খুলনা অঞ্চলে সর্বোচ্চ শনাক্তের দিনে রোগীর সংখ্যা ৩৬ হাজার ছাড়াল

7

স্টাফ রির্পোটার

খুলনা বিভাগে করোনা সংক্রমণ বেড়েই চলছে। গত দিনের মধ্যে চারবার চলতি বছরের সর্বোচ্চ করোনা সংক্রমণ শনাক্তের ঘটনা ঘটল। বিভাগে গত ২৪ ঘণ্টায় ৪২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন দুজন। চলতি বছরের মধ্যে এটাই এক দিনে সর্বোচ্চ শনাক্ত। এর আগে জুন দিনে ৩৭৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। এদিকে সর্বোচ্চ শনাক্তের দিনে বিভাগে রোগীর সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়েছে। খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিভাগের ১০ জেলায় পর্যন্ত করোনায় মোট সংক্রমিত হয়েছেন ৩৬ হাজার ৪১১ জন, মারা গেছেন ৬৭৪ জন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হন চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। গত বছরের ২৩ জুলাই সংখ্যা ১০ হাজার এবং ১২ আগস্ট ১৫ হাজার ছাড়ায়। চলতি বছর জানুয়ারি ২৫ হাজার, গত ৩০ মে শনাক্ত ৩৪ হাজার এবং জুন শনাক্ত ৩৫ হাজার ছাড়ায়। সোমবার সংক্রমণ শনাক্তের সংখ্যা ৩৬ হাজার ছাড়াল।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২৭৩ জন সুস্থ হয়েছেন। বিভাগে করোনায় আক্রান্তের পর এখন পর্যন্ত সুস্থ হলেন ৩২ হাজার ১২৭ জন। সুস্থতার হার ৮৮ শতাংশ। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের করোনা–সংক্রান্ত দৈনিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, গত ঈদের পরের সময়টাতে প্রতিদিনের শনাক্ত মৃত্যু বাড়তে থাকে। সময় যত গড়াচ্ছে শনাক্ত মৃত্যু তত বাড়ছে। গত দিনে (১-জুন) হাজার ১২০ জনের অর্থাৎ প্রতিদিন গড়ে ৩০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আর এই সময়ে মারা গেছেন ২৯ জন। এর আগের দিনে (২৫-৩১ মে) হাজার ৮৯ জনের অর্থাৎ প্রতিদিন গড়ে ১৫৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। ওই দিনে মারা যান ২৫ জন। দেখা যাচ্ছে গত সাত দিনে আগের সাত দিনের চেয়ে শনাক্ত দ্বিগুণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে খুলনা জেলায় রয়েছেন ৭৯ জন (নগরে ৫৬ জন)ছাড়া বাগেরহাটে ৩২ জন, যশোরে ১৬১, সাতক্ষীরায় ৫০, নড়াইলে ১৭, মাগুরায় ৬, মেহেরপুরে ১০, চুয়াডাঙ্গা ঝিনাইদহে রয়েছেন জন করে এবং কুষ্টিয়ায় ৫৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, খুলনা বিভাগের জেলাভিত্তিক হিসাবে পর্যন্ত সর্বোচ্চ ১০ হাজার ৭৪৮ রোগী শনাক্ত হয়েছেন খুলনা জেলায়। এর মধ্যে খুলনা শহরেই শনাক্ত হয়েছেন হাজার ৭৪০ জন। ছাড়া বাগেরহাটে শনাক্ত হয়েছেন হাজার ৮০৭ জন, চুয়াডাঙ্গায় হাজার ৭০ জন, যশোরে হাজার ৪৩১ জন, ঝিনাইদহে হাজার ৯৭৯ জন, কুষ্টিয়ায় হাজার ২০৪ জন, মাগুরায় হাজার ২৭৯ জন, মেহেরপুরে হাজার ৭৪ জন, নড়াইলে হাজার ৯২১ জন এবং সাতক্ষীরায় হাজার ৮৯৮ জন ব্যক্তি শনাক্ত হয়েছেন।

বর্তমানে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে বাসায় আর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন হাজার ৬১০ জন। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৯০ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় খুলনায় জন করোনা রোগী মারা গেছেন। বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির মধ্যে খুলনা জেলায় রয়েছেন ১৮৪ জন, কুষ্টিয়ায় ১১৯ জন, যশোরে ৮২ জন, চুয়াডাঙ্গায় ৬৪ জন, ঝিনাইদহে ৫৭ জন, সাতক্ষীরায় ৪৮ জন, বাগেরহাটে ৪৭ জন, নড়াইলে ২৭ জন, মাগুরায় মেহেরপুরে ২৩ জন করে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুর হার দশমিক ৮৫ শতাংশ।