দেশে আরো ১৩ ব্যক্তির শরীরে ভয়ংকর ভারতীয় ভ্যারিয়েন্ট

2
Spread the love

০ খুলনাঞ্চল রিপোর্ট

রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জসহ আরও জেলায় ১৩ ব্যক্তির শরীরে মিলেছে এই ভয়ংকর ভারতীয় ভ্যারিয়েন্ট বি-১৬১৭। এর মধ্যে জনই আবার চাঁপাইনবাবগঞ্জের।

শুক্রবার (২৮ মে) রাতে জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) থেকে তথ্য জানা গেছে।

সেখানে জিনোম সিকোয়েন্সের তথ্য আপলোড করেছে ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর, আইদেশী এবং আইসিডিডিআর-বি।

জিআইএসএআইডি’তথ্য থেকে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ ছাড়া অন্য জেলাগুলো হচ্ছে-চুয়াডাঙ্গা, গাইবান্ধা, ঝিনাইদহ, বাগেরহাট, পিরোজপুর এবং খুলনা। এদের নমুনা গত ১৩ মে থেকে ২২ মে এর মধ্যে সংগ্রহ করা হয়। নিয়ে এখনও পর্যন্ত ভারতীয় ভ্যারিয়েন্ট এর ২০ জনের তথ্য সেখানে জমা দেওয়া হয়েছে।

গত বছরের অক্টোবরে ভারতে প্রথম এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। এই ভ্যারিয়েন্টের কারণেই ভারতে বর্তমানে করোনার সংক্রমণ মৃত্যু বেড়েছে। ভারতের পর এই ভ্যারিয়েন্টটি সবচেয়ে বেশি ছড়িয়েছে ব্রিটেনে।

চলতি সপ্তাহের শুরুতে করোনার ভারতীয় ধরনকে ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ হিসেবে তালিকাভুক্ত করেছে ডব্লিউএইচও। এর আগে ডব্লিউএইচও দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য ব্রাজিলের ধরনকে ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ হিসেবে তালিকাভুক্ত করেছে।

বাংলাদেশেও করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে বলে গত মে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. বি এম খুরশীদ আলম জানিয়েছেন।