বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে চেক চুরি ও স্বাক্ষর জাল করে এক ব্যবসায়ীর টাকা আত্মসাৎ এর চেষ্টার অভিযোগে মোল্লাহাট থানায় সাধারন ডায়রী করেছেন ভুক্তভোগী এক ব্যবসায়ী।
সাধারন ডায়রীর সুত্রে জানা যায়, জেলার মোল্লাহাট উপজেলার মেঝেরা গাওলা গ্রামের মৃত হেকমত শেখের পুত্র ব্যবসার কাজে গত বৃহস্পতিবার (৩ জুন) চট্রগ্রাম থেকে ঢাকা পল্টন থানাস্থ আদর্শ অনুবাদ নামক একটি প্রতিষ্ঠানে যায়,যার ব্যবস্থাপনায় ছিলেন মোল্লাহাটের মেঝেরা গাওয়া গ্রামের মোঃ মজিবর রহমান মুন্সির দুই পুত্র মোঃ জামাল উদ্দিন ও মোঃ রাজিব মুন্সি।এদের সাথে পূর্বের আর্থিক লেনদেনের বিষয়ও আলোচনা করে।আলোচনার এক পর্যায়ে বাদী মোঃ জামাল উদ্দিনের সাথে বাহিরে যাই চা খাওয়ার কথা বলে বাইরে নিয়া যায়, এই সুযোগে রাজিব মুন্সি মিম মিতু এন্টারপ্রাইজ এর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিঃ পোর্ট শাখার C.T.G এর হিসাব নং- ০৪৯২১০১০০০০০৫৯১৪ এর একটি চেক চুরি করে রেখে দেয়। চেক বইয়ের সিরিয়াল অনুযায়ী পাতা নং ১৩৫৩২১৫, ১৩৫৩২১৬, ১৩৫৩২১৭ ও ১৩৫৩২১৮ নং পাতা না থাকায় আমার নজরের আগচরে থাকে, তাই আমি নিজে সন্দেহ করি যে মোঃ রাজিব মুন্সী চেকের পাতা ছিড়ে নেয় এবং সীল ও স্বাক্ষর জাল করে।
এই পাতাগুলো বহাল তবিয়তে আছে কিন্তু ১৩৫৩২১৯ নাম্বার পাতাটা ছিড়ে,এজন্য আমার অগোচরে থেকে যায়। যাহা শনিবার (১৯ জুন) মোল্লাহাট থানায় শালিশ বৈঠকে মোঃ জামাল উদ্দিন উপস্থাপন করলে সীল ও সাক্ষর ভূয়া প্রমানিত হয়। তারপরে সে আমার নামে মিথ্যা মামলা দেয় এবং বিভিন্ন ধরনের হুমকি দিয়ে চলছে, এমন কি তিনি পল্টন থানার এক অফিসার কে দিয়েও হুমকি ভয়ভীতি দেখায়। আমি এর সঠিক তদন্ত করে বিচারের দাবি জানাই।