নিখোজ আমির হোসেনকে বেওয়ারিশ হিসাবে দাফনের চেষ্টা: কবরস্থান হতে লাশ মেডিকেল হাসপাতালে

5
Spread the love

স্টাফ রিপোর্টার।।

 খুলনা রায়েলমহল থেকে তিনদিন আগে নিখোজ আমীর হোসেনকে [৬৫ ] বেওয়ারিশ হিসাবে দাফনের চেষ্টা।পরিবারের সদস্যদের বাধাঁর মুখে লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এনে রাখা হয়েছে। পরিবারের সদস্যদের দাবি তাকে অপহরন করে হত্যা করা হয়েছে। নিহত ছোট ভাই ইকরাম হোসেন জানান, তার বড় ভাই ২৩ নভেম্বর হঠাৎ করেই নিখোজ হন। পরে পরিবারের পক্ষ হতে ২৪তারিখেই নগরীর হরিনটানা থানায় নিখোজ জিডি করা হয়। কিন্তু পুলিশ কোন সন্ধান করতে পারেনি। আজ সন্ধ্যায় পরিবারের সদস্যরা জানতে পারে নৌ-পুলিশ সদস্যরা হাত-পা বাধা অজ্ঞাত লাশ গোয়ালখালী কবরস্থানে দাফন করতে নিয়ে গেছে। সেখানে পরিবারের সদস্যরা উপস্থিত হয়ে লাশ দাফনে বাধা দিয়ে মৃতদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। পরিবারের অভিযোগ তাকে অপহরন করে হত্যা এবং গোসল বা ধর্মীয় বিধান না মেনেই আমীর হোসেনকে বেওয়ারিশ দেখিয়ে দাফন করা হচ্ছিল। নিহত আমির হোনের পুত্র জাকির হোসেন পুলিশ সদর দপ্তরের এই উর্ধতন কর্মকর্তার পি এ [ সিভিল ] হিসাবে কর্মরত। এলাকার জমি-জমা দখল করতে এই হত্যাকান্ড বলে পরিবারের সদস্যদের অভিমত নৌ-পুলিশের জানান, তার আজ বটিয়াঘাটা নারায়নখালী খাল হতে এই লাশ উদ্ধার করে।তখন তার দেহে আঘাতের চিহ্ন ছিল। নৌপুলিশের পক্ষ হতে বটিয়াঘাটা থানায় অপমৃত্যুর জিডি করা হয়েছে।