বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনায় নগরী ও জেলার মসজিদে মসজিদে দোয়া

3
Spread the love

খবর বিজ্ঞপ্তি।।

কালবিলম্ব না করে বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেয়ার দাবি জানিয়েছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ। যথাযথ চিকিৎসা-বঞ্চিত হয়ে খালেদা জিয়ার কিছু হলে তার দায় সরকারকে নিতে হবে। উন্নত চিকিৎসায় বাধা দেয়া শুধু অমানবিকই নয়, একজন মুমূর্ষু মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে এক ধরনের হত্যার শামিল। গণতান্ত্রিক আন্দোলনের আপোসহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনায় শুক্রবার (২৬ নভেম্বর) বাদ জুম্মা নগরীর ৫ থানার সকল ওয়ার্ডে ও জেলার মসজিদে মসজিদে দোয়া মাহফিল পুর্ব আলোচনায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য অবিলম্বে মুক্তি এবং তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, জেলা বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, নগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, জাফরউল¬াহ খান সাচ্চু, রেহানা ঈসা, শাহজালাল বাবলু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, মোল্যা খায়রুল ইসলাম, সাইফুর রহমান মিন্টু, অধ্যাপক মনিরুল হক বাবলু, আব্দুর রকিব মল্লিক, আবু হোসেন বাবু, কামরুজ্জামান টুকু, আসাদুজ্জামান মুরাদ, সামসুল আলম পিন্টু, ওহেদুর রহমান রানা, সাজ্জাদ আহসান পরাগ, ইকবাল হোসেন খোকন, নিজাম উর রহমান লালু, মুন্সি শফিকুল আলম, হাসানুর রশিদ মিরাজ, মিজানুর রহমান মিলটন, শামসুজ্জামান চঞ্চল, খায়রুল ইসলাম জনি, নিয়াজ আহমেদ তুহিন, কাজী শফিকুল ইসলাম শফি, তানভীরুল আজম রুম্মন, কালাম শিকদার, সামসুল বারী পান্না, ইশহাক শিকদার, ইমতিয়াজ আলম বাবু, আসলাম হোসেন, সাইমুন ইসলাম রাজ্জাক, মোহাম্মাদ আলী, শাহনাজ পারভীন, শামীম আশরাফ, শাকিল আহমেদ, মশিউর রহমান লিটন, সাজ্জাত হোসেন জিতু, এডভোকেট এস এম মারুফ হোসেন, এস এম আলমগীর হোসেনসহ অনেকে প্রমুখ।