সুন্দরবন থেকে নৌকা ও কীটনাশক জব্দ

5
Spread the love

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

পূর্ব সুন্দরবনে অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ ধরার প্রস্তুতিকালে একটি নৌকা, ১৬ বোতল প্যাকেট কীটনাশক জব্দ করেছে বনবিভাগ।

বনবিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের পশুর নদীতে অভিযান চালিয়ে বিষ দিয়ে মাছ ধরার প্রস্তুতিকালে  একটি নৌকা, ১৬ বোতল প্যাকেট বিষ, একটি জাল বেশ পরিমাণ বরফ জব্দ করা হয়েছে। চাঁদপাই রেঞ্জের বনপ্রহরী শেখ আব্দুল মালেকের নেতৃত্বে অভিযান চালানো হয়। চাঁদপাই ষ্টেশন কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান বলেন, অভিযানকালে দুর্বৃত্তরা নদীতে ঝাঁপিয়ে বনের ভিতরে পালিয়ে যাওয়ায় কেউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনায় বন আইনে মামলা দায়ের হয়েছে।

এর আগে সোমবার ভোরে সুন্দরবন থেকে হরিণ শিকারের ফাঁদ কীটনাশকসহ এক ব্যক্তিকে আটক করে বনবিভাগ।