খুলনায় পুলিশি হামলায় আহতদের বাসায় বিএনপি নেতৃবৃন্দ

19
Spread the love

খবর বিজ্ঞপ্তি।।

বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে গত ২২ নভেম্বর খুলনা মহানগর ও জেলা বিএনপির সমাবেশে পুলিশি হামলায় আহত ও মিথ্যা মামলায় জেলহাজতে আটক নেতাকর্মিদের পরিবারের সাথে দেখা করেন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

শুক্রবার (২৬ নভেম্বর) বিকেল ও সন্ধ্যায় আহত সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান কাজল, যুবদল নেতা সাখাওয়াত হোসেন ও বিএনপি নেতা কাউন্সিলর হাফিজুর রহমান মনি এবং জেলহাজতে আটক বিএনপি নেতা হেদায়েত হোসেন হেদু ও মহারাজের পরিবারের সাথে দেখা করেন নজরুল ইসলাম মঞ্জু। এসময় সাথে ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র মনিরুজ্জামান মনি, আসাদুজ্জামান মুরাদ, জাহিদ কামাল টিটু, আসলাম হোসেন, সিরাজুল ইসলাম লিটন, একেএম সেলিম, বাবুল হোসেন, নুরুল আলম দিপু, শহিদুল ইসলাম, সাহারুজ্জামান মুকুল, তরিকুল আলম, কামরুল আলম খোকন, রেজাউল ইসলাম, দুলাল হোসেন, মিজানুর রহমান, ইমরান হোসেন, কাজী সোহেল, মঈন, সালাম তালুকদার, এস এম আলমগীর হোসেন, শেখ মারুফ হোসেন, শাহাবুদ্দিন মাষ্টার, মাসুদ রুমী প্রমুখ।