স্বামী হত্যায় স্ত্রীসহ ৪ জনের যাবজ্জীবন

3
Spread the love

মেহেরপুর প্রতিনিধি ।।

মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামের আলম হত্যায় মামলায় তার স্ত্রী সাফিয়া খাতুনসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। বৃহস্প‌তিবার দুপুরে বিচারক রিপতি কুমার বিশ্বাষ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলো- চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের খোকন, চন্দ্রপুর গ্রামের মুকুল আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামের আসাদুল।

মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ৩১ জুলাই বলিয়ারপুর গ্রামের পাট ক্ষেতে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে মর্গে থাকা অবস্থায় নিহতের পরিবার লাশ শনাক্ত করে। ঘটনায় ওইদিনই সদর থানার উপপরিদর্শক শওকত বাদী হয়ে ৭/জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০০৭ সালের ৩০ সেপ্টম্বর জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। আলমের স্ত্রীর সঙ্গে পরকিয়ার জের ধরেই হত্যাকাণ্ড ঘটানো হয় বলে চার্জশিটে উল্লেখ করা হয়। ১৫ জন সাক্ষীর জবানবন্দি শেষে বিচারক রায় ঘোষণা করেন।