ডুমুরিয়া প্রতিনিধি ।।
ডুমুরিয়ায় চাঁদাবাজি মামলায় দু’্ইউপি সদস্যসহ ৩ জনকে আটক ও চাঁদাবাজির ৫’লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।গত সোমবার রাতে উপজেলার আন্দুলিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।এ ঘটনায় নিজামুল হক মুকুল বাদি হয়ে ৬জনকে আসামী করে থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেছে। মামলার বিবরণী ও এলাকাবাসি সূত্রে জানা যায়,উপজেলার রঘুনাথপুর গ্রামস্থ লিয়াকত সরদারের ছেলে ব্যবসায়ী একরামুল হক বকুলের সাথে আন্দুলিয়া গ্রামস্থ কুয়েত প্রবাসী আমিরুল আকুঞ্জির স্ত্রী দু’সন্তানের জননী তুবা বেগমের প্রেমজ সম্পর্ক গড়ে ওঠে।
সেই সুবাদে বকুল প্রায়ই ওই বাড়িতে যাতায়াত করতো।তারই জের ধরে গত রবিবার ঘটনার রাতে ব্যবসায়ী বকুল ওই বাড়িতে গেলে স্থানীয় লোকজন তাকে আটক করে।এরপর দু’ই্উপি সদস্য জিএম মনিরুজ্জামান (৪৭) ও আব্দুল হক আকুঞ্জিসহ ৬জন বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ওই রাতেই ৫ লক্ষ টাকা চাঁদা আদায় করে তাকে ছেড়ে দেয়।বিষয়টি জানাজানির পরদিন বকুলের ভাই মুকুল সরদার বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করে। ঘটনা প্রসঙ্গে ওসি মোঃ ওবাইদুর রহমান বলেন,মামলার এজাহার নামীয় আসামী জিএম মনিরুজ্জামান,আব্দুল হক আকুঞ্জি ও রাসেল গাজীকে গ্রেফতারও তাদের স্বীকারোক্তিতে চাঁদাকৃত ৫লক্ষ টাকা উদ্ধার পূর্বক জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।