কলকাতা নাইট রাইডার্সের রাহুল ত্রিপাঠি আটক

12
Spread the love

০ স্পোর্টস ডেস্ক

ভারতের পুনের কোনধবা এলাকায় লকডাউনের নিয়ম ভাঙায় এবার শাস্তির মুখে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) তারকা ক্রিকেটার রাহুল ত্রিপাঠি।

মহারাষ্ট্রে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় লকডাউন দেয়া হয়েছে। লকডাউনের নিয়ম ভাঙায় পুনের পুলিশের বিশেষ একটি দল কনধাওয়া এলাকায় পরিদর্শন করার সময় আইপিএল কাঁপানো কেকেআরের তারকা ব্যাটসম্যানকে আটক করে।

পুলিশের দাবি অনুযায়ী, রাহুল ত্রিপাঠি কনধাওয়া এলাকায় বিশেষ কোনো কারণ ছাড়াই খাদি মেশিন চক এলাকায় মুখে মাস্ক পরা ছাড়াই গাড়ি চালাচ্ছিলেন। রাহুল ত্রিপাঠি ছাড়াও ওই সময় গাড়িতে একাধিক ব্যক্তি ছিলেন। যে কারণে তাকে ৫০০ টাকা জরিমানা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

রাহুল ত্রিপাঠির আগে দিল্লি ক্যাপিটালসের তারকা ওপেনার পৃথ্বীশ করোনার এই কঠিন সময়ে লকডাউনের মধ্যে ঘুরতে বের হয়ে পুলিশের হাতে ধরা পড়েন।