নড়াইলে হত্যা মামলায় একজনের ফাঁসিসহ দুইজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

1
Spread the love

মোঃ আবু তাহের, নড়াইল প্রতিনিধি।।


নড়াইলে হালিমা বেগম নামের এক নারী হত্যায় ছেলের ফাঁসি ও মা-সহ দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। (৩ নভেম্বর) বুধবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি মোমেনা বেগম আদালতে উপস্থিত ছিলেন। বাকি দুইজন পলাতক। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হলেন নড়াইল পৌরসভার ভওয়াখালী গ্রামের সলেমান সরদারের ছেলে সেলিম সরদার। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সলেমান সরদারের স্ত্রী মোমেনা বেগম ও কবির খানের ছেলে সাজ্জাদ খান। জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ইমদাদুল হক জানান, ২০১৪ সালের ১৭ মে আসামি সেলিম সরদার ব্র্যাক ব্যাংকের ম্যানেজারের টাকা ছিনতাই করেন। ঘটনাটি প্রতিবেশী হালিমা বেগম দেখে স্থানীয়দের জানান। ওইদিন সন্ধ্যা ৭টার দিকে সেলিমের মা মোমেনা বেগম হালিমাকে তাদের বাড়িতে ডেকে নিয়ে আসেন। বাগবিতণ্ডার একপর্যায়ে সেলিম সরদার কোদাল দিয়ে হালিমা বেগমকে মাথায় আঘাত করেন। এ সময় সেলিমের মা মোমেনা বেগম এবং অপর আসামি সাজ্জাদ খান হালিমাকে কিল-লাথিসহ মারধর করেন। আহত হালিমা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।