দাকোপের বানীশান্তা বাজার ট্রলার ঘাটে যাত্রী শুণ্য

7
Spread the love

মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ) ।।

খুলনার দাকোপের বানীশান্তা বাজার ট্রলার ঘাটে প্রায় যাত্রী শুণ্য। বানীশান্তা বাজার ঘাটটি দিয়ে মোংলা বানীশান্তা এপার ওপার যাত্রী পারাপারের এটিই একমাত্র ঘাট। জানা যায় বানীশান্তা ইউনিয়নের সকল নৃত্যপ্রয়োজনীয় মালামাল উঠানামা করা হয় এই ঘাট দিয়ে। নদী ভাঙ্গনের কারনে ঘাটের পাঁকা ঘাটের সিঁড়ি ভেঙে ঘাটের অবস্থা ভালো না-থাকায় মালামাল উঠানাে নামানো যেমন বিঘ্ন ঘটছে তেমনি যাত্রীরাও পরছেন ভোগান্তিতে। অনেক সময় দেখা যায় ঘাটে যাত্রী শুন্য হয়ে পরে আছে ঘাটটি। আগের মত যাত্রী না হওয়ায় অনেকটা দূর্ভোগে জীবন যাপন করছেন এখানকার ট্রলার মাঝীরাও। এব্যাপারে ঘাটের এই নাজুক অবস্থা নিয়ে কথা হয় স্থানীয় ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা ফিরোজ আলী খাঁর সাথে তিনি বলেন এক সময় এই ঘাট দিয়ে এলাকার সকলেই পার হতো এখন ঘাট ভেঙে যাওয়ায় লোক পারপার খুবই কম হচ্ছে। নদী ভাঙ্গনের কারনে ঘাট ভেঙে গিয়ে লোক পারাপারের উপযোগী নেই তাই ঘাটের একান্ত প্রয়োজন। ঘাটের ট্রলার মাঝি আক্কাজ আলী বলেন ঘাট না হলে যাত্রীরা কিভাবে উঠা-নামা করবে। এই জন্য ঘাটে যাত্রী নেই বললেই চলে ঘাট এখন যাত্রী শুণ্য প্রায়। বানীশান্তা ইউনিয়নের বারবার নির্বাচিত নৌকা প্রতীকের চেয়ারম্যান ও ইউপি আওয়ামীলীগের সভাপতি সুদেব রায় বলেন ঘাট ভেঙে যাওয়ায় যাত্রীরা পার হতে গিয়ে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছে। আমি ঘাটের এই অবস্থার ছবি সহ উপরি মহলে পাঠিয়েছি বরাদ্দ হলেই ঘাটটির নির্মানের কাজ শুরু হবে। এলাকা বাসীর দাবি সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে ঘাটতি যাতে দ্রুত নির্মান হয়ে যাত্রী পারাপারের উপযোগী হয় তার যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য।