ফকিরহাটে শেখ আবু নাসের স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে এসবিআলী ফুটবল একাডেমি

1
Spread the love

ক্রীড়া প্রতিবেদক।।

ফকিরহাটে শেখ আবু নাসের স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে এসবিআলী ফুটবল একাডেমি।

শুক্রবার (২৬ নভেম্বর) কেরামতআলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে তারা ৪-গোলে পরাজিত করে বাগেরহাট মুসলিম একাদশকে। দলের পক্ষে দুটি গোল করেন আকাশ। একটি করে গোল করেন শরীফ সাব্বির। খেলোয়াড়রা হলেন রবীন, শিমুল, সোহাগ, কাশেম, নিশাত, রায়হান, শরীফ, হাফিজ, বাপ্পী, আকাশ, সুজন, সাব্বীর, রবিউল, অনিক, মাহাবুর, বিরাজুল, মেহেদী জামান। কোচ মনির শেখ ম্যানেজার শেখ আলাউদ্দিন নাসিম। মাঠে উপস্থিত ছিলেন আলতাফ হোসেন টিপু, মো. ইউসুফ আলী, অধ্যাপক আহমেদুর কবির চাইনিজ, গোলাম দস্তগীর নীরা, দাউদ মোল্যা জিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। শনিবার (২৬ নভেম্বর) বিকেল ৩টায় একই মাঠে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে কাজদিয়া শহীদ মুনসুর স্মৃতি সংসদ বনাম ফকিরহাট আট্রকা যুব সংঘ।