পাইকগাছায় প্রতিবেশী ভাইয়ের ঘেরাবেড়ায় যাতায়াতের পথ বন্ধ: অবরুদ্ধ ৪ পরিবার

3
Spread the love

পাইকগাছা প্রতিনিধি।।

পাইকগাছায় প্রতিবেশীরা নিজেদের জমি দাবী করে যাতায়াতের পথ ঘেরা-বেড়া দিয়ে বন্ধ করে দেয়ায় পরিবারে ৪০ জন বছর ধরে অবরুদ্ধ রয়েছে। নিয়ে বন্ধ পথ উন্মুক্তর জন্য উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন করেছেন অবরুদ্ধ পরিবার।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার রাড়ুলী গ্রামের মৃত শওকত তাওয়ালী পুত্র মুক্তার হোসেন গং জমি-জমা ভাগ বাটোয়ারা পূর্বক পূর্ব পুরুষ থেকে ঘর-বাড়ি নির্মান করে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। হঠাৎ করে প্রায় বছর পূর্বে একই গ্রামের মৃত সোহবান তাওয়ালীর পূত্র কওসার তাওয়ালী গংরা নিজেদের জমি দাবী করে যাতায়াতের পথে ঘেরা বেড়া দেয়। তখন মৃত শওকত আলী তাওয়ালীর ছেলে একিম, আতিয়ার, আব্দুল হাকিম চাচাতো ভাই আব্দুল মজিদের টি পরিবারে প্রায় ৪০ জন মানুষ অবরুদ্ধ হয়ে পড়ে। সময় বাড়ির কোমল মতি শিশু সহ নারী পুরুষ বেরুতে পারছিল না। অবস্থায় শরিকের এক ভাইয়ের গোয়াল ঘরের মধ্যে দিয়ে বেরুচ্ছে তারা। নিয়ে গত ১৫ ফেব্রয়ারী পাইকগাছা নির্বাহী আদালতে ১৪৭ ধারায় মামলা করে। ওই মামলায় আদালত পথ উন্মুক্তর বিষয়ে আদেশ প্রদান করেন। কিন্তু অদ্যবধি আজও আদেশ বাস্তবায়ন না হওয়ায় প্রায় বছর ঘেরা-বেড়ার মধ্যে আবদ্ধ হয়ে জীবনযাপন করছে পরিবারের সদস্যরা। অবরুদ্ধ পরিবারের একিম তাওলী জানান জমি দখল করে সেখানে বাথরুম মুরগির ঘর নির্মান করেছে গন্ধে বাড়িতে টেকা দায় হয়ে পড়েছে। প্রতিপক্ষ কওসার তাওয়ালী জানান, আমাদের বাপদাদার জমি আমরা ছোট ছিলাম সে থেকে তারা ভোগ দখল করছে। যাতায়তের পথে বেড়া দেয়ার ঘটনা স্বীকার করে বলেন তারা কোথা থেকে বের হবে সেটা আমরা জানিনা। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, আমি নতুন এসেছি বিষয়টি আমার জানা ছিলোনা। তবে যদি এমন ঘটনা ঘটে তাহলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।