নড়াইলে করোনা রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা কর্মসূচির উদ্বোধন

0

মোঃ আবু তাহের, নড়াইল

নড়াইলে করোনা অসুস্থ রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এসময় উপস্হিত ছিলেন মোঃ ফকরুল হাসান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আইয়ুব খান বুলু, কেষ্ট দাস, মেসার্স রামিম তামিম কাচঁ ঘরের প্রোপাইটর জেলা ক্রীয়া সংস্থার সদস্য হামিমুর রহমান ঝান্নু, কোষাধক্ষ্য  আব্দুর রশিদ মন্নু, রওশন আরা লিলি, তরিকুল ইসলাম শান্ত প্রমূখ। জানাযায় , বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উপ-মহাসচিব, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক রাষ্ট্রীয় ক্রিয়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক বঙ্গবন্ধু কল্যাণ সেবী ট্রাস্টের  নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগের  যুব ক্রিয়া বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির অন্যতম সদস্য, এস এম সুলতান আর্ট কলেজের অন্যতম প্রতিষ্ঠিতা, নড়াইলের কৃতি সন্তান  দেশবরেণ্য ক্রীড়া সংগঠক আশিকুর রহমান মিকু নড়াইল জেলা ক্রীয়া সংস্থায় ১০ টি অক্সিজেন সিলিন্ডার হাজার মাস্ক প্রদান করেন। আশিকুর রহমান মিকু বলেন, নড়াইল জেলা ক্রীড়া সংস্থায় ১০ লক্ষ টাকা প্রদান করা হবে। করোনার জন্য এটা ঈদের আগেও হতে পারে বা পরেও হতে পারে।  তিনি আরও বলেন, গত মাসের ২৯ তারিখে জেলা প্রশাসকের মাধ্যমে লক্ষ ২৯ হাজার টাকা প্রদান করা হয়ছে। এদিকে, মেসার্স রামিম তামিম কাচঁ ঘরের মালিক জেলা ক্রীয়া সংস্থার সদস্য হামিমুর রহমান ঝান্নু নড়াইল জেলা ক্রীয়া সংস্থায় হাজার মাস্ক দিয়ে সহযোগিতা করেন।

হামিমুর রহমান ঝান্নু বলেন, ‘মানুষ মানুষের জন্য’  করোনা রোগীর অবস্তা নড়াইলের অনেক খারাপ। তাই আশিকুর রহমান মিকু চাচার নির্দেশে নড়াইল জেলা ক্রীড়া সংস্থায় হাজার মাস্ক প্রদান করি।