ক্রীড়া প্রতিবেদক ।।
বঙ্গবন্ধু ন্যাশনাল চ্যাম্পিয়নশীপ ফুটবলে অংশ গ্রহণের লক্ষে খুলনা জেলা ফুটবল দলের ২০ সদস্য’র চুড়ান্ত তালিকা প্রকাশ করেছে জেলা ফুটবল এ্যসোসিয়েশন (ডিএফএ)। শনিবার বিকেলে বিকেএসপির মাঠে বাঁছাই শেষে এ দল ঘোষণা করা হয়।
ঘোষিত দলের খেলোয়াড়রা হলেন লালু, আলী আকবর, মেহেদী, আশরাফুল, তারা, শিমুল, টুটুল, রাকিব, কাসেম, মশিউল কবির বাপ্পী, তপু তরফদার, সাব্বির, রায়হান, রবিউল, পুষ্পক, সুজন, হৃদয়, জয়দুল হাসান বাপ্পী, নাজমুল ও লিটন। নির্বাচিত খেলোয়াড়দের ৩০ নভেম্বর সকাল সাড়ে ৭টায় নগরীর রেলওয়ে মাঠে অনুশীলন শুরু হবে। খেলোয়াড়দের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও ৩কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবিসহ জেলা ফুটবল এ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলির (০১৭১১-৩২৪১২৩) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।