স্পোর্টস ডেস্ক।।
ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করার পর অভিনন্দনের জোয়ারে ভাসছেন বাংলাদেশের মেয়েরা। নিগার সুলতানা জ্যোতিদের অভিনন্দনে সিক্ত করছেন বাংলাদেশের গুণী ক্রীড়া ব্যক্তিরা।
জ্যোতিদের অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। বাঘিনীরা বাহবা পেয়েছেন বাংলাদেশ ফুটবল দলের ডিফেন্ডার তপু বর্মণের কাছ থেকেও।
সামাজিক যোগাযোগ মাধ্যমের ফ্লাটফর্ম ফেসবুকে মিরাজ জাহানারা আলমদের অভিনন্দন জানান। তিনি লেখেন, অভিনন্দন আমাদের মেয়েদের। তারা প্রথমবারের মতো নারীদের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্বের বাধা অতিক্রম করেছে। তপু বলেন, বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো আইসিসি ক্রিকেট বিশ্বকাপে খেলার সুযোগ তৈরি করেছে। দলকে অভিনন্দন। তোমরা এটার প্রাপ্য, ভালোবাসা নিও।
বাংলাদেশের বিশ্বকাপে সুযোগ পাওয়ার বিষয়টিকে আশীর্বাদ হিসেবেই ধরা যায়। আইসিসির র্যাঙ্কিংয়ে ৫ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। অন্যদিকে আফ্রিকার দেশগুলোতে বাড়ছে করোনার নতুন ধরন ওমিক্রনের প্রকোপ। ফলে বাছাইয়ের বাকি ম্যাচগুলো বাতিল হয়ে গেছে। এ কারণেই ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে প্রথমবারের মতো জায়গা করে নিল সালমা খাতুন, জাহানারা আলমরা।
বিশ্বকাপের আয়োজক নিউজিল্যান্ড ছাড়াও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা এরই মধ্যে জায়গা করে নিয়েছে মূল পর্বে। সঙ্গে এবার যোগ দিল-বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। ২০২২ সালে মার্চে অনুষ্ঠেয় এই টুর্নামেন্ট দিয়েই ওয়ানডে বিশ্বকাপে অভিষেক হবে টাইগ্রেসদের। প্রথমবারের মতো নামবে বিশ্বকাপে!
জিম্বাবুয়ের মাটিতে স্বাগতিকদের তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার পর বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে শক্তিধর পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২৭০ রানের বড় ব্যবধানে জয় পায় টাইগ্রেসরা। তৃতীয় ম্যাচে এসে এশিয়ার তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ থাইল্যান্ডের বিপক্ষে হোঁচট খায় বাংলার বাঘিনীরা। ডাকওয়ার্থ লুইস মেথডে টাইগ্রেসদের ১৬ রানে হারায় থাইল্যান্ড।