ছাত্রদলের ‘গঠনতন্ত্র’ নেই

124
Spread the love

বিশেষ প্রতিনিধি ||

বিএনপি’প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ভবিষ্যতের নেতৃত্ব তৈরি করার জন্য একটি ছাত্র সংগঠন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। এর প্রেক্ষিতে ১৯৭৯ সালের জানুয়ারি কেন্দ্রীয়ভাবে ছাত্রদল প্রতিষ্ঠা করেন তিনি। জিয়াউর রহমান-এর জনপ্রিয়তার জন্য অনেক তরুণ অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেন। কাজী আসাদুজ্জামানকে আহ্বায়ক করে ছাত্রদলের প্রথম কমিটি প্রকাশ করা হয়। মেজর জিয়া’হাতে গড়া ছাত্রদলের রয়েছে সোনালী অতীত। বিশেষ করে ‘৯০-এর আন্দোলনে সংগঠনটির নেতৃত্ব পাল্টে দেয় রাজনীতির গতিপথ।

সেই ছাত্রদলের বয়স এখন প্রায় অর্ধশত বছর। দেশের বৃহৎ এই ছাত্র সংগঠনের নেই চূড়ান্ত গঠনতন্ত্র। দীর্ঘ সময় ধরে ‘খসড়া গঠনতন্ত্র’ দিয়েই চলছে সংগঠন। জানা গেছে, বর্তমান কমিটির অন্যতম একটি দায়িত্ব ছিলো গঠনতন্ত্র চূড়ান্ত করা। কিন্তু মেয়াদ শেষ হতে চললেও গঠনতন্ত্র নিয়ে কোনো কাজই এগোয়নি। এভাবেই গঠনতন্ত্র ছাড়া একটি সংগঠন বছরের পর বছর চলছে। বর্তমান কমিটির একজন সহ-সম্পাদক জানান, প্রেসিডেন্ট-সেক্রেটারি গুরুত্ব না দেওয়ায় গঠনতন্ত্র নিয়ে কোনও কাজ হয়নি। সুপার টু উদ্যোগ নিলে এতোদিনে চূড়ান্ত হয়ে যেতো। ছাত্রদলের সাবেক নেতারা মিলে একটি খসড়া করে দিয়েছেন। এখন এই কমিটির দায়িত্ব, কোনো সংশোধনের প্রয়োজন হলে সেগুলো সম্পন্ন করে গঠনতন্ত্র চূড়ান্ত করা। একটি স্থায়ী চূড়ান্ত গঠনতন্ত্র দিয়ে ফজলুর রহমান খোকন-ইকবাল হোসেন শ্যামল ইতিহাস সৃষ্টি করতে পারতেন, যে তাঁরাই পেরেছেন ছাত্রদলের চূড়ান্ত গঠনতন্ত্র উপহার দিতে।  ছাত্রদলের সহ-দফতর সম্পাদক আজিজুল হক সোহেল বলেন, আমাদের গঠনতন্ত্র এখনো চূড়ান্ত নয়। তবে ফোরামে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। শিগগিরই কিছু সংশোধন এনে চূড়ান্ত করা হবে। খসড়া কপি চাইলে তিনি বলেন, ফাইনাল না হওয়া পর্যন্ত দেওয়ার অনুমতি নেই। গঠনতন্ত্র নিয়ে কাজ করছেন ছাত্রদলের বর্তমান সাবেক প্রেসিডেন্ট-সেক্রেটারিরা। ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, কাজ চলছে। দ্রুতই এটা চূড়ান্ত হবে। তবে যেটা আছে সেটা দিয়ে সংগঠন নিখুঁতভাবে পরিচালনা করা হচ্ছে। এতে কোনও সমস্যা হচ্ছে না। ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপি’প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, ছাত্রদল একটি বৃহৎ সংগঠন। এমন সংগঠনের চূড়ান্ত সংবিধান থাকবে না। কারণ, সংগঠনের মধ্যে নতুন নতুন চিন্তা সিদ্ধান্ত সংযোজন হয়। খসড়াই মূলতঃ ছাত্রদলের গঠনতন্ত্র। এটা দিয়েই সংগঠন পরিচালনা করা হয়। এখন যে গঠনতন্ত্র আছে সেটা দিয়ে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপি’ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সংগঠন পরিচালনা করতে সমস্যা হচ্ছে না।