খালেদা জিয়ার ১১ মামলায় হাজিরা ২২ নভেম্বর

40
Spread the love


ঢাকা অফিস

নাশকতা ও রাষ্ট্রদ্রোহের মামলাসহ ১১ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাজিরার দিন আগামী ২২ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত এ দিন ধার্য করেন। আজ মামলাগুলোতে খালেদা জিয়ার হাজিরার দিন ধার্য ছিল। কিন্তু হাইকোর্ট খালেদা জিয়ার পক্ষে অধিকাংশ মামলার কার্যক্রম স্থগিত করেছেন জানিয়ে সময় আবেদন করেন তার আইনজীবী। আদালত তা মঞ্জুর করে ২২ নভেম্বর হাজিরার নতুন তারিখ নির্ধারণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল।

১১ মামলার মধ্যে দারুস সালাম থানায় আট ও যাত্রাবাড়ী থানায় দুটি নাশকতার মামলার বাদী পুলিশ। এ ছাড়া রাষ্ট্রদ্রোহের একটি মামলা করেন এক ব্যক্তি। মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্যে করার অভিযোগে মামলাটি করা হয়।

১১টি মামলার মধ্যে যাত্রাবাড়ী থানার মামলায় অভিযোগপত্র গ্রহণের দিন এবং ১০ মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য রয়েছে।