হুসাইন ইমাম (সবুজ), গোপালগঞ্জ।।
গোপালগঞ্জে ইজিবাইক চালক জাহিদুল ইসলাম বাবু হত্যাকান্ডের ঘটনায় দীর্ঘ ৯ বছর ৫ আসামীকে ফাঁসির আদেশ দিয়েছে বিজ্ঞ আদালত। এ রায়ে আসামীর প্রত্যেকে ৫০ হাজার টাকা করেও জরিমানা করা হয়। বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অতিরিক্ত দায়রা জজ মো: আব্বাস উদ্দীন এ রায় দেন।
ফাঁসির দন্ডপ্রাপ্তরা হলেন, খালিদ ফকির, রাজ্জাক মোল্যা, মো: বিপুল ফকির, মো: হাসান শেখ ও মো: ফসিয়ার মোল্যা। এদের বাড়ী গোপালগঞ্জ ও নড়াইল জেলার বিভিন্ন গ্রামে।
মামলার বিবরনে জানাগেছে, ২০১৩ সালের ২৫ সেপ্টেম্বর ফাঁসির আসামিরা গোপালগঞ্জ শহরে থেকে জাহিদুল ইসলাম বাবুর ইজিবাইক ভাড়া করে। পরে কাশিয়ানী উপজেলার ভুলবাড়িয়া ব্রীজের কাছে গিয়ে জাহিদুলকে শ্বাসরোধ করে হত্যা করে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। দীর্ঘ দিন নিখোঁজের পরে ২ অক্টোবর ওই স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পিতা মো: নজরুল ইসলাম দুইজনকে আসামীকে হত্যা মামলা দায়ের করেন। পরে দীর্ঘ তদন্ত শেষে এ মামলায় আরো তিনজনকে অন্তর্ভূক্ত করে চার্জশিট দাখিল করে পুলিশ। দীর্ঘ দিন মামলা চালার পর আদালত ওই ৫ আসামীর বিরুদ্ধে ফাঁসির আদেশ দেন। নিহত ইজিবাইক চালক জাহিদুল ইসলাম বাবু গোপালগঞ্জ শহরতলীর মো: নজরুল মোল্যার ছেলে। এ রায়ে নিতহের পরিবার ও আইনজীবী সন্তোষ প্রকাশ করেছেন।