শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের বিভিন্ন পূজা মন্ডপে অনুদান প্রদান

2
Spread the love

খবর বিজ্ঞপ্তি।।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক আজ শুক্রবার নগরীর বিভিন্ন পূজা মন্ডপে অনুদান প্রদান করেন। কেসিসি’পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়।

অনুদান প্রদানকালে সিটি মেয়র বলেন, শারদীয় দুর্গোৎসব হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে খুলনা সিটি কর্পোরেশন সবসময় তাদের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশেকে বিশ্বের সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দেশ হিসেবে উল্লেখ করে সিটি মেয়র বলেন, প্রতি বছর দুর্গোৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়ে থাকে। বছরও একইভাবে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে হবে। উৎসব চলাকালীন সময়ে কেউ যেন অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে সরকারের ভাবমুর্তি নষ্ট করতে না পারে সেদিকে আমাদের সকলকে তীক্ষè দৃষ্টি রাখতে হবে। তিনি করোনা মহামারী সংকটের বিষয়ে সতর্ক করে প্রত্যেককে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায়সহ সরকার নির্দেশিত সকল নিয়ম-কানুন মেনে শারদীয় উৎসব পালনের জন্য সকলের প্রতি আহবান জানান।

সিটি মেয়র বিকেলে নগরীর পাবলা বনিকপাড়া গাছতলা মন্দির প্রাঙ্গণে খানজাহান আলী দৌলতপুর থানা এলাকার ২৯টি পূজামন্ডপে এবং সন্ধ্যায় ছোট বয়রা কালিবাড়ী পূজা মন্দির প্রাঙ্গণে খালিশপুর সোনাডাঙ্গা থানা এলাকার ২১টি পূজামন্ডপের অনুকূলে আর্থিক অনুদান প্রদান করেন।

কেসিসি’কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, মোঃ আনিছুর রহমান বিশ্বাস, শেখ আব্দুর রাজ্জাক, মোঃ সাইফুল ইসলাম, শেখ সামসুদ্দিন আহমেদ প্রিন্স, শেখ মোশারাফ হোসেন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পারভীন আক্তার, শেখ আমেনা হালিম বেবী, সাহিদা বেগম, মহানগর আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ, দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বন্দ, পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, সোনাডাঙ্গা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব মিত্র, সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, খালিশপুর থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি রজত কান্তি দাস, সাধারণ সম্পাদক দীপক দত্ত, দৌলতপুর থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি তিলক গোস্বামী, সাধারণ সম্পাদক প্রকাশ কুমার অধিকারী, খান জাহান আলী থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলার সরকার, সাধারণ সম্পাদক সভাষ দত্তসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ এলকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সময় উপস্থিত ছিলেন।