সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রামপালে হিন্দু সংগঠনের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

7

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।


শারদীয় দূর্গোৎসবের সময় দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মন্দিরে ভাংচুর ও হামলার প্রতিবাদে বাগেরহাটের রামপালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ৷ সোমবার বিকেল ৪ টায় রামপাল উপজেলার বাবুরবাড়ী সংলগ্ন জিরোপয়েন্ট এলাকায় বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ হিন্দু মহাজোট , হিন্দু সংরক্ষণ এবং বাস্তবায়ন পরিষদসহ বিভিন্ন হিন্দু সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন অংশগ্রহণ করেন ৷
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট জেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডঃ মিলন ব্যানার্জি। এছাড়া আরো বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু মহাজোট বাগেরহাট জেলা শাখার সভাপতি রবীন্দ্রনাথ দেবনাথ, হুড়কা ইউপি চেয়ারম্যান তপন গোলদার, স্থানীয় সংগঠক জয়ন্ত ঢালী , স্বপন কুমার মন্ডল, রাজেন্দ্রনাথ রায় ও মিলন মন্ডল।
এ সময় বক্তারা বলেন, আমরা এই দেশে জন্মেছি ৷ আমরা হিন্দুরা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণও করেছি ৷ আমরা এদেশের অস্তিত্বের সাথে মিশে আছি ৷ শারদীয় দুর্গোৎসবের সময় দেশের বিভিন্ন প্রান্তের পুজা মণ্ডপে হামলা-ভাঙচুর, সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ী-ঘরে হামলা ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানিয়ে এর সুষ্ঠু বিচার দাবি করেন তারা ৷ এছাড়া সংখ্যালঘু সুরক্ষা আইন দ্রুত কার্যকর করারও দাবী জানান তারা ।