ভেড়ামারায় ঔষধের ফার্মেসিগুলোতে মোবাইল কোর্ট এর মাধ্যমে জরিমানা

2

মোঃ রেজাউর রহমান তনু কুষ্টিয়া ।।

 কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনের ফার্মেসী গুলোতে মেয়াদোত্তীর্ণ ঔষধ, নবায়নবিহীন লাইসেন্স, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি ইত্যাদিসহ নানা ধরনের অনিয়ম পাওয়া যায়।

১৩/১০/২১ ইং তারিখ বুধবার সকালে কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে অবস্থিত ঔষধের ফার্মেসিগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ফার্মেসীগুলোতে মেয়াদোত্তীর্ণ ঔষধ, নবায়নবিহীন লাইসেন্স, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি ইত্যাদিসহ নানা ধরনের অনিয়ম পাওয়া যায়। সকল অপরাধের জন্য ঔষধ আইন, ১৯৪০ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৪টি মামলায় মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও জনাব মিজানুর রহমান; সহকারী পরিচালক, ঔষধ প্রশাসন; সহকারি পরিচালক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়াসহ পুলিশ আনসার বাহিনীর সদস্যবৃন্দ জনস্বার্থে ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন।