গোল্ডেন জেনারেশন অব খুলনা জিলা স্কুল’র বিনামূল্যে করোনা টিকা রেজিস্ট্রেশন চলছে

3
Spread the love

খবর বিজ্ঞপ্তি ।।


খুলনা জিলা স্কুল প্রধান ফটক সংলগ্ন স্হানে বিনা মূল্যে করোনা প্রতিরোধী টিকা নিবন্ধন ও টীকা কার্ড বিতরন কর্মসূচী ২য় দিনের মতন সম্পন্ন করেছে সাবেক শিক্ষার্থীদের সংগঠন গোল্ডেন জেনারেশন অব খুলনা জিলা স্কুল। সংগঠনটি মূলত রিক্সাওয়ালা,দিনমজুর,পথচারীদের শতভাগ টিকা কার্যক্রমের অন্তর্ভুক্তি করনের লক্ষ্যে কাজ করেছে ।

সংগঠনের পক্ষে তানভীর বারী হামিম  জানান-“আমাদের এ কার্যক্রম বুধবার ,বৃহস্পতিবার করেছি শুক্রবার বন্ধ থাকবে এবং শনিবার শেষ হবে ।শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলমান থাকবে।২ দিনে আমরা ১৫৫জনকে টিকা নিবন্ধন কার্যক্রমের আওতায় এনেছি।” 

এ সময় উপস্হিত ছিলেন সংগঠনের স্হায়ী কমিটির সদস্য যথাক্রমে হাসানুল সাকী,মাশরুর আমিন লাবিব ,অভিজিৎ সরকার রাহুল,আব্দুল্লাহ বারী সাদাফ,রাহাম আহমেদ অথৈ, বুথ কমিটির আহ্বায়ক নাফিস তাহমীদ,যুগ্ম আহ্বায়ক নাওয়ীদ এহতেশাম সিয়াম,সদস্য মুবাশ্বির হাসান, সামির মোর্শেদ ,জিএম জারিফ,রিফাত আহমেদ প্রমুখ । এছাড়াও কর্মসূচী পর্যবেক্ষনে আসেন খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষক জনাব ফারহানা নাজ, সহকারী প্রধান শিক্ষক জনাব খালেক,১৯৯১ ব্যাচের শিক্ষার্থী চৌধুরী নাজমুল হুদা সাগর,২০০৬ ব্যাচের শিক্ষার্থী ফজলে  রাব্বী  বাঁধন ।