কুষ্টিয়ার শেখ রাসেল সেতু রক্ষা বাঁধে ধস

2
Spread the love

কুষ্টিয়া প্রতিনিধি ।।

কুষ্টিয়া-হরিপুরকে সংযুক্ত করা শেখ রাসেল সেতুর সুরক্ষা বাঁধের প্রায় ৪০ মিটার অংশ ধসে পড়েছে। রবিবার (১৫ আগস্ট) কুষ্টিয়া সদর উপজেলার কুষ্টিয়া-হরিপুর এলাকায় বাঁধের প্রায় ৪০ মিটার ব্লক গড়াই নদীতে বিলীন হয় গেছে। ব্লক ধসে পড়ায় একটি বাড়ির কিছু অংশ ভেঙে পড়ে। বেশকিছু ঘরবাড়ি হুমকির মুখে রয়েছে। স্থানীয় বাসিন্দা সেলিনা খাতুন বলেন, ‘গত বছর একবার এই বাঁধ ভেঙে যায়, সরকার ওই ভাঙা সারাইনি। এবার আবার নতুন করে এমনভাবে ভাঙলো যে, রাতে ঘুমাবো কোথায় সেই চিন্তা করছি।’

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) সদর উপজেলা কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৭ সালে প্রায় ৭৮ কোটি টাকা ব্যয়ে সদর উপজেলায় কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু নির্মাণ করা হয়। সেতুটি একই বছরের ২৪ মার্চ উদ্বোধন করা হয়। সেতুটি রক্ষার জন্য উভয় পাশে ব্লক-বাঁধও তৈরি করা হয়। নির্মাণের পর সেতুর উভয় পাশের ৪১০ মিটার ব্লক-বাঁধ নির্মাণে ব্যয় হয় প্রায় ১০ কোটি টাকা। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, গত তিন সপ্তাহ ধরে গড়াই নদীতে পানি বাড়ছে। সেই সঙ্গে নদীতে তীব্র স্রোতও আছে। ফলে স্রোতের ধাক্কা সামলাতে না পেরে ভাঙন দেখা দিচ্ছে। পানি কমলে বাঁধে আবারও ধস নামতে পারে। এটির তত্ত্বাবধানে আছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)বিষয়ে এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহিদুর রহমান ম-বলেন, ‘ইতোমধ্যে ভাঙনের জায়গা পরিদর্শন করা হয়েছে। প্রায় ৪০ মিটারজুড়ে ব্লক-বাঁধ ভেঙে বিলীন হয়ে গেছে। বেশ কিছু বাড়ি হুমকির মধ্যে আছে। তাৎক্ষণিক ব্যবস্থা নিতে কোনও জরুরি তহবিলও নেই। বিষয়টি আবার মন্ত্রণালয়ে জানানো হয়েছে।’