পাইকগাছায় সরকারী খাসখালে বাঁধ দিয়ে পানি আটকে রেখে পাকা রাস্তা প্লাবিত : জনদুর্ভোগ চরমে

1
Spread the love

০ পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় সরকারী খাসখালে বাঁধ দিয়ে জোয়ার বর্ষার পানি আটকে রেখে পাকা রাস্তা প্লাবিত করার অভিযোগ। পাঁচ গ্রামের একমাত্র রাস্থা প্লাবিত হওয়ায় জনদুর্ভোগ চরমে।

স্থানীয় শঙ্করদানা গ্রামের সুরেশ মন্ডল জানান, সরকারী বাটুলতলা খাল বাঁধ দিয়ে পঙ্কজ বিশ্বাস, বাবুলাল বিশ্বাসসহ দুই তিনজন চিংড়ি ঘের করে আসছে। গত কয়েকদিন ধরে খালে জোয়ার তুলে বৃষ্টির পানি আটকে রেখে সরকারী রাস্তা প্লাবিত করে। রাস্তাটি শঙ্করদানা, হাড়িয়া, শচিয়ারবন্ধ, আঁধারমানিক তেঁতুলতলা গ্রামের হাজার মানুষের চলাচলের একমাত্র রাস্তা এটি। তেঁতুলতলার প্রীতিষ কুমার মন্ডল জানান, আমাদের তুতুলতলা গ্রামের প্রায় হাজার মানুষ পথ দিয়ে চলাফেরা করে। জোয়ার দিয়ে ডুবিয়ে দেয়ার ফলে ভালো কাপড় পরে পাইকগাছা সদরে যেতে পারছি না। হাড়িয়ার নিউটন বিশ্বাস জানান, তারা প্রতিবছর কৃতিম জলবদ্ধতা সৃষ্টি করে মানুষের ঘেরের মাছ খালে নিয়ে আসে। হাড়িয়ার রনজিৎ বিশ্বাস জানান, খাল ইজারার নামে বাবুলাল জনদুর্ভোগ সৃষ্টি করছে। বিষয় বাবুলাল বিশ্বাস জানান, পানি সরানো গেটের মুখ ভেঙ্গে গেছে। সেটি সারাই করা হয়েছে দু’এক দিনের মধ্যে পানি সরানো হবে। লতা ইউনিয়ন চেয়ারম্যান চিত্তরজ্ঞন মন্ডল জানিয়েছেন, বাবুলাল প্রতিবছর খামখেয়ালী ভাবে এমন কাজ করে থাকে। তবে আমার সরকারী রাস্তার উপর পানি তুলে জনদুর্ভোগ সৃষ্ট করবে আমি সেটি মেনে নিব না। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, আমার কাছে কেউ অভিযোগ করেনি। জোয়ার দিয়ে সরকারী রাস্তা নষ্ট করবে তাকে আইনের আওতায় আনা হবে।