খবর বিঞ্জপ্তি।।
শুক্রবার বিকেল ৩টার সময়, প্রভাতী মাধ্যমিক বিদ্যালয় স্কুল মাঠে, সেন্টার ফর দ্যা এ্যাডভ্যন্সম্যান্ট হিউম্যানেটি(সি,এ,এইচ) এন,জি,ও এর মাধ্যামে মুন ওয়েলফেয়ার এসোসিয়েশন এর আর্থিক সহায়তায় খুলনার খালিশপুরে ১২নং ওয়ার্ডের বিভিন্ন বস্তিতে বসবাসরত গরীব,অসহায়,শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব পারভীন আক্তার কাউন্সিলর সংরক্ষিত আসন -০৪ (১১,১২,১৩ নং ওয়ার্ড), জনাব, ফয়সাল মুন ,চেয়ারম্যান, মুন ওয়েলফেয়ার এসোসিয়েশন, জনাব, এম এ জলিল নির্বাহী পরিচালক পপুলার জনকল্যান ফাউন্ডেশন ,জনাব এম আর ইসলাম রাকিব , জনাব খোদাবক্স কাল্লু কোরাইশী, সভাপতি, হাউজিং বাজার দোকান মালিক সমিতি,জনাব শামীমুল বাহার ,সা:সম্পাদক খালিশপুর কাঠমিস্ত্রি শ্রমিক ইউনিয়ন, সার্বিক সহযোগিতায় ছিলেন জনাব মো: সাহাবুদ্দিন আনসারী, সভাপতি,আল-আলাহ্ ১নং ক্যাম্প পরিচালনা কমিটি,খালিশপুর খুলনা।