হাটে ও পরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত না হলে ভয়াবহ দুঃসংবাদ ডেকে আনবে: মঞ্জু

2
Spread the love


।। খবর বিজ্ঞপ্তি।।


খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু
বলেছেন, করোনা সংক্রমণ রোধে পশুর হাট ও গণপরিবহনে স্বাস্থ্যবিধি রক্ষায়
সংশ্লিষ্টদের আরও আন্তরিক হওয়ার প্রয়োজন। গণপরিবহন আর পশুর হাটে
স্বাস্থ্যবিধি নিশ্চিত না হলে আনন্দের ঈদ জাতির জন্য ভয়াবহ দুঃসংবাদ ডেকে
আনবে। তাই স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরো কঠোর অবস্থান
নিতে হবে।


সোমবার (১৯ জুলাই) দুপুরে বিএনপি কলসেন্টারে কানাডা প্রবাসি রেজওয়ানা
ইয়াসমিন ও বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ গোফরান উজ জামান প্রদত্ত দুটি গ্যাস
সিলিন্ডার গ্রহনকালে তিনি একথা বলেন।  করোনার উর্ধমুখী সংক্রমণ আর
ক্রমবর্ধমান মৃত্যু হারের মধ্যেই সারা দেশে কোরবানির পশুর হাট জমে উঠেছে।
পছন্দের পশু কিনতে প্রতিটি হাটেই প্রতিদিন ভিড় করছে হাজারো মানুষ। লঞ্চ,
বাস ও অন্যান্য যানবাহনে গাদাগাদি করে ছুটছেন মানুষ। শারীরিক দূরত্ব বা
করোনা সচেতনতার অভাবে কোথাও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এ সময় উপস্থিত
ছিলেন, নগর বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক সিটি মেয়র মনিরুজ্জামান মনি,
জাফরুল্লাহ খান সাচ্চু, কমান্ডার আবু জাফর, শাহ জালাল বাবলু, রেহানা ঈসা,
অধ্যক্ষ তারিকুল ইসলাম, মেহেদী হাসান দিপু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ,
মিজানুর রহমান মিলটন, নিয়াজ আহমেদ তুহিন, মোহাম্মাদ আলী, কাজী মাহমুদ
আলী, শামীম আশরাফ,সেলিম বড়মিয়া, শেখ আল মামুন, তুহিন ইসলাম, আবিদ আল
রাহাত প্রমূখ। উল্লেখ্য বিএনপি পরিচালিত কলসেন্টারে অক্সিজেন সিলিন্ডারের
সংখ্যা এখন ৪৭টি।