কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ঘরে ঘুমিয়ে থাকা উম্মে ফাতেমা (১৪) নামের এক স্কুলছাত্রীর লাশ গ্রামের ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকালে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের মিরপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের অধীনে ভাঙ্গা বটতলার পূর্ব-দক্ষিণে ও শহীদুল ঠাকুরের ইটভাটার পশ্চিমে (শোলা বিলের মাঠ) ভুট্টা ক্ষেত থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত উম্মে ফাতেমা মিরপুর পৌরসভার তালতলা মহল্লার খন্দকার সাইফুল ইসলামের মেয়ে। সে বডার গার্ড মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
এ ব্যাপারে নিহতের বাবা খন্দকার সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়া শেষে ফাতেমা নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পড়ে। রাত ২টার দিকে প্রকৃতির ডাকে আমার ঘুম ভেঙে গেলে দেখি তার ঘরের দরজা খোলা। ওই সময় ঘরে না পেয়ে আশপাশের স্থানসহ অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে ভুট্টা ক্ষেতে তার লাশ পাওয়া যায়।
এ ব্যাপারে মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।