বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক খোকার ইন্তেকালে খুলনা মহানগর বিএনপির শোক

6

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি’মেঝভাই নৌ কমান্ডো যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক খোকা (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না….রাজিউন)সোমবার (২৮ জুন) বেলা ১১টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে, ভাইবোন-আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা বাদ আছর খুলনা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এরপর গার্ড অফ অনার শেষে তাকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে।

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক খোকার মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ইকবাল হোসেন খোকন প্রমুখ।