সিয়ারালিওনে তেলের ট্যাঙ্কার বিস্ফোরণ, নিহত ৯১

3
Spread the love

খুলনাঞ্চল ডেস্ক।।

পশ্চিম আফ্রিকার দেশ সিয়ারালিওনের রাজধানী ফ্রিটাউনে জ্বালানী তেলের ট্যাংঙ্কার বিস্ফোরণে কমপক্ষে ৯১ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার শহরটির ওয়েলিংটন এলাকার একটি ব্যস্ততম সুপার মার্কেটের সামনে বিস্ফোরণটি ঘটে।

দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার সিএনএন খবর জানায়। সিয়ারালিওনের দুর্যোগ মোকাবেলা সংস্থার গণযোগাযোগ বিভাগের পরিচালক মোহামেদ ল্যামরেন বাহ বলেন, বিস্ফোরণের পর বেশ কয়েকজনের অবস্থা এখনও গুরুতর।

বিবিসির খবরে বলা হয়, স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে বিস্ফোরণের পর রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে।

সিয়ারালিওনের প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বায়ো বলেন, ‘ট্রাজিক অগ্নিকাণ্ড বিপুল সংখ্যক মানুষের প্রাণহানীর ঘটনায় তিনি অত্যন্ত শোকাহত।’

এক টুইটে তিনি বলেন, ‘তার সরকার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সহায়তায় প্রয়োজনীয় সবকিছুই করবে।’ সিয়ারালিওনের রাষ্ট্র নিয়ন্ত্রিত মর্গ জানিয়েছে, তারা ৯০টি মরদেহ পেয়েছেন।

ঘটনায় প্রায় ১০০ জনের মতো আহত হয়েছেন। তাদেরকে রাজধানী ফ্রিটাউনের হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে।

এক প্রতিবেদনে বলা হয়, ট্যাঙ্কার বিস্ফোরণের পর একটি যাত্রীবাহি বাসের সব লোক আগুনে পুড়ে মারা যান। আগুন সুপার মার্কেটেও ছড়িয়ে পড়ে।

সিয়ারালিওনের দুর্যোগ মোকাবেলা সংস্থার প্রধান ব্রিমা বুরেহ সিসে স্থানীয় গণমাধ্যমকে বলেন, ঘটনাটি ‘অত্যন্ত ভয়ানক।’