সাতক্ষীরার দেবহাটার ৫ ইউপিতে চেয়ারম্যান হিসাবে বিজয়ী হলেন যারা

6
Spread the love


কে এম রেজাউল করিম দেবহাটা ।।

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। ২৮ নভেম্বর রবিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।ভোটে দেবহাটা ৫টি ইউনিয়নের মধ্যে ১টি ইউনিয়নের নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন, ১টিতে বিদ্রোহী, ২টিতে স্বতন্ত্র প্রার্থী , ১টিতে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছেন।বিজয়ী চেয়ারম্যানরা হলেন,১নংকুলিয়া বিদ্রোহী আছাদুল হক (ঘোড়া) ২নং পারুলিয়া ইউনিয়ন বিএনপি প্রার্থী দেবহাটা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক গোলাম ফারুক (বাবু)(আনারস) মনোনীত, ৩নংসখিপুর ইউপিতে  স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম (মটরসাইকেল ) নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন (সাহেব আলী) (নৌকা )দেব হাটা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মতিন বকুল (চশমা )প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন