচনা পর্বে অংশ নেন, আওয়ামী লীগের রফিকুল রহমান রিপন, বিএনপি’মোঃ মনিরুজ্জামান মন্টু শেখ আবু হোসেন বাবু, জাপা’মোঃ হাদিউজ্জামান, ওয়ার্কার্স পার্টির দেলেয়ার উদ্দিন দিলু, সিপিবি’এইচ এম শাহাদাত, রূপসা উপজেলা ভাইস চেয়ারম্যান ধর্মীয় নেতা মাওলানা নাজমুস সউদ, তাপস ব্যানাজী, শিখা গোমেজ। এসডিজি ফোরাম নেতা এ্যাড. মোমিনুল ইসলাম, মুহাম্মদ নূরুজ্জামান, শিক্ষক আলফ্রেড রনজিত মন্ডল জুলফিকার আলী প্রমুখ।

নগর আ’লীগের বর্ধিত সভা মঙ্গলবার

খবর বিজ্ঞপ্তি

সকল ষড়যন্ত্রকে প্রতিহত এবং দলকে সুসংগঠিত করতে বর্ধিত সভা ডেকেছে খুলনা মহানগর আওয়ামী লীগ। ৩০নভেম্বর’২১ মঙ্গলবার বাদ মাগরিব খুলনা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে সভা অনুষ্ঠিত হবে। সভায় মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ, থানা, ওয়ার্ড আওয়ামী লীগ এবং মহানগর পর্যায়ের সকল সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত দলীয় কাউন্সিলরকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে আহবান জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।

 গিলাতলা ইউপি চেয়ারম্যান শিরোমণি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান

ফুলবাড়ীগেট প্রতিনিধি

শিরোমণি বাজার ব্যবসায়ী নজরুল ইসলামের স্ত্রী সোনিয়া আকতার (২২) গুরুতর অসুস্থ হয়ে গত ১৩ নভেম্বর থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সুচিকিৎসার জন্য আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম শিরোমণি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে রবিবার দুপুরে আর্থিক সহায়তা প্রদান করেন ব্যবসায়ী নজরুল ইসলাম তার স্ত্রীর সুস্থ্যতার জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন

বকেয়া পাওনা পরিশোধ মিল চালুর দাবিতে  এ্যাজাক্স   জুট  মিল শ্রমিকদের অনশন কর্মসূচি আজ

ফুলবাড়ীগেট  প্রতিনিধি

বেসরকারী পাট সুতা বস্ত্রকল  শ্রমিক কর্মচারী ফেডারেশন এ্যাজাক্স  জুট  মিলের সাধারণ শ্রমিক কর্মচারীদের উদ্যোগে  বন্ধকৃত ব্যক্তিমালিকানা জুট মিল চালু এ্যাজাক্স  জুট মিল সহ সকল মিলের চুড়ান্ত বকেয়া পাওনা পরিশোধ সহ দফা দাবীতে পুর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সোমবার সকাল ১০ টা থেকে বেলা টা পর্যন্ত এ্যাজাক্স জুট মিলের প্রধান ফটকের সামনে শ্রমিক কর্মচারী তাদের পরিবার পরিজন নিয়ে অনশন কর্মসূচি পালন করবে। অনশন কর্মসূচি সফল করার লক্ষে এক প্রস্তুতি সভা রবিবার বিকাল টায় এ্যাজাক্স জুট মিল ওয়াকার্স ইউনিয়নে  বেসরকারী পাট সুতা বস্ত্রকল  শ্রমিক কর্মচারী  ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সভায় বক্তৃতা করেন সংগঠনের সাধারন সম্পাদক গোলাম রসুল খান, মোঃ সাইফুল ইসলাম, মোঃ বক্তিয়ার, আঃ আওয়াল , বীর মুক্তিযোদ্ধা এম , এ  ওয়াহেদ মুরাদ, ইমরান মির প্রমুখ

ডুমুরিয়ায় নির্বাচনের ১৭ দিন পর কেন্দ্র থেকে ব্যলট বক্স উদ্ধার

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় ই্উপি নির্বাচনের ১৭ দিন পর এক কেন্দ্র থেকে ব্যলট বক্স উদ্ধার করা হয়েছে।গতকাল রবিবার বেলা ১২টার দিকে উপজেলার রংপুর ই্উনিয়নের রামকৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে উপজেলা সমাজসেবা ্অফিসার রির্টানিং অফিসার সুব্রত বিশ্বাস ওসি মোঃ ওবাইদুর রহমানকে সাথে নিয়ে এটি উদ্ধার করেন।রামকৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধার শিক্ষিকা কাদেরুন নেছা জানান

গতকাল সকালে বিদ্যালয় পরিস্কার পরিছন্নর সময় প্রধান শিক্ষকের টেবিলের নীচে একটি ফাঁকা ব্যলট বক্স একটি ব্যানার দেখতে পেয়ে সহকারী শিক্ষা অফিসারকে জানাই।এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সমাজসেবা ্অফিসার রির্টানিং অফিসার সুব্রত বিশ্বাস বলেন খবর পেয়ে ওসি মোঃ ওবাইদুর রহমানকে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে একটি ফাঁকা ব্যলট বক্স একটি ব্যানার উদ্ধার করা হয়েছে। ছাড়া দায়িক্তে থাকা প্রিজাইডিং অফিসার সৈয়দ ঈষা কলেজের শিক্ষক গফফার বাওয়ালীকে শোকজ থানায় একটি সাধারন ডাইরী করা হয়েছে।তিনি আরো বলেন প্রতিটি কেন্দ্রে একটি বক্স বেশি দেয়া হয় এটি সেটিই হবে,এবক্সে কোন ব্যলট ছিলনা।থাকলে কাষ্টিং ভোটের সাথে গণনার অমিল হত।এ বিষয়ে জানতে চাইলে প্রিজাইডিং অফিসার সৈয়দ ঈষা কলেজের শিক্ষক গফফার বাওয়ালী নিজেকে দুধ দিয়ে ধোয়া তুলসীর পাতা দাবি করে বলেন অনিচ্ছাকৃত ভূলের জন্য আমি দুঃখীত।

ডুমুরিয়ায় মাড়াইকৃত ধানে দূর্বৃত্তের আগুন

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় এক কৃষকের মাড়াইকৃত ধানে আগুন দিয়েছে দূর্বৃত্তরা।গত শনিবার দিবাগত রাতে ্উপজেলার উত্তর মির্জাপুর গোতলা রাস্তার উপর ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্থ কৃষক মির্জাপুর এলাকার পলাশ বাছাড় জানান শুক্রবার বিকেলে ধান মাড়াই করে রাস্তার উপর তাবু দিয়ে ঢেকে রাখি।সকালে এসে দেখি কে বা কাহারা তাবুসহ অর্ধেকের বেশী ধান পুড়িয়ে দিয়েছে।এতে তার ১০হাজার টাকার ক্ষতি হয়েছে।এটি নির্বাচোত্তর সহিংসতার জের এমনটি দাবি করে তিনি বলেন ঘটনায় আইনের আশ্রয় গ্রহন করা হবে।

দিন ভেসে থাকা বোট থেকে ১৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

খবর বিজ্ঞপ্তি

কক্সবাজার থেকে ১৪০ কিঃ মিঃ দূরে বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে আট দিন ধরে ভেসে থাকা একটি ফিশিং বোট থেকে ১৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। গত শুক্রবার (২৬-১১-২০২১) নৌবাহিনী জাহাজ অনুসন্ধান ‘এফ ভি  মরিয়ম’ নামের ফিশিং বোটটিকে জেলেসহ উদ্ধার করে। পরে বানৌজা দুর্জয় তাদেরকে রবিবার চট্টগ্রামে বোটের মালিকের ছেলের নিকট হস্তান্তর করে। উদ্ধারকৃত জেলেরা হলেন- মনির আহমেদ (মাঝি), নবাব মিয়া (নৌকার মালিকের ছেলে), সাইফুদ্দিন, সালামুতুল্লাহ, কাসেম, শাহাদৎ হোসেন, সালাউদ্দিন, আব্দুর রহিম, করিম, রবি আলম, রাসেল, আনসার, সেলিম এবং জব্বার। এরা সবাই মহেশখালি এলাকার বাসিন্দা।

উল্লেখ্য, গত ১৬ নভে¤¦২০২১ তারিখে ১৪ জন জেলেসহ ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে। পথিমধ্যে বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং ভাসমান অবস্থায় গত আট দিন সমুদ্রে অবস্থান করে। পরবর্তীতে টহল কাজে নিয়োজিত থাকা নৌবাহিনী জাহাজ অনুসন্ধান বোটে থাকা জেলেদেরকে উদ্ধার করে। জাহাজের নৌসদস্যরা উদ্ধারকৃত জেলেদের জরুরি ভিত্তিতে প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাদ্য পানি সরবরাহ করে।

বাংলাদেশ মাধ্যমিক সহকারি শিক্ষক সমিতির জেলা আহবায়ক কমিটি গঠিত

কয়রা (খুলনা) প্রতিনিধি

বাংলাদেশ মাধ্যমিক সহকারি শিক্ষক সমিতির খুলনা জেলা আহবায়ক কমিটি গঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় বিশ^ ইসলাম মিশন দাখিল মাদ্রাসার মিলনায়তনে বাংলাদেশ মাধ্যমিক সহকারি শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিমের সভাপতিত্বে ১৫ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠিত হয়। সভায় সকলের সর্বসম্মতিক্রমে বিশ^ ইসলাম মিশন দাখিল মাদ্রাসার সহঃ শিক্ষক সাবিনা ইয়াসমিন কে আহবায়ক এবং কুলোটী মাধ্যমিক বিদ্যালয়ের সহঃ শিক্ষক হিরন্য চন্দ্র মন্ডলকে সদস্য সচিব, কালনা আমিনিয়া ফাজিল মাদ্রাসার সহঃ শিক্ষক হুমায়ুন কবির কে যুগ্ম- আহবায়ক, এবং বাবুল হোসেন, আবু সালেহ, নুরুল হক, দিপক কুমার মিস্ত্রি, আফজাল হোসেন, আব্দুল্লাহ আল মামুন, মমতাজ খাতুন, আহম্মেদ তালহা, অশোক কুমার, তৃত্বীপ রায়, সেলিনা রেজা, তালুকদার তকদীর, অপূর্ব মল্লিক, অসিত মন্ডল কে যুগ্ম আহবায়ক করে ১৫ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে আত্মপ্রকাশ ঘটল মাধ্যমিক সহকারি শিক্ষকের অধিকার পূরনের লক্ষ্যে গঠিত হলো। এজন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানই।

বাগেরহাটে স্মরণসভা

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাট জেলা সিপিবির সাবেক সভাপতি কমরেড রেজাউল করিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা অনুষ্টিত হয়েছে। গতকাল বিকেলে বাগেরহাট এসি লাহা মিলনায়তনে সিপিবি, বাগেরহাট জেলা শাখার আয়োজনে এই স্মরণ সভা অনুষ্টিত হয়।

সিপিবির বাগেরহাট জেলা সভাপতি এ্যাড: তুষার কান্তি বসুর সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য দেন, সাধারণ সম্পাদক ফররুফ হাসান জুয়েল, কমরেড কাজী সোহরাপ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মানিক লাল মজুমদার, শরীফুজ্জামান শরিফ, মৃন্ময় মন্ডল, ডা: মনোজ দাস, পেয়ারা বেগম, শাহাদৎ হোসেন বাচ্চু, তুষার কান্তি দাস, সরদার আনসার উদ্দিন, আকরাম হোসেন, বি.এম সামছুদ্দোহা, খান সেকেন্দার আলী, নন্দিনী লোপা, বেল্লাল হোসেন বিদ্যা, বাগেরহাট প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি বাবুল সরদার প্রমুখ।

কমরেড রেজাউল করিমের সংগ্রামী জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বলেন, এ্যাড: রেজাউল ছিলেন ফিনিক্স পাখির মত। বার বার জেগে উঠেছেন, আমরণ প্রতিকুলতার বিরুদ্ধে শোষন মুক্তির জন্য লড়েছেন। তিনি মানুষের অধিকার আদায়ের সংগ্রামে ছিলেন সর্বদা সোচ্চার। সবচেয়ে সরব মানুষ। ব্যক্তি হিসেবে তার সকল সীমাবদ্ধতা ছাপিয়ে গিয়েছিল এই প্রতিবাদী চরিত্রের কারনে।

বাগেরহাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটে এক কেজি গাঁজাসহ মোঃ মোস্তাফিজুর রহমান মল্লিক (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।শনিবার রাতে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের উৎকুল গ্রাম থেকে তাকে আটক করে পুলিশে সোপার্দ করেন জনপ্রতিনিধি স্থানীয়রা। বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।

আটক মোস্তাফিজুর রহমান মল্লিক বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া গ্রামের মৃত লুৎফুর রহমান মল্লিকের ছেলে।

যাত্রাপুর ইউনিয়নের সদস্য শেখ মোস্তফা কামাল বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল কিছু লোক। কিন্তু কোন ভাবে তাদেরকে নিভৃত করা যাচ্ছিল। অনেকদিন ধরে আমরা তাদেরকে ধরার চেষ্টা করেছি। গতকাল রাত ১০ টার দিকে বাড়ি ফেরার পথে জন লোককে ঘোরাঘুরি করতে দেখে আমাদের সন্দেহ হয়। তাদের ধরতে গেলে দুজন পালিয়ে যায় এবং আমরা একজনকে ধরতে সক্ষম হই।তার কাছ থেকে একটি প্যাকেটে এককেজি গাজা উদ্ধার করি আমরা।পরে মোঃ মোস্তাফিজুর রহমান মল্লিককে আমরা পুলিশের কাছে সোপর্দ করি।

বাগেরহাট মডেল থানার এস. আই. মো.কামরুজ্জামান বলেন, এক কেজি গাজাসহ আমরা মোঃ মোস্তাফিজুর রহমান মল্লিক নামের এক ব্যক্তিকে আটক করেছি।তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক মোঃ মোস্তাফিজুর রহমান মল্লিককে আদালতে সোপর্দ করা হয়েছে।

ফকিরহাট শেখ হাসিনা কারিগরি কলেজের প্রভাষককে সন্মাননা

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাট শেখ হাসিনা কারিগরি মহাবিদ্যালয়ের প্রভাষক শ্যামল কুমার সাহা করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের অনলাইন পাঠদানে বিশেষ অবদান রাখায় করোনাযোদ্ধা শিক্ষক সন্মননা-২০২১”-ভূষিত হলেন। বৈশ্বিক মহামারি করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের অনলাইন পাঠদানে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরুপ তাকে এই সম্মাননা প্রদান করেন শিক্ষার আলো ডট কম অনলাইন পোর্টাল। সম্প্রতি আইডিয়াল কর্মাস কলেজ (আইসিসি), ফার্মগেট, ঢাকা এর মিলনায়তনে শিক্ষা বিষয়ক অনলাইন পোর্টাল শিক্ষার আলো ডট কম এর আয়োজনে ‘‘করোনাযোদ্ধা শিক্ষক মেলা-২০২১” করোনাকালীন সময়ে অনলাইনে পাঠদান শিক্ষকদের সন্মাননা প্রদান অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাকে সম্মাননা প্রদান করেন উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ড. উম্মে আসমা, ট্রেনিং স্পেশালিস্ট, নায়েম, ফোকাল পার্সন (ফ্যামেলি ইউনাইটেড প্রোগ্রাম)এতে বিশেষ অতিথি ছিলেন আজিম কবীর, গবেষন কর্মকর্তা-৫ (পরিকল্পনা উন্নয়ন), মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, মমতাজ আহমেদ তাজ, সাধারন সম্পাদক, শিক্ষার আলো ডট কম এর ব্যবস্থাপনা সম্পাদক শর্বরী দে রাত্রি। এসময় শিক্ষার আলো ডট কম পরিবারের সকল সদসবৃন্দ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ১৬৩জন শিক্ষক আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম, এ, মারুফ সোহেল, ‘‘করোনাযোদ্ধা শিক্ষক মেলা-২০২১” এর প্রধান পৃষ্টপোষক শিক্ষার আলো ডট কম এর নির্বাহী সম্পাদক।

উল্লেখ্য, প্রভাষক শ্যামল কুমার সাহা, আইসিটি ৪ই বাগেরহাট জেলা অ্যাম্বাসেডর, ফকিরহাট কন্ঠসর শিক্ষা সাংস্কৃতিক একাডেমির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কার্যক্রমের সাথে জড়িত। তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ সালে উপজেলা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কারিগরি) নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন। প্রভাষক শ্যামল কুমার সাহা বলেন, করোনাযোদ্ধা শিক্ষক মেলা-২০২১-অংশগ্রহণ সন্মননা পেয়ে তার কাজের প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। তিনি মনে করি করোনাযোদ্ধা শিক্ষক সন্মাননা পেয়ে আমার কাজের দায়িত্ব আরও বেড়ে গেছে।

পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি  অজিত, সম্পাদক অনাদী নির্বাচিত

পাইকগাছা প্রতিনিধি।।

পাইকগাছায় উৎসব মুখর পরিবেশে আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি  অজিত কুমার মন্ডল সম্পাদক অনাদী কৃষ্ণ মন্ডল নির্বাচিত হয়েছে। রবিবার সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত সমিতির কর্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। এসময় আইনজীবী সমিতির ৬৮ জন ভোটারের মধ্য ৬৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি জি এম আক্কাছ আলী এম এম ইদ্রিসুর রহমান, যুগ্ন সম্পাদক মোঃ আব্দুল মজিদ গাজী, ক্রিয়া সমাজকল্যাণ সম্পাদক পদে বিজয় কৃষ্ণ মন্ডল, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদে সরদার সুবেহ সাদিক, নির্বাহী সদস্য পদে সমীর কুমার বিশ্বাস, মোঃ একরামুল হক বিশ্বাস মোঃ নজির আহম্মদ, বিনা প্রতিদ্বন্দ্বীতায় লাইব্রেরী সম্পাদক পদে মোহ্তাছিম বিল্লাহ নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন এ্যাড শফিকুল ইসলাম কচি, সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শেখ বারিকুল ইসলাম রেখা রানী বিশ্বাস।

পাইকগাছায় চেয়ারম্যান কাজলকে এ,বি,ডি,পি, মাধ্যমিক বিদ্যালয় সংবর্ধনা দিয়েছেন

পাইকগাছা প্রতিনিধি।।

 পাইকগাছায় লতা ইউনিয়নের নবনির্বচিত চেয়ারম্যানকে এ,বি,ডি,পি, লতা এম, এম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ছাত্র ছাত্রী বৃন্ধ সংবর্ধনা প্রদান করেছে। রবিবার সকালে স্কুল ভবনে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি ইউনিয়ন চেয়ারম্যান এ ,বি, ডি,পি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি কাজল কান্তি বিশ্বাস। বিশেষ অতিথী ছিলেন লতা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান মঙ্গল চন্দ্র মন্ডল, ইউপি সদস্য বাবলু সরদার, স্বপন মন্ডল, সংরক্ষিত মহিলা সদস্য রিনা পারভিন, চম্পা বেগম, লতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি প্রকাশ চন্দ্র সরকার,  ইউনিয়ন আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক কালিপদ বিশ্বাস, আওয়ামীলীগ নেতা অনিল সরকার, দিলীপ রায়, দীনেশ মন্ডল, প্রাণ কৃষ্ণ মন্ডল, নব কুমার মন্ডল, গোবিন্দ মন্ডল, দিলীপ দাস, বিপুল বিশ্বাস, গৌতম রায়, যুবনেতা রথীন্দ্রনাথ বিশ্বাস, প্রণব মন্ডল, মৃগাঙ্গ বিশ্বাস, হিরামন বিশ্বাস, লতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি বিদ্যুৎ কুমার মন্ডল, ছাত্রনেতা দীপায়ন বিশ্বাস, আশিক সরকার, অমৃত লাল সরকার অত্র বিদ্যালয়ের শিক্ষক –শিক্ষিকা এবং অভিভাবক ছাত্র-ছাত্রীবৃন্দ।

রামপালে সিডিপি’ফ্রী মেডিকেল ক্যাম্প

স্টাফ রিপোর্টার

রামপালে স্ট্রেংদেনিং পিপল একশন অন ক্লাইমেট রিক্স রিডাকশন এন্ড এনার্জি এফিসিয়েন্সি (স্পেস) প্রোগ্রামের আওতায় গ্রামীন জনগোষ্ঠীর স্বাস্থ্য ঝুকি হ্রাসে শনিবার রাতে বিনামূল্যে এক চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। কোস্টল ডেভেলপমেন্ট পাটর্নারশীপ (সিডিপি)’আয়োজনে ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড এর সহযোগিতায় চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা প্রদান বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। চিকিৎসা প্রদান করেন রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টিএইচও ডাক্তার সুকান্ত কুমার পাল। সময় উপস্থিত ছিলেন সিডিপি’উপদেষ্টা রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ আ. জলিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, সিডিপি’বিভাগীয় সমন্বয়কারী এস,এম ইকবাল হোসেন বিপ্লব, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, সবুর রানা, সাংবাদিক মো. বজলুর রহমান, সাংবাদিক মোতাহার মল্লিক, সিডিপি’এস,এম, রহিম, শাহনাজ সুলতানা পলি, কৃষ্ণা রানী দে প্রমুখ। ক্যাম্পে ৭৫ জন রোগীকে চিকিৎসা সেবা ঔষধ প্রদান করা হয়।

মোংলায় এক বৃদ্ধের জায়গা জবর দখল করে প্রতিপক্ষের পুকুর খনন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলায় ৪০ বছর ধরে ভোগ দখলে থাকা বৃদ্ধের জায়গা জবর দখল করে সেখানে পুকুর খননের অভিযোগ পাওয়া গেছে প্রতিবেশী প্রতিপক্ষের বিরুদ্ধে। জায়গা দখল করে পুকুর খননে বাঁধা দেয়া প্রতিপক্ষের হুমকি-ধামকি ভয়ভীতি ঘর ছেড়ে এখন অন্যত্র পালিয়ে বেড়াচ্ছেন ওই বৃদ্ধ। নিজ জমি ফিরে পেতে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় লিখিত অভিযোগও দিয়েছেন বৃদ্ধ।

উপজেলা প্রশাসন থানায় দায়েরকৃত অভিযোগে জানা যায়, উপজেলার চিলা ইউনিয়নের বৈদ্যমারী এলাকার জে,এল-১৩ নম্বর বৈদ্যমারী মৌজায় ১/নম্বর খতিয়ানভুক্ত দশমিক একর বাস্তবাড়ীর মধ্যে বিআরএস ৭০ নম্বর দাগের ২৫ শতক জমিতে দীর্ঘ ৪০ বছর ধরে বসবাস করে আসছেন আনোয়ার হোসেন (৭০)সর্বশেষ জরিপেও আনোয়ার হোসেনের নামেই এই জমির দখল উল্লেখ রয়েছে। কিন্তু শনিবার দুপুরে প্রতিবেশী প্রতিপক্ষ নুরুল হক নুরুল হকের ছেলে নাছির লোকজন নিয়ে আনোয়ার হোসেনের ওই জমি নিজের দাবী করে সেখানে পুকুর খনন শুরু করে। এতে বাঁধা দিলে প্রতিপক্ষ নুরুল হক নাছির বৃদ্ধ আনোয়ার হোসেনকে হুমকি-ধামকি ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে জোরপূবক তাড়িয়ে দেয়। এরপর অসহায় বৃদ্ধ ঘটনায় শনিবার বিকেলে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

বৃদ্ধ আনোয়ার হোসেন বলেন, আমি ৪০ বছর ধরে ২৫ শতক জমিতে ঘরবাড়ী করে বসবাস করে আসছি। হঠাৎ করে নুরুল হক তার ছেলে নাছির আমার বসতঘরটুকু বাদে বাকী জায়গার উপর পুকুর কাটতে শুরু করে। আমি বাঁধা দিলে তারা উল্টো আমাকে প্রাণে মারার হুমকি দিয়ে বাড়ী থেকেই বের করে দিয়েছে। এখনও (রবিবার) তারা সেখানে বিশাল পুকুর খনন করছে। আর পুকুরের তোলা মাটি আশপাশে বিক্রি করছে। আমি কি করবো, থানায় অভিযোগ দিয়ে এসেছি, দেখি কি হয়।

বিষয়ে নাছির বলেন, এখানে যদি আনোয়ার হোসেনের কোন জায়গা থাকে তাহলে সে খুচে নিয়ে যাক, আমাদের জায়গায় আমরা পুকুর কাটছি।

মোংলা থানার এসআই অমিত বিশ্বাস বলেন, অভিযোগের বিষয়টিতে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খুবি অফিসার্স কল্যাণ পরিষদের নির্বাচন ২২ ডিসেম্বর

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদ নির্বাচন-২০২১ এর তফশীল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ০৬ ডিসেম্বর খসড়া সদস্য (ভোটার) তালিকা প্রকাশ, ০৮ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ০৯ ডিসেম্বর সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ, ১২ ডিসেম্বর সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্তÍ মনোনয়নপত্র জমাদান, ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৫ ডিসেম্বর বেলা ১টা পর্যন্ত, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৫ ডিসেম্বর বিকাল ৪টা। ভোট গ্রহণ আগামী ২২ ডিসেম্বর দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। নির্বাচন সম্পন্ন হওয়ার পরপরই ভোট গণনা শুরু হবে এবং ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে।

খুবির ইউআরপি ডিসিপ্লিনের কর্মচারী রফিকুল ইসলামের মায়ের মৃত্যুতে উপাচার্যের গভীর শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনে কর্মরত জিআইএস ল্যাব সহকারী মোঃ রফিকুল ইসলামের মাতা জয়নূর বেগম গত শুক্রবার দিবাগত রাত ১২টায় দৌলতপুরের মহেশ্বরপাশাস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯০ বছর। তিনি চার ছেলে, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। গত শনিবার বাদ যোহর বায়তুল কোবা জামে মসজিদ ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে তাকে যোগীপোল কবরস্থানে দাফন করা হয়।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন নগর গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনে কর্মরত জিআইএস ল্যাব সহকারী মোঃ রফিকুল ইসলাম এর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমার রুহের শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, বিজ্ঞান, প্রকৌশল প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. আফরোজা পারভীন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, নগর গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ আশিক-উর-রহমানসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।

খুবির মেডিকেল সেন্টারে শিক্ষক-শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরী চিকিৎসা কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী শিক্ষার্থীদের কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধকল্পে আস্ট্রাজেনেকা ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে। রবিবার সকাল ১০টায় এই ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়। উপস্থিত থেকে সূচনা কার্যক্রম প্রত্যক্ষ করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। এসময় চিফ মেডিকেল অফিসার ডা. কানিজ ফাহমিদা, সহকারী ছাত্র বিষয়ক পরিচালক মোঃ সোহেল পারভেজ প্রসেনজিৎ তরফদার উপস্থিত ছিলেন।

প্রথম দিনে যে সকল শিক্ষার্থী নিবন্ধনের পরও ভ্যাকসিনের অপেক্ষায় ছিলেন এবং যারা এক ডোজ ভ্যাকসিন নিয়েছেন তারা পরবর্তী ডোজ নেওয়ার জন্য বিপুল আগ্রহে মেডিকেল সেন্টারে যান এবং স্বাস্থ্যবিধি মেনে ভ্যাকসিন গ্রহণ করেন। এছাড়া শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদেরও অনেকে একই উদ্দেশ্যে সেখানে ভ্যাকসিন গ্রহণে যান।

শিক্ষার্থীরা জানায়, তাদের মধ্যে বাকি যারা নিবন্ধন করেও ভ্যাকসিন নিতে পারেন নি বা এক ডোজ নিয়েছেন আরেক ডোজ বাকি ছিলো তাদের জন্য বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসেই ভ্যাকসিন গ্রহণের এই সুযোগ করায় খুবই ভালো হয়েছে। তাদের সময় নষ্ট হচ্ছে না, তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানান।

করোনার টিকা গ্রহণ মাস্ক পরতে উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধন করেছেন সিটি মেয়র

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক রোববার করোনাকালে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ এবং মাস্ক পরতে উদ্বুদ্ধকরণ বিষয়ক স্টিকার ইজিবাইকের পিছনে সেঁটে দিয়ে জনসচেতনীকরণ কর্মসূচির উদ্বোধন করেছেন।

দি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় এবং রূপান্তরের বাস্তবায়নে “খুলনা মহানগরে বসবাসরত প্রান্তিক জনগোষ্ঠীর কোভিড-১৯ অন্যান্য জরুরী পরিস্থিতিতে তাদের সহনশীলতা শক্তিশালীকরণ” প্রকল্পের আওতায় আজ বিকেল সাড়ে চারটায় নগর ভবনের সামনের চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন। সে সময়ে সেখানে উপস্থিত ছিলেন রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ কেসিসি’বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

দৌলতপুর প্রাইমারী স্কুলে বাল্য বিবাহ প্রতিরোধে আলোকবর্তিকা

খবর বিজ্ঞপ্তি

‘‘বাল্য বিবাহকে না বলি, আঠারোর আগে বিয়ে নয়, আমরা করবো জয়’’- এই শ্লোগানকে সামনে রেখে প্রজেক্ট উই’আয়োজনে সাতক্ষীরায় বাল্য বিবাহ প্রতিরোধে আলোকবর্তিকা নামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে দৌলতপুর সরকারি প্রাইমারী স্কুলের সভাপতি বিকাশ চন্দ্র সরকারের সভাপতিত্বে স্কুল প্রাঙ্গণে আলোকবর্তিকা সভা অনুষ্ঠিত হয়।

প্রজেক্ট উই’এর ক্রিকেটিভ টিমের কো-হেড মৌমিতা কর্মকার অ্যাম্বাসেডর নাহরুমা শাহতাজ সোমী এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউন্সিলর অনিমা রাণী মন্ডল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের শিক্ষা মানব সম্পাদক বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি। এছাড়াও বক্তব্য রাখেন প্রজেক্ট উই’হেড অনিসা বিশ্বাস ম্যানেজিং ডিরেক্টর উজ্জ্বল শাহ। এসময় স্কুলের প্রধান শিক্ষক মোমিনুর রহমান, সহকারী শিক্ষক সানজিদা খাতুন, প্রজেক্ট উই’অ্যাম্বাসেডর নাইমুল ইসলাম নাইমসহ স্কুলের অন্যান্য শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দ ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানের তত্ত্বাবধান করেন প্রজেক্ট উই হেড অব সাতক্ষীরার তাসনিয়া তাহসিন তুষ্টি।

বক্তারা বলেন, আজকের কিশোর-কিশোরী আগামী দিনের ভবিষ্যৎ। অথচ সেই কিশোরীদের বোঝা কমাতে পরিবারের প্রধানরা বাল্য বিবাহে আগ্রহ দেখায়। এই বাল্য বিবাহ এখন ক্যান্সারের মতো মহামারি রুপ নিয়েছে। এতে করে প্রতিনিয়িত কিশোরীরা স্বাস্থ্য সমস্যায় ভুগছেন এবং কয়েক মাস পরেই তারা স্বামী সংসার থেকে বিতাড়িত হয়ে বাবার সংসারে জায়গা করে নিচ্ছেন। ফলশ্রুতিতে সংসারে অশান্তি গোলোযোগ লেগেই থাকছে। সম্প্রতি জেলায় বাল্য বিবাহের হার ৭৭ শতাংশেরও অধিক। এই হার কমাতে হলে সকল অভিভাবকদের সচেতন হতে হবে। কিশোরীদের সু-শিক্ষায় শিক্ষিত করতে হবে। তাহলে এটি রোধ সম্ভব। আর সেটি করতে ব্যর্থ হলে সমাজে নানা বিশৃঙ্খলা নেমে আসবে। তাই সকল অভিভাবকরা তাদের সন্তানদের বাল্য বিবাহ না দেওয়ার শপথ করেন।

যশোরের শার্শা উপজেলায় ইউপি নির্বাচনে ভরাডুবি হলো নৌকার : টিতে নৌকা, টিতে বিদ্রোহীরা জয়ী

বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলায় ইউপি নির্বাচনে ভরাডুবি হলো নৌকার। ১০টি ইউনিয়নের নির্বাচনে ৫টিতে নৌকা জিতেছে। বাকি ৫টিতে জয় পেয়েছে বিদ্রোহীরা। এর আগে টি ইউনিয়নে বিদ্রোহীরা নির্বাচন থেকে সরে দাঁড়ান।

আজ রোববার বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করা হয়। বিজয়ীরা হচ্ছেন, বাগআচড়া ইউনিয়নে – আব্দুল খালেক ( বিদ্রোহী) , পুটখালি ইউনিয়নে –অব্দুল গফ্ফার ( নৌকা), গোগা ইউনিয়নে- তবিবর রহমান তবি ( বিদ্রোহী), কায়বা ইউনিয়নে –আলতাফ হোসেন ( বিদ্রোহী),উলাশী ইউনিয়নে- রফিকুল ইসলাম ( নৌকা), শার্শা ইউনিয়নে-কবির উদ্দিন তোতা  (নৌকা), বাহাদুরপুর ইউনিয়নে-মো: মফিজুর রহমান (বিদ্রোহী), নিজামপুর ইউনিয়নে-সেলিম রেজা বিপুল ( বিদ্রোহী), লক্ষনপুর ইউনিয়নে -(নৌকা), ডিহি ইউনিয়নে – (বিদ্রোহী)শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা জানান, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়াই শার্শায়  সুষ্ঠু নির্বাচন হয়েছে। তবে জাল ভোট দেবার অভিযোগে জনকে আটক করা হয়েছে।

মেডিকেলে সামনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সমাবেশ হ্যান্ডবিল বিতরণ

খবর বিজ্ঞপ্তি

ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীদের পুর্নবাসন করার দাবি ‘‘গরীবদের বাঁচাও, দুনিয়ার মজদুর এক হও, শ্রমিকশ্রেণীসহ শোষিত-নিপীড়িত শ্রেণীকে মুক্ত কর’’ এই স্লোগান হৃদয়ে লালনের মাধ্যমে সাতক্ষীরা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সামনে অবস্থিত সড়কের ধারের ভাসমান দোকান উচ্ছেদের প্রতিবাদে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এক সমাবেশ হ্যান্ডবিল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় মেডিকেলের সামনে অনুষ্ঠিত সমাবেশ হ্যান্ডবিল বিতরণে বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব মুনসুর রহমান, ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ী শরীফ, রবিউল ইসলাম, পিয়ার মুন্সী প্রমূখ। এসময় ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ী নুর ইসলাম, মিজানুর রহমান মিজান, আকবর, রশিদ, সোহাগ, বাবু, সালাম, শিমুল, সাংবাদিক আবু বক্কর সিদ্দিকী প্রমূখ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জীবন অতিষ্ঠ। করোনা আতঙ্ক মনের মধ্যে না থাকলেও আমাদের ভাসমান দোকান উচ্ছেদ করে দেওয়ার আতঙ্ক সর্বদা বিরাজমান। আমরা প্রায় ৩৫ জন ভাসমান দোকানদার এই সড়কের ধারে দোকান বানিয়ে কোনো রকমে ব্যবসা করে খাচ্ছি। কিন্তু প্রত্যেক মাসে অনন্ত একবার আমাদের দোকান ভেঙ্গে দেওয়ার হুমকি দেয় স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা। আমাদের দোকানে তো অনেক টাকার মালামাল রয়েছে। ওই মালামাল মেডিকেলে ভর্তি রোগীর আত্মীয়-স্বজনদের কাছে বিক্রি করি আমরা। করোনা মহামারীর দিনগুলো কাটিয়ে এখন কিছুটা স্বাচ্ছন্দে আছি আমরা। অথচ তা তাদের সহ্য হয় না। আমাদের এভাবে বারবার না তাড়িয়ে গুলি করে মেরে ফেলুক। তাহলে দোকানও থাকবে না আর আমাদের তাড়াতেও হবে না। প্রশাসন জেলার সুশীল সমাজের প্রতিনিধিরা পরামর্শ করে আমাদের জন্য একটি হর্কাস মাকের্ট তৈরি করার উদ্যোগ গ্রহণ করুক। আর সেটি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যর্থ হলে সাতক্ষীরার অধিকার বঞ্চিত শ্রমিকশ্রেণীসহ শোষিত-নিপীড়িত শ্রেণীর সকল মানুষকে সাথে নিয়ে একটি বৃহৎ ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করে নিতে বাধ্য হবো আমরা বলে জানান বক্তারা।

কালীগঞ্জ ইউপি ভোট: নৌকা- জন, আ’লীগ বিদ্রোহী- স্বতন্ত্র –

বিশেষ প্রতিনিধি

প্রশাসনের কড়া নজরদারির মধ্যে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই রোববার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের ভোট সম্পন্ন হয়েছে। নির্বাচনের ফলাফলে নৌকা বিদ্্েরাহী- ও  স্বতন্ত্র – জন পাশ করেছেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, বেসরকারীভাবে ফলাফলে চেয়ারম্যান পদে বিজয়ীরা হয়েছেন নং সুন্দপুর দূর্গাপূর ইউনিয়নে ওহিদুজ্জামান ওদু (নৌকা) (বিনাপ্রতিদ্বন্দিতায় ), নং জামাল ইউনিয়নে মোদাচ্ছের হোসেন মন্ডল (নৌকা), নং কোলা ইউনিয়নে আলাউদ্দিন আল আজাদ (বিদ্রোহী (আনারস), নং নিয়ামতপুর ইউনিয়নে রাজু আহম্মেদ রনি লস্কর (নৌকা), নং সিমলা রোকনপুর ইউনিয়নে নাছির চৌধুরী (নৌকা), নং ত্রিলোচনপুর ইউনিয়নে হিজড়া সম্প্রদায়ের নজরুল ইসলাম রিতু (স্বতন্ত্র আনারস প্রতিক), নং রায়গ্রাম ইউনিয়নে আলী হোসেন অপু (আ’লীগ নৌকা) (বিনাপ্রতিদ্বন্দিতায় ), নং মালিয়াট ইউনিয়নে আজিজুল খাঁ (বিদ্রোহী আনারস প্রতিক), নং বারবাজার ইউনিয়নে আবুল কালাম আজাদ (নৌকা) (বিনাপ্রতিদ্বন্দিতায়), ১০ নং কাষ্টভাঙ্গা ইউনিয়নে আয়ুব হোসেন খান (নৌকা) ১১ নং রাখালগাছী ইউনিয়নে মহিদুল ইসলাম মন্টু (আ’লীগ নৌকা)

উপজেলার ১১টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা লাখ ৮৭ হাজার ৮২৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯৫ হাজার ৩৭৪ জন এবং নারী ভোটার ৯২ হাজার ৪৫১ জন। এবারে ইউপি চেয়ারম্যান পদে ২৯ জন, পুরুষ সদস্য পদে ৩১৫ জন সংরক্ষিত নারী সদস্য পদে ৯৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

দেবহাটায় ৫টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসাবে বিজয়ী হলেন যারা

কে এম রেজাউল করিম দেবহাটা

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। ২৮ নভেম্বর রবিবার সকাল টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।ভোটে দেবহাটা ৫টি ইউনিয়নের মধ্যে ১টি ইউনিয়নের নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন, ১টিতে বিদ্রোহী, ২টিতে স্বতন্ত্র প্রার্থী , ১টিতে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছেন।বিজয়ী চেয়ারম্যানরা হলেন,১নংকুলিয়া বিদ্রোহী আছাদুল হক (ঘোড়া) ২নং পারুলিয়া ইউনিয়ন বিএনপি প্রার্থী দেবহাটা উপজেলা বিএনপি’সাধারণ সম্পাদক গোলাম ফারুক (বাবু)(আনারস) মনোনীত, ৩নংসখিপুর ইউপিতে  স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম (মটরসাইকেল ) নোয়াপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন (সাহেব আলী) (নৌকা )দেব হাটা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মতিন বকুল (চশমা )প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন

অসুস্থ যুবলীগ নেতার পিতার শয্যাপাশে জেলা আওয়ামী লীগ নেতা জামাল

খবর বিজ্ঞপ্তিঃ

খুলনা জেলা যুবলীগের সদস্য তালিউর রহমান সানির পিতা মাস্টার আমানত আলী গুরুতর অসুস্থ হয়ে খুলনার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন। তার অসুস্থতার খবর শুনে গতকাল হাসপাতালে ছুটে যান খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জেলা যুবলীগ সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল। এসময় তিনি কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলেন এবং তার চিকিৎসার সার্বিক খোজখবর নেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ জামিল খান, যুবনেতা সরদার জাকির হোসেন, মাহাফুজুর রহমান সোহাগ, স্বেচ্ছাসেবক লীগ নেতা বিধান চন্দ্র রায়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, কবির আহমেদ মনা, তানভীর রহমান আকাশ, চিশতি নাজমুল বাসার, রাকিবুল ইসলাম সুমন, রাকিবুল প্রমুখ। 

রায় ঘোষণা না হওয়ায় যা বললেন আবরারের মা

 কুষ্টিয়া প্রতিনিধি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় ঘোষণার তারিখ পিছিয়েছেন আদালত। রোববার ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান আগামী ডিসেম্বর দিন নির্ধারণ করেন।  রায় ঘোষণা না হওয়ায় ক্ষুব্ধ আবরার ফাহাদের পরিবার। আবরারের মা রোকেয়া খাতুন বলেন, আবরার হত্যা ছিল স্মরণকালের ভয়াবহ নিকৃষ্টতম মৃত্যু। এজন্য সারা দেশবাসী রায়ের দিকে তাকিয়ে ছিল। হয়তো কোনো সমস্যার কারণে আদালত আজ রায় দেননি। তবুও আমি আদালতের ওপর সম্মান রেখেই বলছি, আর যেন রায়ের তারিখ পেছানো না হয়। আগামী ডিসেম্বর যেন রায় দেওয়া হয় এবং সেই রায়ে সবার যেন সর্বোচ্চ শাস্তি হয়। ছেলের হত্যার রায় শোনার অপেক্ষায় সকাল থেকেই সব কাজ শেষ করে টিভির পর্দার সামনে বসেছিলেন আবরারের মা রোকেয়া খাতুন। দুপুর ১২টায় টিভির খবরের শুরুতেই আবরারের খবর দেখে চোখে পানি ধরে রাখতে পারেননি মা রোকেয়া খাতুন। টিভিতে ছেলের হত্যাকারীদের পুলিশ আদালতে নিয়ে যচ্ছে দৃশ্যটি দেখেই অঝোরে কাঁদতে থাকেন তিনি। পাশে বসে ছিল আবরারের ছোটভাই আবরার ফাইয়াজ, কাকা আমিরুল ইসলাম, মামা আব্দুল কাদের কাকি মামি।

সোয়া ১২টার দিকে আবরারের ছোটভাই ফাইয়াজের মোবাইলে ফোন আসে বাবা বরকত উল্লাহর। ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে আবরারের বাবা জানান রায় ঘোষণা হচ্ছে না। আগামী ডিসেম্বর রায় ঘোষণা হবে। সময় পাশেই বসে থাকা রোকেয়া খাতুন কান্নায় ভেঙে পড়েন।

সময় তিনি সাংবাদিকদের ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় জানান, বড় আশা করছিলাম আজ আবরার হত্যার রায় হবে। খুনিদের উপযুক্ত শাস্তির কথা শুনব; কিন্তু রায় না হওয়ায় আমরা সাংঘাতিক কষ্ট পেলাম।

তিনি আরও বলেন, আসামিদের কঠোর শাস্তি হওয়া দরকার, যাতে শিক্ষাপ্রতিষ্ঠানে আর ধরনের হত্যাকা-  সংঘটিত না হয়। তিনি প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী সংশ্লিষ্ট আদালতের বিচারকের প্রতি উপযুক্ত শাস্তির দাবি জানান।

আবরারের ভাই ফাইয়াজ জানান, রায় ঘোষণা না হওয়ার কারণ বলতে পারব না। তবে রায় যখনই হোক উপযুক্ত শাস্তির রায় হবে বলে আশা করছি। আজ রায় ঘোষণা না হওয়ায় আমরা দারুণভাবে মর্মাহত।

তেরখাদায় নির্বাচনী সহিংসতায় আহত একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার

খুলনায় তেরখাদায় উপজেলার মধুপুর ইউনিয়নের কোলা গ্রামে নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের পিটুনিতে আহত নৌকা প্রতীকের সমর্থক বাবুল শিকদার মারা গেছেন। রোববার সকাল ৬টার দিকে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। শনিবার রাত সাড়ে ১১টায় তাকে পিটিয়ে আহত করা হয়। নিহত বাবুল শিকদার পেশায় কৃষক। তিনি আওয়ামী লীগের একজন কর্মী ছিলেন। তেরখাদা থানার ওসি জহুরুল আলম জানান, শনিবার রাত সাড়ে ১১ টার দিকে বাবুল শিকদার একই গ্রামের দীনেশের বাড়িতে নৌকা প্রতীকের পক্ষে ভোট চাইতে যান। সময় প্রতিদ্বন্দ্বী অপর এক প্রার্থীর সমর্থক বাবর আলীর নেতৃত্বে ৪/জন তার মাথায় মুখে পিটিয়ে গুরুতর আহত করে। রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রোববার সকালে তার মৃত্যু হয়।  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহের ময়নাতদন্ত করা হয়। দুপুর দুইটায় নিহতের বাড়ি গিয়ে দেখা যায়, কিছুক্ষণ আগে মরদেহ বাড়ির উঠানে নিয়ে রাখা হয়েছে। মরদেহ ঘিরে নিহতের স্ত্রী সুফিয়া বেগম, মা ঝিকরিয়া বেগম বোন পান্না বেগমসহ স্বজনরা আহাজারি করছেন। 

নিহতের স্ত্রী সুফিয়া বেগম বলেন, আলাউদ্দিন (৯), আফিয়া (৬) বর্ষা (৪) নামে তার তিনটি সন্তান রয়েছে। এখন তাদের কী হবে।

তেরখাদা থানার ওসি জহুরুল আলম জানান, হত্যার ঘটনার পর হামলাকারীরা আত্মগোপন করেছে। তাদেরকে আটক করার জন্য অভিযান চালানো হচ্ছে। সন্ধ্যা টায় জানাজা শেষে মরদেহ দাফনের কথা রয়েছে।

অন্যদিকে খুলনা তেরখাদা উপজেলার ৬টি রূপসা উপজেলার একটি ইউনিয়নের ৬৮টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল অনেক। তবে দুপুর একটা থেকে তিনটা পর্যন্ত ভোটারদের উপস্থিতি কম থাকলেও তিনটার পর আবার ভোটারদের উপস্থিতি বেড়ে যায়। নির্বাচনে বড় ধরনের অনিয়মের খবর পাওয়া যায়নি।

দেশীয় অস্ত্রসহ প্রার্থীর ছেলে আটক:

এদিকে খুলনায় ভোট কেন্দ্র থেকে দেশীয় অস্ত্রসহ শামীম ফকির (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার সকাল ৯টার দিকে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের পুটিমারি এলাকার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। আটক শামীম ফকির নং ঘাটভোগ ইউনিয়নের নং ওয়ার্ড ইউপি সদস্য প্রার্থী আসাদ ফকিরের ছেলে। রূপসার থানার ওসি সরদার মোশাররফ হোসেন জানান, ওই কেন্দ্রে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ হয়েছে। বিকাল ৪টায় খুলনার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম জানান, সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। গড়ে ৭০ থেকে ৭৫ শতাংশ ভোট পড়েছে।

মহানগর জেলা বিএনপির যৌথ সভা সংবাদ সম্মেলন আজ

খবর বিজ্ঞপ্তি।।

বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি দেয়ার দাবিতে কেন্দ্রীয় বিএনপির কর্মসুচির অংশ হিসেবে ৩০ নভেম্বর খুলনা বিভাগীয় শহরের সমাবেশ সফলের লক্ষ্যে আজ সোমবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় খুলনা মহানগর জেলা বিএনপির যৌথ সভা এবং দুপুর ১২টায় যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। যৌথ সভায় সকল থানা, উপজেলা, ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দকে এবং সংবাদ সম্মেলন সকল টেলিভিশন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের যথা সময়ে উপস্থিত হওয়ার জন্য আহবান জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, জেলা সভাপতি এড. শফিকুল আলম মনা মহানগর সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা সাধারন সম্পাদক আমির এজাজ খান।

খালিশপুর থানা বিএনপির প্রস্তুতি সভা

খবর বিজ্ঞপ্তি।।

বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি দেয়ার দাবিতে কেন্দ্রীয় বিএনপির কর্মসুচির অংশ হিসেবে ৩০ নভেম্বর খুলনা বিভাগীয় শহরের সমাবেশ সফলের লক্ষ্যে খালিশপুর থানা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় নিউজপ্রিন্ট মিল গেটস্থ খালিশপুর থানা বিএনপির কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।

খালিশপুর থানা বিএনপির সভাপতি এড. ফজলে হালিম লিটনের সভাপতিত্বে সভা থেকে যে কোন পরিস্থিতি মোকাবেলা করে সবোর্চ্চ ত্যাগের বিনিময়ে হলেও সমাবেশ সফল করার জন্য সর্বস্তরের সকল নেতাকর্মি খালিশপুরবাসীকে আহবান জানানো হয়। সভায় ২২ নভেম্বর খুলনা মহানগর জেলা বিএনপির শন্তিপুর্ন সমাবেশে পুলিশি হামলা, নেতাকর্মিদের গ্রেপ্তার মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

খালিশপুর থানা বিএনপির যুগ্ম-সম্পাদক সাবেক ছাত্রনেতা কাজী শফিকুল ইসলাম শফির পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম, মো. নিজাম উর রহমান লালু, মো. সামসুর রহমান, জহর মীর, কাজী আব্দুল লতিফ, মো. আশরাফ হোসেন, এইচ এম আবু সালেক, শেখ জাকির হোসেন, ইমতিয়াজ আলম বাবু, কাজী শাহনেওয়াজ নীরু, মনিরুজ্জামান মনির, ফকির শহিদুল ইসলাম, আলমগীর হোসেন বাদশা, মিজানুর রহমান খোকন, কাজী ইকরাম মিন্টু, এস এম জসিম উদ্দিন, কাজী ফজলুল কবির টিটো, বাবুল মুন্সি, নুরে আব্দুল্লাহ, শহিদুল ইসলাম, বারেক হাওলাদার, মো. জাকির হোসেন, জাফর হাওলাদার, হৃদয়, হাশেম, কাজী তারা, সেলিম কাজী, শাহনাজ পারভীন, সেলিম হোসেন, আবুল কালাম, আসাদ, মনসুর আলী বাবলু, ইসমাইল হোসেন, করীম বাবুল, মঞ্জুরুল ইকবাল টিটো, হেমায়েত উদ্দিন, মহিউদ্দিন বাবু, তসির উদ্দিন, মুজাম কমান্ডার, লাভলু শেখ  প্রমুখ।    

বেনাপোলে বিদেশি অস্ত্র গুলি উদ্ধার

বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোল পোর্ট থানার দূর্গাপুর গ্রামের একটি বাড়ি থেকে বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুটি ম্যাগাজিন তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব। রবিবার (২৮ নভেম্বর) দুপুরে এসব অস্ত্র গুলি উদ্ধার করা হয়।

যশোর র‌্যাব-৬-এর লেফটেন্যান্ট কমান্ডার নাজিউর রহমান জানান, বেনাপোল পোর্ট থানার দূর্গাপুর গ্রামের বাদশা মল্লিকের পাঁচতলা ভবনের বাড়ির নিচতলার একটি ঘরের অস্ত্র বেচাকেনা হচ্ছে– এমন সংবাদে অভিযান পরিচালনা করা হয়। সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক বাদশা মল্লিক (৫০) কৌশলে পালিয়ে যান। উদ্ধার আলামত বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে পলাতক আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, পলাতক বাদশা মল্লিকের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

এক মাসেও ক্লুলেস কয়রার ট্রিপল মার্ডার

কয়রা প্রতিনিধি

ছয়জনকে গ্রেফতার করার পরও ক্লুলেস রয়ে গেছে খুলনার কয়রা উপজেলার বাগালি ইউনিয়নের বাবা-মা মেয়েকে নৃশংসভাবে হত্যাকা-ের ঘটনা। এমনকি তিনজনকে কোথায় হত্যা করা হয়েছে সেটাও রয়েছে রহস্যাবৃত্ত। এরইমধ্যে ট্রিপল মার্ডারের এক মাসেরও বেশি সময় অতিবাহিত হয়েছে। ২৬ অক্টোবর কয়রা উপজেলার বাগালী ইউনিয়ন পরিষদের পাশের বাসিন্দা মৃত আব্দুল মাজেদ গাজীর পুকুর থেকে উদ্ধার করা হয় তারই ছেলে হাবিবুল্লাহ গাজী (৩৩), ছেলের স্ত্রী বিউটি খাতুন (২৫) নাতনি হাবিবা খাতুন টুনির (১৩) ক্ষতবিক্ষত মরদেহ।

পুলিশ সূত্রে জানা যায়, এই ট্রিপল মার্ডারের পর বেশ কয়েকজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে শত্রুতা ছিলো এমন কয়েকজনকে থাকায় ঘটনার দিন পুলিশ হেফাজতে নেয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে হত্যা মামলায় বামিয়া গ্রামের মৃত কওছার গাজীর ছেলে জিয়াউর রহমান জিয়া (৪১), কুদ্দুস গাজীর স্ত্রী সুলতানা (৩৮) মহেশ্বরীপুর ইউনিয়নের ভাগবা গ্রামের মৃত মোকছেদ আলী সরদারের ছেলে আ. খালেককে (৬৫) আটক দেখিয়ে কয়রা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়ে দিনের রিমান্ডের আবেদন জানালে বিচারক শুনানি শেষে দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে রিমান্ডে কোনো তথ্য পায়নি পুলিশ। রিমান্ড শেষে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়।

গ্রেফতার অন্য তিনজন হলেন, কামরুল, বিল্লাল শামছুর। তবে এদের বিষয়ে কোনো তথ্য দেননি মামলার তদন্ত কর্মকর্তা এসআই আসাদুল ইসলাম।

নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, বাবা, মা মেয়ের মরদেহ উদ্ধারের দিন থেকে একই গ্রামের মৃত মজিদ গাজীর ছেলে আব্দুর রশিদ গাজী নিখোঁজ রয়েছেন। তবে এই বিষয়েও পুলিশ কিছু জানে না।

হত্যাকা-ের পর প্রচার হয় হাবিবুল্লাহ গাজী তক্ষক সাপ পিনের ব্যবসায় জড়িত ছিলেন। তাদের ধারণা, তক্ষক পিন ব্যবসায়ীদের সঙ্গে লেনদেন নিয়ে ঝামেলায় এই হত্যাকা- হতে পারে। তবে এটা নিশ্চিত কোনো তথ্য নয়।

নিহত হাবিবুল্লাহ গাজীর মা মামলার বাদী কোহিনুর খানম তার ছেলে, পুত্রবধূ নাতনির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক মো. আসাদুল ইসলাম বলেন, ট্রিপল মার্ডারের বিষয়ে কোনো ক্লু এখনও উদ্ধার হয়নি। পরে গ্রেফতার হওয়া কামরুল, বিল্লাল শামসুররাও কোনো তথ্য দিয়েছে কিনা তাও তিনি জানাতে অপারগতা প্রকাশ করেন।

তিনি বলেন, রিমান্ডে আটকদের কাছ থেকে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। তবে আমরা আশাবাদী হত্যাকা-ের ক্লু অতি দ্রুত উদঘাটন করতে পারবো।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হোসেন বলেন, আমাদের তদন্তে কোনো ঘাটতি নেই। আশা করি খুব দ্রুত ট্রিপল মার্ডারের রহস্য আমরা ভেদ করতে পারবো।

ভোট গণনা শেষে কেন্দ্রে মেম্বার প্রার্থীর হামলা

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর গাংনীতে ভোট গণনা শেষে কেন্দ্রে হামলা চালিয়েছেন মেম্বর প্রার্থী আলাইহীম তার কর্মী সমর্থকরা। এসময় আত্মরক্ষার্থে নিরাপত্তাকর্মীরা ১০ রাউন্ড গুলি ছোড়ে।

রোববার (২৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাজিপুর ইউনিয়নের বেতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম জাগো নিউজকে বলেন, কেন্দ্রে ভোট গণনা শেষে মেম্বর প্রার্থী আলাইহীম তার লোকজন কেন্দ্রে হামলা চালায়। সময় দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা, পোলিং এজেন্ট, সাংবাদিক নিরাপত্তা কর্মীদের অবরুদ্ধ করে। আত্মরক্ষার্থে কেন্দ্রের নিরাপত্তাকর্মী শরিফুল ইসলাম ১০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে বিজিবির একটি টিম সেখানে গেলে আলাইহীম তার লোকজন পালিয়ে যায়। একঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে সবাই কেন্দ্র ত্যাগ করেন।

ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম।

সেই জালাল কবিরাজ পেলেন ভোট

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নম্বর সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের কাদিরকোল গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে কে এম জালাল উদ্দিন। তবে ‘জালাল কবিরাজ’ বলেই বেশি পরিচিত।

রোববার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত ইউপি নির্বাচনে মেম্বার পদে (নম্বর ওয়ার্ড) প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পেয়েছেন মাত্র তিন ভোট। নিয়ে ওই ওয়ার্ডে তৃতীয়বারের মতো নির্বাচনে অংশ নিলেন জালাল কবিরাজ।

২০১১ সালের নির্বাচনে ১৩৩ ভোট পেয়েছিলেন। পরে ২০১৬ সালে পান মাত্র দুই ভোট। এবারের নির্বাচনে তার ওয়ার্ডে আরও তিনজন মেম্বারপ্রার্থী রয়েছেন।

প্রার্থীদের মধ্যে হুমায়ুন কবির ফুটবল প্রতীকে ৬৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। জাহাঙ্গীর আলম মোরগ প্রতীকে পেয়েছেন ৪১০ ভোট এবং মির্জা আব্বাছ টিউবওয়েল প্রতীকে একটি ভোটও পাননি।

জানা যায়, আগের দুই নির্বাচনে এলাকার কোনো ব্যক্তি জালালের সমর্থন প্রস্তাবকারী ছিলেন না। পরে উপজেলার দুই কর্মকর্তা সেখানে তাদের নাম লিখে সহযোগিতা করেন। তবে এবার তার নির্বাচনী ফর্মে স্থানীয় দুইজন প্রস্তাব সমর্থন করেছিলেন।

আগের দুই নির্বাচনে নিজেই ভ্যান চালিয়ে মাইকে করে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। এবার মাইকিং না করলেও বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে তার লাটিম প্রতীকের পোস্টার ধরিয়ে দিয়ে ভোট প্রার্থনা করেন এই ব্যক্তি।

হলফনামা সূত্রে জানা যায়, ১৯৮৭ সালে এসএসসি পাস করেন জালাল উদ্দিন। তার সংসারে তিন স্ত্রী, চার ছেলে পাঁচ মেয়ে রয়েছে।

মেম্বার প্রার্থী জালাল উদ্দিন বলেন, নির্বাচনে ভালো, সৎ যোগ্য প্রার্থী না থাকায় তিনি নির্বাচনে দাঁড়ান। তার মতে, ভোটাররা বোঝেন না বলেই তারা অযোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করেন। তবে একদিন মানুষের মধ্যে সঠিক বুঝ আসবে বলে বিশ্বাস জালাল উদ্দিনের।

জেলে বসেই নৌকাকে হারালেন স্বতন্ত্র প্রার্থী

স্টাফ রিপোর্টার

খুলনার তেরখাদা উপজেলার ছাগলাদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী এসএম দীন ইসলাম। তিনি জোড়া হত্যা মামলায় দীর্ঘদিন ধরে খুলনা জেলা কারাগারে। আনারস প্রতীকে তিনি হাজার ৮৮২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন হাজার ৭৩০ ভোট।

রোববার (২৮ নভেম্বর) রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা আবিদা সুলতানা তাকে বেসরকারিভাবে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ঘোষণা করেন।

জানা যায়, ২০১৯ সালের আগস্ট রাত সাড়ে ৩টার দিকে খুলনার তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের পহরডাঙ্গা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে নাঈম শেখ নামের এক যুবককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সময় গুরুতর আহত হন নাঈমের বাবা হিরু শেখ (৫৫)পরে তিনিও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঘটনায় পরদিন আগস্ট নিহতের মা মাফুজা বেগম বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে তেরখাদা থানায় একটি হত্যা মামলা করেন। ওই বছরের ২০ আগস্ট নাঈম হত্যায় মূল পরিকল্পনাকারী অর্থ জোগানের অভিযোগে ছাগলাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম দ্বীন ইসলামকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

তাকে গ্রেপ্তারের পর ওই ইউনিয়নের মানুষ পক্ষে-বিপক্ষে আন্দোলন শুরু করে। একপর্যায়ে ২০২১ সালের ১১ জানুয়ারি মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আবু জাফর রিপন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে চেয়ারম্যান পদ থেকে বহিষ্কার করা হয়।

এতে বলা হয়, তেরখাদা উপজেলার ছাগলাদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম দ্বীন ইসলাম জোড়া হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে জেলহাজতে আছেন। ফলে জেলা প্রশাসক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, চেয়ারম্যান এসএম দ্বীন ইসলাম জেলহাজতে থাকায় জনস্বার্থে তার দ্বারা ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সমীচীন নয় বলে সরকার মনে করে। তার অপরাধমূলক কার্যক্রম ইউপিসহ জনস্বার্থের পরিপন্থি বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ৩(১) অনুযায়ী তার পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

নড়াইলে ১০ ইউপিতেই স্বতন্ত্রের জয়, নৌকা দুই

  নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার ১২ ইউনিয়নের ১০টিতে স্বতন্ত্র এবং ২টিতে আওয়ামী লীগের প্রার্থীরা বে-সরকারিভাবে বিজয়ী হয়েছেন। রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্তু ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচিত হলেন- বাবরা-হাচলা ইউনিয়নে মো. মোজাম্মেল হোসেন পিকুল (স্বতন্ত্র), চাচুড়ী ইউনিয়নে মেলজার হোসেন ভূঁইয়া (স্বতন্ত্র), পুরুলিয়া ইউনিয়নে আমিনুল ইসলাম মনি (স্বতন্ত্র), সালামাবাদ ইউনিয়নে মাহবুবুর মোল্যা (স্বতন্ত্র), ইলিয়াচাবাদ ইউনিয়নে মল্লিক মানিরুল ইসলাম (স্বতন্ত্র), কলাবাড়ীয়া ইউনিয়নে মাহমুদুল হাসান কায়েস (স্বতন্ত্র), বাঐশোনা ইউনিয়নে মো. চুন্নু শেখ (স্বতন্ত্র), পহরডাঙ্গঅ ইউনিয়নে মল্লিক মাহামুদুল ইসলাম (স্বতন্ত্র), জয়নগর ইউনিয়নে কাজী আইয়ুব হোসেন (স্বতন্ত্র), খাশিয়াল ইউনিয়নে বিএম বরকত উল্লাহ (স্বতন্ত্র), মাউলী ইউনিয়নে রোজী হক (নৌকা) হামিদপুর ইউনিয়নে পলি বেগম (নৌকা)

বাজুয়ায় শীতের আগমনের সাথে সাথে পুরানো শীত কাপড়ের দোকানে বাড়ছে ভিড়

মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)

দিনে রোদের রাজত্ব শেষে সন্ধ্যা নামতেই বদলে যাচ্ছে তাপমাত্রা। ভোরের দিকে চাদর বিছিয়ে দিচ্ছে কুয়াশা। তবে এখনও জেঁকে বসেনি শীত। কিন্তু শীত মোকাবিলায় এরই মধ্যেই দাকোপ বাসীর শুরু হয়ে গেছে প্রস্তুতি। বাজারে আসতে শুরু করেছে গরম কাপড় দাকোপের ভিন্ন স্থানে জমজমাট হয়ে উঠেছে শীতবস্ত্রের বাজার। শীতের পোশাক কিনতে প্রতিদিনই ভিড়  করছেন ক্রেতারা। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গরম কাপড়ের চাহিদা দাম। চাদর, সোয়েটার, মাপলার, ব্লেজার, উলের পোশাক, ট্রাউজার, কানটুপি, জ্যাকেটসহ নানা ধরনের শীতবস্ত্রের দাম দাকোপে এবার তুলনামূলক বেশি। গত বছর যে দাম ছিল তা এবার প্রায় দ্বিগুণ। শীত বাড়তে থাকায় পোশাকের চাহিদাও বেশি। আর চাহিদাকে পুঁজি করে ব্যবসায়ীরা বেশি দাম রাখছে বলে অভিযোগ করেন ক্রেতারা।