বিনোদন ডেস্ক।।
সামিনা বাশার। শোবিজের পরিচিত মুখ। ছোটপর্দার মাধ্যমে অভিষেক। কাজ করেছেন ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাতেও।
সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন জাজ মাল্টিমিডিয়ার একটি ওয়েব ফিল্মে। নাম ‘মোনা’। পরিচালনা করবেন কামরুজ্জামান রোমান। নাম ভূমিকায় অভিনয় করবেন সুপ্রভা। আরও অভিনয় করবেন তারিক আনাম খান, শহিদুল আলম সাচ্চু, মুনিরা মিঠু, সাহেদ আলী, দীপা খন্দকার প্রমুখ।
‘মোনা’ সিনেমায় ‘তিথি’ চরিত্রে দেখা যাবে সামিনা বাশারকে। কাজটি প্রসঙ্গে সময় নিউজকে তিনি বলেন, ‘ডিসেম্বরের মাঝামাঝি থেকে আমাদের শুটিংয়ের পরিকল্পনা চলছে। আমার বিপরীতে আছেন সাজ্জাদ। বিশ্ববিদ্যালয় পড়ুয়ার চরিত্রে দেখা যাবে আমাকে। ‘জ্বিন’ সিনেমার সিক্যুয়ালই হচ্ছে ‘মোনা’। এটি মূলত একটি হরর সিনেমা।’
সামিনা বাশার জানান, এই মুহূর্তে বেশি করে ‘মোনা’ সিনেমার স্ক্রিপ্ট পড়ছেন তিনি। তার ভাষায়, ‘যেহেতু হরর সিনেমা সে জন্য আমাকে একটু প্রস্তুতি নিতে হচ্ছে। বেশি করে স্ক্রিপ্ট পড়ছি। কিছু রেফারেন্স সিনেমা দেখছি।’
‘প্রেম ও পরীর গল্প’ নাটকে অভিনয় করে পা চলা শুরু সামিনার। যদিও নাটকটি এখনো মুক্তি পায়নি। আরও অভিনয় করেছেন বেশ কয়েকটি নাটকে। সম্প্রতি একটি ধারাবাহিকে যুক্তে হয়েছেন।
সিনেমায় আসা প্রসঙ্গে সামিনা বলেন, ‘সিনেমায় আমি আগেও কাজ করেছি। কিন্তু নায়িকা হিসেবে এটা আমার প্রথম কাজ। আমার অন্যান্য কাজগুলো দেখে জাজ আমাকে সুযোগটি দিয়েছে। আমি এখন জাজের নায়িকা।’
সামিনা বাশার স্নাতকোত্তর সম্পন্ন করেছেন ভারতের পাঞ্জাবের চণ্ডিগড় বিশ্ববিদ্যালয় থেকে। পরিবার তাকে চাকরিতে দেখতে চায়। কিন্তু ছোটবেলা থেকেই তার ইচ্ছা অভিনেত্রী হওয়া। তাই শোবিজে আসা। ভালো গল্প এবং চরিত্র পেলে দুই পর্দাতেই কাজ করতে চান তিনি।